Image
MCQ
11302. বাংলা ভাষায় 'জীবনী সাহিত্য' রচনার প্রথম উদাহরণ কী?
চরিতমালা
চৈতন্য জীবনী কাব্য
ইতিহাসমালা
জীবনচরিত্র
11303. প্লাইউড তৈরি হয়-
সাধারণ কাঠ হতে
বাঁশের আঁশ হতে
সেগুন কাঠ হতে
অ্যাসবেশটাস শীট হতে
11305. 'একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লীজননী' গানটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
কাজী নজরুল ইসলাম
অতুল প্রসাদ সেন
11307. 'ঈহা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
অনীহা
ইচ্ছা
অভিপ্রায়
আকাঙ্ক্ষা
11308. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
নির্বাসিতা
রায়নন্দিনী
অক্টোপাস
পদ্মরাগ
11309. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
মহাকাব্যে
সনেটে
খণ্ডকবিতায়
পত্রকাব্যে
11310. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
বিধবা বিবাহ
কৃষ্ণকুমারী
কীর্তিবিলাস
ভদ্রার্জুন
11311. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশি উপযোগী?
Centrifugal pump
Reciprovating pump
Jot pump
Airlift pump
11312. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
দিবারাত্রির কাব্য
চোখের বালি
মেজদিদি
রিক্তের বেদন
11313. হুমায়ুন আহমেদের 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কী বিষয় অবলম্বনে রচিত?
মুক্তিযুদ্ধ
গণঅভ্যুত্থান
দেশভাগ
ভাষা আন্দোলন
11314. 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির রচয়িতা কে?
শওকত ওসমান
আব্দুল মান্নান সৈয়দ
সৈয়দ শামসুল হক
শওকত আলী
11315. অমর একুশের প্রথম কবিতা কোনটি?
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
স্মৃতিস্তম্ভ
কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
একুশে ফেব্রুয়ারি
11316. 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'- এই অমর কবিতার কবি কে?
চণ্ডীদাস
আবদুল হাকিম
আলাওল
দৌলত কাজী
11319. বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে?
ঈশ্বরগুপ্ত
বিহারীলাল চক্রবর্তী
অমিয় চক্রবর্তী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
11320. 'আবির্ভাব' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
তিরোধান
নির্গমন
তিরোভাব
অনাবির্ভাব