Image
MCQ
9881. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
৮০ বিলিয়ন ডলার
১০০ বিলিয়ন ডলার
১৫০ বিলিয়ন ডলার
২০০ বিলিয়ন ডলার
9882. ধরিত্রী সম্মেলন (Earth Summit) কোথায় অনুষ্ঠিত হয়?
ইতালি রোমে
আফ্রিকার জোহানেসবার্গে
ব্রাজিলের রিওডিজেনিরোতে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
9884. জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে?
IPCC
COP 21
Greenpeace
Sierra Club
9885. নিম্নলিখিত কোনটি International mother Earth day (বিশ্ব ধরিত্রী দিবস)?
১৮ এপ্রিল
২২ এপ্রিল
২০ এপ্রিল
২৪ এপ্রিল
9886. UN CBD (Convention on Biological Diversity) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
মন্ট্রিল
জেনেভা
নাইরোবি
প্যারিস
9887. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
জাপান
ফ্রান্স
যুক্তরাজ্য
দক্ষিণ কোরিয়া
9889. বিশ্ব পানি দিবস (World Water Day) কোনটি?
২০ আগস্ট
২১ এপ্রিল
২০ ফেব্রুয়ারি
২২ মার্চ
9890. কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?
ব্যাপক বায়ু দূষণ
জলবায়ু পরিবর্তন
ব্যাপক তেল নিঃসরণ
পারমাণবিক বিস্ফোরণ
9891. আন্তর্জাতিক বন দিবস কবে উদযাপিত হয়?
২১ মার্চ
৫ জুন
২৯ জুলাই
১২ আগষ্ট
9892. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে –
৪ অক্টোবর
২৯ জুন
২৩ অক্টোবর
১১ ফেব্রুয়ারি
9893. ওয়ার্ল্ডওয়াচ কী?
বিশ্বের বিভিন্ন দেশের সময় পর্যবেক্ষণকারী সংস্থা
ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
পৃথিবীর প্রাচীনতম ঘড়ি
কোনটিই নয়
9894. আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস- -
২২ মার্চ
২২ মে
২২ এপ্রিল
২২ জুন
9896. 'Agenda 21' was adopted by- Or এজেন্ডা-২১ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?
UN
ADB
Word Bnak
WTO
9897. কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
বার্লিন সম্মেলন
কোপেন হেগেন
কানকুন
ডারবান সম্মেলন
9898. 'এজেন্ডা ২১' বিষয়বস্তু কী?
পরমাণু
নারী
পরিবেশ
সন্ত্রাসবাদ
9899. রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
১৫০
১৭৮
১৫৬
১৭৯
9900. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
৩০%
80%
৫০%
৬০%