Image
MCQ
11481. 'সুবচন নির্বাসনে' নাটকের নাট্যকার-
আব্দুল্লাহ আল মামুন
মামুনুর রশিদ
হুমায়ুন আহমেদ
রশীদ হায়দার
11484. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
11485. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
11486. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
11487. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
11488. 'ত্ম্য' কোন কোন ধ্বনির যুক্ত রূপ?
ত্+ন্‌+য
ত্+ম্+য
ত্++ম
ত্+য+ন
11490. I said to him, "Is he a doctor?" Turn the sentence into indirect speech--
I asked him whether he is a doctor.
I asked him whether he was a doctor.
I said to him that he was a doctor.
I said him that he was a doctor.
11491. The passive form of 'He is writing a letter' is-
A letter is written by him.
A letter was written by him.
A letter was being written by him.
A letter is being written by him.
11492. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
11496. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের নাট্যকার-
মামুনুর রশিদ
সেলিম আল-দীন
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
11498. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
কাব্যগ্রন্থ
প্রবন্ধ গ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
11500. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
শাহ আব্দুল
করিম লালন
ফকির আব্বাস উদ্দিন