Image
MCQ
18741. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?
তিনি এখানে এসেছিলেন
ছেলেটি দ্রুত দৌড়ায়।
গতকাল তিনি এসেছেন
একটু ঘরে আসুন না
18742. বাক্যে বিষের বিশেষণ কোথায় বসে?
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
18743. সভয়ে লোকটি বলল, বাষ আসছে। এখানে 'সভরে' পদটি কোন বিশেষণের উদাহরণ?
বিশেষ্যের বিশেষণ
বিশেষণের বিশেষণ
ক্রিয়া বিশেষণ
নাম বিশেষণ
18744. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
পাঁচটি
নয়টি
ছয়টি
কোনেটিই নয়
18745. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
টন-টন
বিড়-বিড়
ঠন-ঠন
বা-বা
18746. 'হাতে হাতে ফল পাওয়া' বাক্যাংশে 'হাতে হাতে' হলো-
দ্বিরুক্ত শব্দদ্বৈত
ধ্বন্যাত্মক শব্দদ্বৈত
অনুকার শব্দদ্বৈত
কোনোটিই নয়
18747. 'মন' শব্দের বিশেষণ-
মানস
মনন
মানসিক
মানুষ
18748. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
স্বরধ্বনি
ব্যঞ্জনধ্বনি
বর্ণ
পদ
18749. 'বুনো' শব্দটির পদ কি?
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
কোনটিই নয়
18750. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ?
বিশেষণ
ক্রিয়াবিশেষণ
অব্যয়
অনুসর্গ
18751. 'জন্ম' শব্দের বিশেষণ-
জীবন
জাত
বংশ
জাতি
18752. 'অর্ধেক সম্পত্তি- এখানে 'অর্ধেক' কোন পদ?
বিশেষণ
সর্বনাম
নামবাচক বিশেষ্য
বিশেষ্য
18753. কোন জাতীয় 'শব্দে 'য' এর ব্যবহার হয় না?
সংস্কৃত
বিদেশি
তদ্ভব
দেশি
18754. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ?
গুণবাচক
উপাদানবাচক
অবস্থাবাচক
রূপবাচক
18755. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।' এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?
বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
18756. চালাকের বিশেষ্য পদ কোনটি?
চাতুর্য
চতুর
চালাকি
চাতুরি
18757. 'জ্ঞ' যুক্তবর্ণ কিভাবে গঠিত?
ঙ+গ
জ+ঙ
গ+ঙ
জ+ঞ
18758. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
চৌকস লোক
কালো মেঘ
নীল আকাশ
ভাজা মাছ
18759. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী?
দ্বিষ্ট
দিষ্ট
বিদ্বেষ
দ্বেষী
18760. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুধা
পার্থিব
ধরুণী
পৃথিবী