MCQ
11141. 'জানুয়ারি' বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
তৎসম
সংস্কৃত
অতৎসম
তদ্ভব
11142. কোন বাক্যটি শুদ্ধ?
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
11143. কোনটি শুদ্ধ বাক্য?
দুর্বলবশত: অনাথা বসে পড়ল
দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলতাবতঃ অনাথিনী বসে পড়ল
11144. কোন বাক্যটি শুদ্ধ?
৫ জন ছাত্ররা স্কুলে যায়
৫জন ছাত্রগণ স্কুলে যায়
৫জন ছাত্র স্কুলে যায়
11145. I telephone him--- he was taking super last night.
why
while
how
where
11146. কোন বাক্যটি শুদ্ধ?
আমি সন্তোষ হলাম
আমি সন্তুষ্ট হলাম
আমি সন্তোষ্ট হইলাম
আমি সন্তুষ্ঠ হলাম
11147. কোন বাক্যটি শুদ্ধ?
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা
11148. নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
ঢেঁকি
লুঙ্গি
ভবন
চামার
11149. কোন বাক্যটি শুদ্ধ?
সর্বদা পরিষ্কার থাকিবে
সর্বদা পরিষ্কৃত থাকিবে
সর্বদা পরিষ্কারময় থাকিবে
সর্বদা পরিষ্কৃতময় থাকিবে
11150. 'মেঘে বৃষ্টি হয়' 'মেঘে' কোন কারকে কোন বিভক্তি?
অধিকারণে সপ্তমী
অপাদানে শূন্য
অপাদানে সপ্তমী
কারণে সপ্তমী
11151. কোন বাক্যটি শুদ্ধ?
রহিমা পাগলি হয়ে গেছে
রহিমা পাগল হয়ে গেছে
রহিমা পাগোলী হয়ে গেছে
রহিমা পাগলী হয়ে গেছে
11152. 'পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'। বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
11153. কোনটি ASEAN এর সদস্য নয়?
ভারত
সিংগাপুর
মিয়ানমার
থাইল্যান্ড
11154. নরওয়ের আইনসভার নাম কি?
রিক্সড্যাগ
স্টরটিং
ফোকেডিং
নেসেট
11155. বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি?
ধরিত্রী সম্মেলন
বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
মানব পরিবেশ সম্মেলন
স্টকহোম সম্মেলন
11156. কোন বাক্যটি শুদ্ধ?
তুমি কি ঢাকা যাবে?
তুমি কী ঢাকা যাবে ?
তোমরা কী ঢাকা যাবে ?
তোমরা কী ঢাকায় যাবে?
11157. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
বিরাট গরু ছাগলের হাট
বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
গরু-ছাগলের বিরাট হাট
বিরাট গবাদি পশুর হাট
11158. মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
অধ্যাপক ইউসুফ আলী
মাহবুব উদ্দীন
আহমেদ তৌফিক-ই-ইলাহী চৌধুরী
আব্দুল মান্নান
11159. 'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ট
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
11160. Choose the correct sentence-
It are the students who have decorated the room
It is the students who has decorated the room.
It is the students who have decorated the room.
It are the students who has decorated the room.