Image
MCQ
11421. আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট কে?
এলেন জনসন সারলিফ
বেনজির ভুট্টো
অ্যাঞ্জেলা মার্কেল
কোনোটিই নয়
11422. ক্যারিবিয়ান অঞ্চলের দুইটি দেশের নাম কী?
পেরু ওচিলি
কলম্বিয়া ও ব্রাজিল
মাল্টা ও গ্রিস
হাইতি ও কিউবা
11423. কত সালে অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে?
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
11424. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক্যারিবিয়ান সাগর
ভারত মহাসাগর
ভূমধ্যসাগর
আরব সাগর
11425. গিনি বিসাউ কোথায় অবস্থিত?
উত্তর আফ্রিকা
পশ্চিম আফ্রিকা
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
11426. কলম্বাস ভুলক্রমে আবিষ্কার করেন ---
আমেরিকা
ওয়েস্ট ইন্ডিজ
ভারত
ইন্দোনেশিয়া
11427. কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ?
সেন্ট লুসিয়া
পশ্চিম সামোয়া
লিথুনিয়া
নিকারাগুয়া
11428. ওয়েস্ট ইন্ডিজ কী?
দেশের নাম
ক্রিকেট দলের নাম
দ্বীপের সমষ্টির নাম
ভারতের একটি দ্বীপ
11429. 'লরা কাবিলা' কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
কঙ্গো
দক্ষিণ আফ্রিকা
ঘানা
সুদান
11430. আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট কোন দেশের?
নাইজেরিয়া
মালাবি
লাইবেরিয়া
লিবিয়া
11431. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
11432. আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?
পশ্চিম
দক্ষিণ
উত্তর
পূর্ব
11433. কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
আমেরিকার স্বাধীনতা
ওয়াটার লু'র যুদ্ধ
ফরাসি বিপ্লব
শিল্প বিপ্লব
11435. ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন?
নোগুচি
ফন গ্যাটে
জর্জ বার্নাড শ
ক্রিস্টেফার কলম্বাস
11436. একসময় কঙ্গো প্রজাতন্ত্রের নাম ছিল---
লিওপোন্ডভিল
বাংকর্ন
জিবুতি
জায়ারে
11437. স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
ফ্রান্স
যুক্তরাজ্য
ইতালি
পর্তুগাল
11438. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল?
বিটেন
ফ্রান্স
কানাডা
রাশিয়া
11439. নজুমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন?
ঘানা
নাইজেরিয়া
তানজানিয়া
মরক্কো
11440. নজুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
নাইজেরিয়া
কঙ্গো
আবিসিনিয়া
ঘানা