অ্যান্টিফেরেচুম্বকীয় পদার্থ
ব্যাখ্যা: ব্যাখ্যা বাতাস বা বায়ু যে উপাদানগুলো নিয়ে গঠিত তার মধ্যে অক্সিজেন প্যারাচুম্বকীয় পদার্থ এবং নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই-অক্সাইড হলো ডায়াচুম্বকীয় পদার্থ। অক্সিজেনের প্যারাচুম্বকীয় বৈশিষ্ট্য অন্যান্য গ্যাসগুলোর ডায়াচুম্বকীয় বৈশিষ্ট্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই সামগ্রিকভাবে বায়ুকে প্যারাচুম্বকীয় পদার্থ হিসেবে বিবেচনা করা হয়।