ব্যাখ্যা: ক্যাশ মেমোরি হল একটি উচ্চ গতির সেমিকন্ডাক্টর কম্পিউটার মেমোরি, যা CPU এর গতি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। ক্যাশ মেমোরি প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির থেকে অনেক বেশি ব্যয়বহুল। এটি CPU এবং প্রাথমিক মেমরির মধ্যে বাফার হিসাবে কাজ করে। এই মেমোরি ডেটা এবং প্রোগ্রামের সেই অংশগুলিকে ধরে রাখতে - ব্যবহৃত হয় যা CPU দ্বারা বেশীরভাগ সময় ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরার (শরীয়তপুর) মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
9125. Which one of the following sentence contains the correct superlative degree?
I love you more than I can say.
Money is sweeter than honey.
No other flowing is as beautiful as the rose.
The Padma Bridge is one of the longest bridges in Asia.
ব্যাখ্যা: পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি। পাহাড়ের প্রধান তিন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উৎসবটি পালন করে। পাহাড়ের এই উৎসবকে ত্রিপুরারা বলে 'বৈসুক', মারমারা বলে 'সাংগ্রাই' আর চাকমারা বলে 'বিঝু'। ত্রিপুরাদের বৈসুক থেকে 'বৈ', মারমাদের সাংগ্রাই থেকে 'সা', আর চাকমাদের বিজু থেকে 'বি' একত্রে 'বৈসাবি' নামে পরিচিত।
9128. প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা হলে 10টি বাল্ব 3 ঘণ্টা জ্বালিয়ে রাখলে কত টাকা বিল পরিশোধ করতে হবে?
ব্যাখ্যা: মাধবকুন্ড জলপ্রপাত, বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। পাথারিয়া পাহাকড় (পূর্বনাম: আদম আইল পাহাড়) কঠিন পাথরে গঠিত; এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুন্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবছড়া।
9132. কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ স্থির করেছে?
ব্যাখ্যা: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ার পর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করার লক্ষ্য নিয়ে এগোনোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
9133. শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে' গানটির গীতিকার কে?
ব্যাখ্যা: ১৯৭১ সালে 'আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান 'শোন একটি মুজিবুবের থেকে। 'গানটির গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং সরকার ও শিল্পী
ছিলেন অংশুমান রায়।
9134. The correct passive structure of thesentence. 'Let her sing a song'
ব্যাখ্যা: বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
9136. All that glitters is not gold. Here the word 'All' is a/an-
ব্যাখ্যা: ৫৩তম সমাবর্তনে নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ প্রফেসর ডা. জেন টেরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল'স (হোনোরিস কোওসা) ডিগ্রি প্রদান করা হয়। অধ্যাপক ড. জঁ তিরোল একজন ফরাসি অর্থনীতিবিদ। তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া তত্ত্ব, ব্যাংকিং ও অর্থনীতি এবং মনোবিদ্যাগত অর্থনীতি এর উপর কাজ করেছেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
9138. honest person never tells a lie. Indentify the best option for the blank