MCQ
11701. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
11702. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
11703. কোন উপ্যাখ্যানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকায়?
বেহুলা
প্রমীলা
ফুল্লরা
মহুয়া
11704. কাজী নজরুল ইমলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম-
বিশের বাঁশী
প্রলয় শিখা
ব্যাথার দান
বাঁধন হারা
11705. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ভাগ্যচক্র
মতিচুর
চতুরঙ্গ
নদীবক্ষে
11706. রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সময়কাল-
২০১০-২০৪১
২০২০-২০৪১
২০২২-২০৪১
২০২১-২০৪১
11707. মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
বাংলাদেশ
গ্রীস
ইংল্যান্ড
ইতালি
11708. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের রচয়িতা কে?
দীনবন্ধু মিত্র
প্যারীচাঁদ মিত্র
তারিনী চরন মিত্র
কালিদাস মিত্র
11709. Choose the correct sentence:
Cows are sold dear
He gave me many good advices
They want your reply
I live here for five days
11710. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
11711. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
11712. Which of the following is spelt incorrectly?
aggravation
air freshner
bourgeois
maintenance
11713. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
11714. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান
11715. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
11716. Our teacher teaches Mathematics - English.
across
besides
beside
both
11717. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সমীর
শিশির
তিমির
মিহির
11718. বাংলাদেশের 'Rural Settlement' হলো-
Compact type
Scattered type
Clustered
Linear type
11719. কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছিলেন?
১৯২১
১৯২০
১৯২২
১৯১৯
11720. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা