EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10901. 'লিও টলস্টয়' কোন দেশের সাহিত্যিক ছিলেন?
মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড
জার্মানি
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: লিও টলস্টয় রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। এমনকি তাকে বিশ্বসাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। এই ৮২ বিখ্যাত মনীষীর জন্য ১৮২৯ সালের ৯ সেপ্টেম্বর ৮৩ ঘ রাশিয়ার টুলা প্রদেশে।
10903. The passive form of 'We called him a fool is ---
He had been called a fool by us.
He has called a fool by us.
He has been called a fool by us.
He was called a fool by us.
10904. Call-a doctor.
for
in
by
at
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডাকা বা ডেকে পাঠানো অর্থে Call in ব্যবহৃত হয়। Callin doctor- একজন ডাক্তার ডেকে পাঠাও। সুতরাং সঠিক উত্তর (গ)।
10905. The feminine gender of 'drone' is-
bee
hind
ewe
lass
ব্যাখ্যা: ব্যাখ্যা: drone (পুং মৌমাছি), bee (স্ত্রী মৌমাছি), hind (স্ত্রী হরিণ), ewe (ভেড়ী), lass (বালিকা)। সুতরাং সঠিক উত্তর (ক)।
10906. অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
স্টিভ জবস
বিল গেইটস
মার্ক জুকারবার্গ
ল্যারি সেজ
10907. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
জেনেভা
লন্ডন
প্যারিস
ব্যাখ্যা: ব্যাখ্যা: North Atlantic Treaty Organization-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত (১৯৪৯)। এর মোট সদস্য রাষ্ট্র ২৯টি।
10908. নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
রাশিয়া
ফ্রান্স
জার্মানি
চীন
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মোট ৫টি রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
10910. 'মানাগুয়া' কোন দেশের রাজধানী?
পানামা
অ্যালসালভেদর
নিকারাগুয়া
ব্রাজিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: মানাগুয়া হচ্ছে নিকারাগুয়ার রাজধানী। শহরটি মানাওয়া হ্রেদের দক্ষিণ-পশ্চিম তীরে, বেশ কিছু ছোট ছোট অভিঘাত খাদের হৃদের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
10911. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডিলিট ডিগ্রি' প্রদান করেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করে
10912. ইন্টারপোলের (Interpol) সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
বেলজিয়াম
ফ্রান্স
যুক্তরাজ্য
ইটালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইন্টারপোলের পূর্ণনাম- International Criminal Police Organization এবং এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর লিওঁ, ফ্রান্সে অবস্থিত। মোট সদস্য সংখ্যা ১৯৪টি।
10913. নিচের কোন দেশটি BRICS-এর অন্তর্ভুক্ত নয়?
জাপান
ব্রাজিল
রাশিয়া
চীন
ব্যাখ্যা: ব্যাখ্যা: BRICS-এর অন্তর্গত পাঁ চটি দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এটি একটি অর্থনৈতিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ মে ২০০৮ সালে।
10915. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগ
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
চতুর্থ ভাগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (২৬ নং অনুচ্ছেদ থেকে ৪৭ক অনুচ্ছেদ পর্যন্ত) মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
10917. Which one of the following is a common gender?
book
boy
madam
teacher
ব্যাখ্যা: ব্যাখ্যা: book-neuter, boy-masculine, madam- feminine বুঝায়। তবে teacher দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কেই বুঝায়। সুতরাং teacher হলো common gender.
10920. Of the two girls, Supriti is-intelligent.
most
as
more
far
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sentence-এর শুরুতে of the two Noun থাকলে Comparative degree হয়। তাই শূন্যস্থানে more হয়েছে।