11420. 'গাজী মিয়াঁ' কার ছন্দনাম?
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'গাজী মিয়াঁ' মীর মশাররফ হোসেনের ছদ্মনাম। তার আরেকটি ছদ্মনাম 'উদাসীন পথিক'। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম 'হুতোম প্যাঁচা'। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাক নাম মানিক।