Image
MCQ
9181. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
অনুকার দ্বিত্বে
পুনরাবৃত্ত দ্বিত্বে
ঋনাত্মক দ্বিত্বে
ক ও খ উভয়ই
9182. একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক- তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল ৬ বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
6 একক
৪ একক
10 একক
12 একক
9183. পাতায় পাতায় পড়ে নিশির শিশির'- এখানে 'পাতায় পাতায়' কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
আধিক্য
নির্দিষ্টতা
ধারাবাহিকতা
স্বল্পতা
9184. 'রাশি রাশি' পদের দ্বিরুক্তি তে কোন অর্থ প্রকাশ পায়?
আধিক্য
সামান্য
আতিশয্য
শূণ্য
9185. ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি?
দরদর
কুট কুট
মড়মড়
নর নর
9186. নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয়?
বাপরে বাপ
হায় হায়
ঘুটঘুটে অন্ধকার
থু থু
9187. ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
৮৮০ টাকা
৯৪০ টাকা
৯৬০ টাকা
৯৮০ টাকা
9188. নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ?
গরম গরম
মিটির মিটির
চোর চোর
ঢং ঢং
9189. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?
টন-টন
মিট-মাট
ঝম-ঝম
লেন-দেন
9190. পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে?
অনুকার দ্বিত্ব
ধ্বন্যাত্মক দ্বিত্ব
পদদ্বিত্ব
পুনরাবৃত্ত দ্বিত্ব
9191. 'ফিট ফাট' শব্দটি কি দ্বিরুক্তি?
বিপরিতার্থক
সমার্থক
দ্বিরুক্ত শব্দ
ভিন্নার্থক
9192. 'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
ব্যাপ্তি
বহুত্ব
প্রকর্ষ
ঈষদ স্বল্পতা
9193. 'নদীর তীরে বালি চিকচিক করছে।' এ বাক্যে চিকচিক?
ক্রিয়া
ভাব বিশেষণ
দ্বিরুক্ত শব্দ
অনুকার অব্যয়
9194. গাছটা মড় মড় করে ভেঙে পড়ল।- এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
অনুভূতির কাল্পনিক
বস্তুর ধ্বনি
জীবজন্তুর ধ্বনি
মানুষের ধ্বনির
9195. ২/৫ এর ৫/৯ এর গ.সা.গু কত?
১/৪৫
২/৪৫
৭/৪৫
৪৫
9196. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে --
শব্দ পরিবর্তন
শব্দদ্বিত্ব
শব্দ গঠন
শব্দ প্রয়োগ
9197. যদি x/y=2/3 হয়, তবে 6x + y 3x+2y এর মান কত?
5/4
4/5
14/15
20/13
9198. শব্দদ্বিত্ব কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
9199. কোনটি অব্যয়সূচক শব্দের দ্বিরুক্তি?
আর (হায় হায়) করে লাভ কী?
(উড় উড়) ভাব
(দেখতে দেখতে) সে চলে গেল
(কবি কবি) ভাব
9200. 5+11+17+ ...... + 65 ধারাটির পদ সংখ্যা কয়টি?
7
9
10
11