Image
MCQ
11321. কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৮৪ সালে বেলজিয়ামে
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
১৯৯৫ সালে ডেনমার্কে
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
11322. বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? / পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ধর্মপাল
দেবপাল
গোপাল
মহীপাল
11325. কোথায় এবং কোন সালে ওআইসি'র সূচনা হয়?
জেদ্দা, ১৯৫৯
রিয়াদ, ১৯৬০
রাবাত, ১৯৬৯
দুবাই, ১৯৬১
11326. পালযুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা?
কাগজের উপর
টিনের উপর
পাথরের উপর
তালপাতার উপর
11328. ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব অডিটরসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
রোম
প্যারিস
লুক্সেমবার্গ
11329. তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
পাল যুগ
সেন যুগ
গুপ্ত যুগ
কুষাণ যুগ
11330. ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন বসে কোথায়?
স্ট্রাসবার্গ, ফ্রান্স
ব্রাসেলস, বেলজিয়াম
হেগ, নেদারল্যান্ড
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
11331. ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
রোম
প্যারিস
লুক্সেমবার্গ
11332. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়?
ব্রাসেলস, বেলজিয়াম
ফ্রাঙ্কফুট, জার্মানি
লন্ডন, যুক্তরাজ্য
প্যারিস, ফ্রান্স
11333. কার সময়ে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? / কার সময়ে বরেন্দ্র বা সামন্ত বিদ্রোহ হয়েছিল?
বল্লাল সেন
দ্বিতীয় মহীপাল
ধর্মপাল
হেমন্ত সেন
11334. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট কে?
ক্রিস্টিন লাগার্দ
শার্ল মিশেল
জোসেফ বরেল
ডেভিড ম্যালপাস
11335. ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
ব্রাসেলস, বেলজিয়াম
ফ্রাঙ্কফুট, জার্মানি
লন্ডন, যুক্তরাজ্য
প্যারিস, ফ্রান্স
11337. শেনজেন চুক্তি হচ্ছে ---
বাণিজ্য চুক্তি
কর হ্রাস করা চুক্তি
রাজনৈতিক চুক্তি
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
11338. ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
রোম
প্যারিস
লুক্সেমবার্গ
11340. 'অষ্টাসাহত্রিকা প্রজ্ঞাপারমিতা' কী?
হিন্দু ধর্মগ্রন্থ
কালিদাসের কাব্যগ্রন্থ
বৌদ্ধ পুঁথি
জৈন ধর্মগ্রন্থ