Image
MCQ
10901. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগ
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
চতুর্থ ভাগ
10903. নিচের কোন দেশটি BRICS-এর অন্তর্ভুক্ত নয়?
জাপান
ব্রাজিল
রাশিয়া
চীন
10907. অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
স্টিভ জবস
বিল গেইটস
মার্ক জুকারবার্গ
ল্যারি সেজ
10910. ইন্টারপোলের (Interpol) সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
বেলজিয়াম
ফ্রান্স
যুক্তরাজ্য
ইটালি
10913. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
জেনেভা
লন্ডন
প্যারিস
10915. 'মানাগুয়া' কোন দেশের রাজধানী?
পানামা
অ্যালসালভেদর
নিকারাগুয়া
ব্রাজিল
10916. The passive form of 'We called him a fool is ---
He had been called a fool by us.
He has called a fool by us.
He has been called a fool by us.
He was called a fool by us.
10917. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডিলিট ডিগ্রি' প্রদান করেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
10919. নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
রাশিয়া
ফ্রান্স
জার্মানি
চীন
10920. 'লিও টলস্টয়' কোন দেশের সাহিত্যিক ছিলেন?
মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড
জার্মানি
রাশিয়া