Image
MCQ
17961. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
আলালের ঘরের দুলাল
একেই কি বলে সভ্যতা
নববাবুবিলাস
সধবার একাদশী
17962. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা' রচনা করেন-
হুমায়ূন আহমেদ
হুমায়ুন আজাদ
সৈয়দ শামসুল হক
আনিসুল হক
17963. 'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
17964. 'রোহিণী-বিনোদিনী-কিরণময়ী' কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
17965. 'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
মনসামঙ্গল
17966. 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়কের নাম কী?
শাহাজাদা সেলিম
আওরঙ্গজেব
চন্দ্রশেখর
নবকুমার
17967. 'রতন' কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
গিন্নি
সুভা
পোস্টমাস্টার
ছুটি
17968. 'নদের চাঁদ' কোন পালাগানের চরিত্র?
মালুয়া
দেওয়ানা মদিনা
মহুয়া
কাজল রেখা
17969. 'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
সমাপ্তি
জীবিত ও মৃত
হৈমন্তী
ছুটি
17970. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
সমাপ্তি
পোস্ট মাস্টার
দেনা-পাওনা
মধ্যবর্তিনী
17971. 'মনসামঙ্গল' কাব্যের চরিত্র-
ফুল্লরা
বেহুলা, লখিন্দর
রাজা হরিশ্চন্দ্র
কালকেতু
17972. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ও কুমুদিনী
গোবিন্দলাল ও রোহিণী
সুরেশ ও অচলা
17973. 'ভাঁড়ুদত্ত' কোন কাব্যের চরিত্র?
চণ্ডীমঙ্গল
শ্রীকৃষ্ণকীর্তন
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
17974. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
স্বৈরাচার বিরোধী আন্দোলন
ছাত্র আন্দোলন
17975. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
জননী
দেয়াল
ঘরে-বাইরে
সংশপ্তক
17976. 'চারু ও অমল' চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
একরাত্রি
হৈমন্তী
জীবিত ও মৃত
নষ্টনীড়
17977. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
সধবার একাদশী
হুতোম প্যাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
17978. 'রোহিণী' কোন উপন্যাসের নায়িকা?
চরিত্রহীন
গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল
সংশপ্তক
17979. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
আর্তনাদ
17980. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের 'বড়ায়ি' কি ধরনের চরিত্র?
শ্রী রাধার ননদিনী
শ্রী রাধার শাশুড়ি
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
জনৈক গোপবালা