9849. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৭২ সালের ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি সাংবিধানিক সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম ভাগের ১৩৭নং অনুচ্ছেদে এক বা একাধিক সরকারি কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রজাতন্ত্রের বেসামরিক কর্মচারী, প্রশাসনের কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করা এ কমিশনের কাজ। ১৯৭২ সালে দুটি কর্ম কমিশন গঠন করা হয়। ১৯৭৭ সালে দুটি কমিশনকে একীভূত করে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' নামে একটি কমিশনে পরিণত করা হয়।