EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10381. A partner in crime is--
an accomplice
a patricide
an atheist
a parricide
ব্যাখ্যা: Hints: অপরূপ বা দুষ্কর্মের সঙ্গী বা সহায়তাকারীকে বলা হয় accomplice (দুষ্কর্মে সহযোগী)। অন্যদিকে patricide অর্থ পিতহত্যা, allries অর্থ নাস্তিক আর particule অর্থ স্বজন হত্যা।
10382. The word 'apiculture' in related to--
the culture of apple
the culture for fish
the culture of bees for honey
The culture of agriculture
ব্যাখ্যা: Hints: Apiculture অর্থ মৌমাছির চাষ অর্থাৎ মধুর জন্য মৌমাছির চাষকে বোঝায়।
10383. The word 'Paranoid' is connected with-
Philosophy
Psychology
Theology
Anthropology
ব্যাখ্যা: Hints: Paranoid (ভ্রমগ্রস্ত ব্যক্তি, ভীতু) যা মানসিক সংক্রান্ত যোগ। সুতরাং parunoil শব্দটি psychology- এর সাথে সম্পর্কিত।
10384. যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে-
সর্বজ্ঞ
সবজান্তা
বহুজ্ঞ
কোনোটিই নয়
10385. The word 'lunar is related to-
sun
planet
moon
air
ব্যাখ্যা: Hints: Lunar (চন্দ্রসংক্রান্ত) শব্দটি moon (চাঁদ)-এর সাথে সম্পর্কিত।
10386. Thal cannot be corrected or improved' is-
invevitable
incorrigible
incredible
incorrectable
ব্যাখ্যা: Hints: যা সংশোধন বা উন্নয়ন করা যায় না তা হলো incorrigible (অশোধনীয়, অশোধ্য)।
10387. 'Rhetoric' is---
a technique used for speak faster.
the ability to lie.
the skill of using language persuasively.
the ability to interpret complex logical problems.
10388. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck-এর width কত?
20m
10m
30m
22m
ব্যাখ্যা: পদ্মা সেতুর Upper deck-এর width 22m. চার লেন রাস্তার দু'পাশে 2.5 মিটার Hacd shoulder রয়েছে।
10389. Such claims need to be tested 'empirically suggests that-
the test should be based on study.
the test should based on assumption.
the test should be based on calculations.
the test should be based on experience.
ব্যাখ্যা: Hints: Empirically অর্থ প্রায়োগিকভাবে বা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিটক্ষার উপর নির্ভর করে। সুতরাং the test should be based on experience হবে সঠিক উত্তর।
10390. The word 'parent' means
father
mother
father and mother
father or mother
ব্যাখ্যা: Hints: Parent অর্থ বাবা বা মা, জনক বা জননী (father or mother)।
10391. A person who sells fruits and vegetables is called-
a vegetable man
a green-grocer
a vegetarian
a hawker
10392. A Cliche' is-
a novel expression
an exception to the rule
an overused expression
a universal truth
ব্যাখ্যা: Hints: Cliche অর্থ গুনিতাপূর্ণ বার্তা বা অতিরঞ্জিত কথাবার্তা। যা an overused প্রেমভাব্য দ্বারা প্রকাশ পায়।
10393. Tertiary' means--
primary
territorial
terrible
third in order
ব্যাখ্যা: Hints: Tertiary অর্থ third in order (তৃতীয় পর্যায়ভুক্ত)। Primary অর্থ প্রাথমিক, territorial অর্থ এলাকা বা ভূখণ্ডসম্পর্কিত আর terrible অর্থ ভয়াবহ।
10394. 'ছন্দে নিপুণ যিনি'- এক কথায় কী হবে?
কবি
ছান্দসিক
ছন্দবেত্তা
কোনোটিই নয়
10395. Nota bene' means--
for example
not sure
next page
mark well
ব্যাখ্যা: Hints: Nota bene অর্থ সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন। Nota bene দ্বারা mark well (মনোযোগ দিয়ে লক্ষ করুন)-এর অর্থ প্রকাশ পায়।
10396. হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশযোগ্য রূপ-
জিহীর্ষা
বিভ্রামিষা
বিবিক্ষা
জুগুলা
10397. The word 'ecological' is related to-
atmosphere
environment
pollution
demography
ব্যাখ্যা: Hints: Ecological (বাস্তব্যবিদ্যা সংক্রান্ত; পরিবেশ দূষণ সংক্রান্ত) শব্দটি environment- এর সাথে সম্পর্কিত। Atmosphere অর্থ ব্যয়ুমণ্ডল, pollution অর্থ দূষণ আর demography অর্থ জনসংখ্যা তত্ত্ব।
10398. 'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না' তাকে বলে-
ক্ষণপ্রভা
ক্ষণস্থায়ী জ্যোতি
রগ
অনসূয়া
10399. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
10400. A person who eats human flesh is a----
carnivore
cobbler
carnibal
cartographer
ব্যাখ্যা: Hints: যে ব্যক্তি মানুষের মাংস খায় তাকে cannibal (দলাম্মাদক) বলে।