Image
MCQ
11741. বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে?
১৯৮৪
১৯৯৬
১৯৭২
১৯৭৪
11742. সৈয়দ শামসুল হক রচিত নাটক-
পরাণের গহীন ভিতর
নিষিদ্ধ লোবান
নূরলদীনের সারাজীবন
প্রণীত জীবন
11743. বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারেট মামুন অলিম্পিকে কোন ইভেন্টে সোনা জয় করেন?
রিদমিক জিমন্যাস্টিক
ফ্লোর এক্সারসাইজ
পোল ভোল্ট
সিংকোনাইজ ডান্সিং
11744. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে?
১৫
১৬
১৭
১৮
11745. ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয়?
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
১৯৮৭ সালে
১৯৮৮ সালে
11746. কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশি শুটারের নাম কি?
আসিক
আশরাফ
আসিফ
ফাতেমা
11747. অষ্টম সাফ গেমসে ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
নেপাল
ভুটান
বাংলাদেশ
মালদ্বীপ
11748. বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
১৯৮০ সালে
১৯৭৫ সালে
১৯৭২ সালে
১৯৭৪ সালে
11749. মার্গারিটা মামুন একজন—
বাংলাদেশি বংশোদ্ভূত রুশ চিত্রশিল্পী
রুশ বংশোদ্ভূত বাংলাদেশি অলিম্পিয়ান
বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট
রুশ বংশোদ্ভূত বাংলাদেশি অভিনেত্রী
11750. বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে—
২৩তম অলিম্পিকে
২১তম অলিম্পিকে
২৬তম অলিম্পিকে
১২তম অলিম্পিকে
11751. ক্রিপ্টোকারেন্সি ধারণাটি-
অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত
কূটনৈতিক বিষয় সম্পর্কিত
যুদ্ধসম্পর্কিত
কোনোটিই নয়
11752. বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম কবে অংশগ্রহণ করেছিল?
১৯৭২
১৯৭৫
১৯৭৬
১৯৭৮
11753. 'সবুজ গ্রহ' বলা হয় কোনটিকে?
মঙ্গল
নেপচুন
প্লুটো
ইউরেনাস
11755. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে?
লস এঞ্জেলস
আটলান্টা
মস্কো
মেক্সিকো সিটি
11756. কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার গৌরব অর্জন করেন?
শ্যামলী রায়
মেজবাহ আহমেদ
সিদ্দিকুর রহমান
আব্দুল্লাহ হেল বাকী
11758. ভাসানচর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত?
বরিশাল
চট্টগ্রাম
নোয়াখালী
লক্ষ্মীপুর
11759. প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল—
২য়
৩য়
৪র্থ
৫ম
11760. BOA শব্দের ইংরেজি নিচের কোনটি সত্য?
Bangladesh Olympic Association
Body-building Organization Association
Badminton Organizing Association
Boxing Old Association