Image
MCQ
9781. নিচের কোনটি প্রাইমারি দূষক?
HNO3
SO2
NO
NO2
9782. কোনটি প্রাচীন সভ্যতা?
গ্রিস
মেসোপটেমিয়া
রোম
সিন্ধু
9783. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
9784. HPLC-এর পূর্ণরূপ কী?
High Pressure Liquid Chromatography
High Power Liquid Chromatography
High Plant Liquid Chromatography
High Performance Liquid Chromatography
9785. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
সিএফসি
নাইট্রাস অক্সাইড
9786. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?
কর্ণফুলি
নাফ
মেঘনা
হালদা
9787. তিব্বত একটি-
উপত্যকা
দ্বীপ
উপদ্বীপ
মরুভূমি
9788. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
কানাস্তা
পশ্চিম আফ্রিকা
নর্থ আমেরিকা
অস্ট্রেলিয়া
9789. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
১৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
৩০০ নটিক্যাল মাইল
9790. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-
ঘড়ির কাঁটার দিকে
ঘড়ির কাঁটার বিপরীতে
সোজা
কোনোটিই সঠিক নয়
9791. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
পরিবহণ
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ভবন নির্মাণ
শিল্প
9792. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-
ফোকাস
ফ্রাকচার
ফল্ট
এপিসেন্টার
9793. 'Elephant Pass' অবস্থিত-
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
মালয়েশিয়া
9794. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
পানির উপরিভাগে
পানির মধ্যভাগে
পানির আন্তঃআণবিক স্থানে
পানির তলদেশে
9795. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
সাইপ্রাস
আলজেরিয়া
ইস্টোনিয়া
মাল্টা
9796. নিচের কোনটি চার্লসের সূত্র?
V∞T
PV=KV
n
P=T
9797. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিয়াটল
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
নিউইয়র্ক
9798. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?
১৫ নভেম্বর ২০০৭
১৬ নভেম্বর ২০০৭
১৭ নভেম্বর ২০০৭
১৮ নভেম্বর ২০০৭
9799. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
দেহ-কেন্দ্রিক ঘনকাকার
সংঘবদ্ধ-ঘনকাকার
সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
9800. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
SiO2
Na₂CO3
Fe2O3
NaNO3