ব্যাখ্যা: ব্যাখ্যা: রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। রাতারগুল জলাবন বা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বণ্যপ্রাণী অভয়ারণ্য।
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
11547. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীর প্রতীক প্রাপ্ত ব্যক্তি হলেন নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক এ এস ওডার্যান্ড। তিনি মুক্তিযুদ্ধে ১ এবং ২ নং সেক্টরে যুদ্ধ করেন। জাপান
11548. Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কৃত?
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১, ২ এবং ৫ টাকার নোট ব্যাংক নোট নয়। এই তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাকি নোটগুলো (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা) ব্যাংক নোট। নোটগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকে।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরার (শরীয়তপুর) মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
11552. বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?
ব্যাখ্যা: ব্যাখ্যা: বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ সালে মোট ৫টি দল অংশ নিয়েছিল। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্র। বিংশ শতকের পাঁচের দশকের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তাঁর নেতৃত্বে গড়ে উঠেছিল কৃষকদের তেভাগা আন্দোলন। ইতিহাসের পাতায় এটি 'নাচোল বিদ্রোহ' নামে খ্যাত।
11554. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতা হলেন সেলিনা হোসেন। তার আরো কিছু বিখ্যাত উপন্যাস হলো: 'কাঁটাতারে প্রজাপতি', 'নিরন্তর ঘণ্টাধ্বনি', 'জলোচ্ছ্বাস', 'যাপিত জীবন' ইত্যাদি।
11556. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী'; যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
ব্যাখ্যা: ব্যাখ্যা: শব্দ তত্ত্ব/রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব ধ্বনি তত্ত্ব লিঙ্গ, সমাস, কারক, বচন, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, বাচ্য, প্রত্যয় যতিচিহ্ন, বাগধারা, পদ, সন্ধি, ণ-ত্ব- বিধান ও ষ- তু-বিধান ধ্বনি গঠন