9814. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়:
ব্যাখ্যা: ব্যাখ্যা: চীনা উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) হচ্ছে এশীয় বিশ্বায়নের কর্মসূচি, যার কার্যক্রম শুরু হয় ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নব্বই দশকের গোড়ার বিশ্বায়নকে বলা হচ্ছে বিশ্বায়ন ১.০। আর বিআরআই প্রকল্প পুরোদমে বাস্তবায়িত হলে এটি হয়ে উঠবে বিশ্বায়ন ২.০। বিআরআই মূলত একুশ শতাব্দীর বৃহত্তম উন্নয়ন প্রকল্প যাতে বিশ্বের সবচেয়ে বেশি দেশ (৬৮টি), ৬০ শতাংশ বিশ্ব জনসংখ্যা এবং ৪০ শতাংশ জিডিপি নিয়ে গঠিত। 'বিআরআই' প্রকল্পের নাম প্রথমে ছিল 'ওয়ান বেল্ট ওয়ান রোড (OBOR)। কিন্তু, 'ওয়ান' বা একক কথাটার মধ্যে একাধিপত্যের লক্ষণ থাকায় বিআরআই নামকরণ করা হয়।