EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18221. 'Ulysses' is a novel written by -
Joseph Conrad
Charles Dickens
Thomas Hardy
James Joyce
ব্যাখ্যা: Hints: Ulysses নামে দুটি সাহিত্যকর্ম রয়েছে। একটি কবিতা আর অন্যটি উপন্যাস। Ulysses কবিতাটি লিখেছেন Alfred Lord Tennyson। অন্যদিকে Ulysses নামক উপন্যাস (novel)টি লিখেছেন Irish কবি, ছোটগল্প লেখক এবং ঔপন্যাসিক James Joyce / James Joyce 'Ulysses' উপন্যাসটির জন্য সমধিক পরিচিত।
18222. Active form of the sentence The ship was burnt is-
Burn a ship.
Fire burnt the ship.
Burnt the ship.
Burning a ship.
Fire burning a ship.
ব্যাখ্যা: : Passive voice করতে হলে প্রাসঙ্গিক subject ধরে নিতে হবে। Passive voice structure-এ was+v₃ থেকে বোঝা যায় যে, এটি Past Indefinite tense-এর Active voice-এর রূপান্তর।
18223. Mention the passive voice of 'His conduct pleases me'
I am pleased by his conduct.
I am pleased with his conduct.
I am pleased at his conduct.
I am pleased at his behviour.
ব্যাখ্যা: Passive voice এplease এর পর বস্তু থাকলে সেক্ষেত্রে please এর পর with বসে।
18224. 'A Christams Carol' is a - by Charles Dickens.
ballad sketch
story historical
novel
short novel
ব্যাখ্যা: Hints: Charles Dickens-এর লেখা novella বা short novel হলো' A Christmas Carol'
18225. Who is the author of 'Man and Superman'?
G.B. Shaw
Thomas Hardy
Ernest Hemingway
Charles Dickens
ব্যাখ্যা: Hints: 'Man and Superman' হচ্ছে George Bernard Shaw (1856-1950)-এর এ comedy | George Bernard Shawকে আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট বলা হয়। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
18226. The bird was shot by me (Make it active)
I was shot the bird.
I shot the bird.
I was shotting the bird.
I have short the bird.
18227. Tennyson's 'In Memoriam' is an elegy on the death of -
John Milton
John Keats
Arthur Henry Hallam
Sydney Smith
ব্যাখ্যা: Hints: Elegy হলো শোক কবিতা। 'In Memoriam' শোক কবিতাটি Tennyson তার প্রিয় ক্যামব্রিজ বন্ধু Arthur Henry Hallam-এর স্মরণে লিখেন। যিনি ১৮৩৩ সালে হঠাৎ cerebral hemorrhage-এর কারণে মারা যান।
18228. "The river issues from a lake". The passive form of the sentence is-
The river does issue from a lake.
The river has issued from a lake.
The river is issued from a lake.
The river is issues from a lake.
The river has been issued from a lake.
18229. The short story "The Diamond Necklace' was written by-
Guy de Maupassant
Somerset Maugham
George Orwell
OHenry
ব্যাখ্যা: Hints: ছোটগল্প 'The Diamond Necklace' কে The Necklace নামেও অভিহিত করা ছোটগল্পটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়। গল্পটি লেখেন ফ্রেঞ্চ লেখক Guy de Maupassant
18230. William Shakespeare was born in -
1616
1664
1564
1493
ব্যাখ্যা: Hints: Bard of Avon এবং Father of English Drama হিসেবে খ্যাত William Shakespeare ১৫৬৪ সালে England-এর Stanford of Avon-এ জন্মগ্রহণ করেন। তিনি ২৩ এপ্রিল ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন।
18231. Who worte the poem 'The Good-Morrow'?
George Herbert
Andrew Marvell
John Donne
Henry Vaug
ব্যাখ্যা: Hints: "The Good-Morrow' কবিতাটির কবি হলেন poet of love নামে প্রসিদ্ধ। Donne। তার আরও কিছু কবিতার নাম হলো The Sunne Rising, The Canonization The Ecstasy, The Dream ইত্যাদি।
18232. A lot of money- in the robbery.
stole
stolen
is stealing
was stolen
ব্যাখ্যা: বাক্যটিতে 'object' প্রাধান্য পেয়েছে, সুতরাং বাক্যটিতে passive voice structure অনুসৃত হবে।
18233. Who translated the 'Rubaiyat of Omar Khayyam' into English?
Thomas Carlyle
D. G. Rossetti
Edward Fitzgerald
William Thackeray
ব্যাখ্যা: Hints: Rubaiyat of Omar Khayyam কবিতাসমগ্রের কবির নাম জানা যায়নি। কিন্তু Rubaiyat of Omar Khayyam কে ফারসি ভাষা থেকে ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য ইংরেজিতে অনুবাদ করেন Edward FitzGerald। অনুবাদটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
18234. The passive form of "She spoke to the official on duty."-is:
The official was spoken to by her on duty.
The official on duty was spoken to by her.
She was spoken to by official on duty.
She was the official to be spoken to on duty.
ব্যাখ্যা: 'Active voice' Past Indefinite এ থাকলে Passive Voice করার সময় subject অনুযায়ী was/were + 03+ ... অনুসৃত হবে। বাক্যে ব্যবহৃত 'on duty' (কর্তব্যরত) phrase টি 'the official' Noun phrase টির Modifier এবং সেহেতু 'the official এবং 'on duty' phrase দ্বয় একত্রে থাকবে।
18235. 'Jacobean Period' of English Literature refers to -
1558-1603
1625-1649
1603-1625
1649-1660
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে Jacobean Period বলতে বোঝায় 1603-1625 সময়কাল 1558-1603 সময়কালকে বলা হয় Elizabethan Age, 1625-1649 সময়কালকে বলা Caroline Age; আর Commonwealth Period-এর সময়কাল 1649-1660
18236. Which of the following is not an American poet?
Robert Frost
W.B.Yeats
Emily Dickinson
Langston Hughes
ব্যাখ্যা: Hints: Option গুলোর মধ্যে আমেরিকান কবি নয় W. B. Yeats। W. B. Yeats হলেন Irish poet, dramatist ও critic। তাছাড়া Robert Frost আমেরিকার সান ফ্রান্সিসকোতে, Emily Dickinson আমেরিকার আমহারস্ট, ম্যাসাচুয়েটস এবং Langston Hughes জাপানে জন্মগ্রহণ করলেও তিনি কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন আমেরিকায়।
18237. Now the internet - all over the world.
is being used
is not used
has used
is being use
ব্যাখ্যা: 'Now' adverb টি দ্বারা বর্তমানকালের 'continuity' বোঝায়। সেহেতু বাক্যটি present continuous tense এর Passive voice এক structure অনুসৃত হবে।
18238. The most famous satirist in English literature is -
Jonathan Swift
Joseph Addison
Alexander Pope
Richard Steel
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গরচয়িতা, ব্যঙ্গনবিশ) হলেন Jonat Swift। তার বিখ্যাত Satire Gulliver's Travels-এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান
18239. Of the following authors, who wrote an epic?
John Milton
William Cowper
Jane Mansfield
William Shakespeare
ব্যাখ্যা: Hints: Option এ প্রদত্ত author দের মধ্যে epic (মহাকাব্য) লেখেন এমন author হলেন। Milton John Milton-এর উল্লেখযোগ্য মহাকাব্য হলো Paradise Lost, Paradise Regaine
18240. 'The Rape of the Lock' by Alexander Pope is a/an -
ballad
mock-heroic poem
elegy
epic
ব্যাখ্যা: Hints: 'The Rape of the Lock' হলো Alexander Pope-এর mock-heroic poem | Mock heroic poet হিসেবে খ্যাত Alexander Pope-এর The Rape of the Lock কবিতাটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরস মিশ্রিত। তার এই কবিতাটিতে ৭৯৪টি লাইন রয়েছে।