EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
11461. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং এম মনসুর আলী ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী ছিলেন।
11463. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
11464. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
11465. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
11466. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
প্রথম ভাগ
তৃতীয় ভাগ
দ্বিতীয় ভাগ
পঞ্চম ভাগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে প্রথমভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয়ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয়ভাগে মৌলিক অধিকার, পঞ্চম ভাগে আইনসভা নিয়ে বলা হয়েছে।
11467. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
দশটি
বারোটি
এগারোটি
নয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয় এবং ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
11468. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশে চা উৎপাদনে সবার শীর্ষে রয়েছে মৌলভীবাজার। দেশের মোট ১৬৭টি চা বাগানের মধ্যে ৯১টি অবস্থিত মৌলভীবাজার জেলায়।
11471. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হয়েই সুন্দরবন।
11472. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
প্যারিস
লন্ডন
ওয়াশিংটন
হেগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: লুভর মিউজিয়াম ফ্রান্স-এর প্যারিসে সিন নদীর তীরে অবস্থিত। লুভর মিউজিয়ামের আয়তন প্রায় ৮ লক্ষ বর্গফুট। এ ছাড়া এখানেই রয়েছে লিওনার্দো দ্যা ভিঞ্চির অঙ্কিত পৃথিবীখ্যাত ঐতিহাসিক ছবি 'মোনালিসা'।
11476. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
ফ্রান্স
জার্মানি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের হেগ নগরীতে অবস্থিত। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারকদের মেয়াদকাল ৫ বছর।
11478. ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ইংল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০১৯ সালে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
11479. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের সময় বিজয় নিশ্চিত করতে বাংলাদেশে প্রথম ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠন করা হয়। আর এ সরকার শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
11480. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ইতালি
জার্মানি
জাপান
ফ্রান্স
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি, যেমন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।