Image
MCQ
17981. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
চি ছেঁড়াতার
বাকী ইতিহাস
ঢাকা
কী চাহ শঙ্খচিল
17982. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
নিষিদ্ধ লোবান
নেকড়ে অরণ্য
রাত্রিশেষ
বন্দী শিবির থেকে
17983. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
ফেরারী সূর্য
নীল দংশন
দেয়াল
যে অরণ্যে আলো নেই
17984. 'তালাশ' উপন্যাসের রচয়িতা কে?
সেলিনা হোসেন
শাহীন আখতার
আনোয়ার পাশা
রশীদ করিম
17985. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
লালসালু
পদ্মা নদীর মাঝি
রাইফেল রোটি আওরাত
জননী
17986. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
কিত্তনখোলা
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
নীলদর্পণ
17987. 'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?
শামসুল হুদা চৌধুরী
আব্দুল মোমেন
আব্দুল গাফফার চৌধুরী
অ্যান্থনী মাসকারেনহাস
17988. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
নেকড়ে অরণ্য
চিলেকোঠার সেপাই
কাঁটাতারে প্রজাপতি
আরেক ফাল্গুন
17989. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধভিত্তিক?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
লালসালু
আব্দুল্লাহ
17990. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
নিষিদ্ধ লোবান
পায়ের আওয়াজ পাওয়া যায়
শেষের কবিতা
আরেক ফাল্গুন
17991. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
একাত্তর কথা কয়
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
17992. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
আগুনের পরশমণি
জোছনা ও জননীর গল্প
উপমহাদেশ
আগুনপাখি
17993. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
প্রদোষে প্রাকৃতজন
চিলেকোঠার সেপাই
ওঙ্কার
জলাঙ্গী
17994. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
পায়ের আওয়াজ পাওয়া যায়
রাইফেল রোটি আওরাত
আগুনের পরশমণি
জীবন আমার বোন
17995. মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয় কোনটি?
নেকড়ে অরণ্য
জলাঙ্গী
হাঙর নদী গ্রেনেড
নিজ বাসভূমে
17996. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?
জোছনা ও জননীর গল্প
হাঙর নদী গ্রেনেড
শেষের কবিতা
স্টপ জেনোসাইড
17997. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক্রীতদাসের হাসি
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
প্রদোষে প্রাকৃতজন
কান্নাপর্ব
17998. 'একাত্তরের বর্ণমালা' কার লেখা?
জাহানারা ইমাম
রাবেয়া খাতুন
শওকত ওসমান
এম আর আখতার মুকুল
17999. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
সুবচন নির্বাসনে
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
রক্তাক্ত প্রান্তর
18000. নীচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক?
নূরলদীনের সারাজীবন
একদিন প্রতিদিন
পায়ের আওয়াজ পাওয়া যায়
বহুব্রীহি