Image
MCQ
18721. .'এবং' কোন পদ?
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
অব্যয়
18722. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
সৌন্দর্য-সুন্দর
সংবাদ-সাংবাদিক
আকুলতা-আকুতি
পরমাণু-পারমাণবিক
18723. কোনটি ক্রমবাচক শব্দ?
পাঁচই
সপ্তমই
এগার
একুশে
18724. 'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এই বাক্যে 'কিন্তু' হলো-
বিয়োজক অব্যয়
সংকোচক অব্যয়
সংযোজক অব্যয়
বিস্ময়াদিসূচক অব্যয়
18725. 'নীল আকাশ' কি বাচক নাম বিশেষণ?
রূপবাচক
ভাববাচক
গুণবাচক
অবস্থাবাচক
18726. সন্ধি বিচ্ছেদ করুন: 'সংগীত'।
সং+গীত
সং+গিত
সম্+গিত
সম্+গীত
18727. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
রাজর্ষি
নীলকণ্ঠ
অহিনকুল
গ্রামান্তর
18728. 'পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে 'কিন্তু' কোন ধরনের অব্যয়?
সংযোজক
সংকোচক
বিয়োজক
পদান্বয়ী
18729. 'প্রস্তুত' কোন পদ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়
18730. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি?
শ্যামালিকা
শ্যামালিমা
শ্যাম
শ্যামলী
18731. 'মরি মরি। কি সুন্দর প্রভাতের রূপ' বাক্যে 'মরি মরি' কোন শ্রেণির অব্যয়?
সমন্বয়ী
পদান্বয়ী
অনন্বয়ী
অনুকার
18732. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি?
একাধিক
একতা
বহু
একক
18733. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ?
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
ক্রিয়া
বিশেষ্য
18734. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
অলসতা
আলসে
আলস্য
আলসেমী
18735. 'সুকুমার' শব্দের বিশেষ্য রূপ কোনটি?
সৌকুমার্য
সোকৌমার্য
সুকুমার্য
সৌকুমার্য
18736. 'অয়োময়' শব্দের অর্থ কি?
লৌহময়
পেঁচান
দুর্বোধ্য
বাজে
18737. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
বিষাদ সিন্ধু
কপালকুণ্ডলা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
18738. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ভাষা সংক্ষেপণ
নতুন শব্দ গঠন
শব্দের মিলন
বাক্যে অলংকার
18739. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি?
আভিধানিক
অভিধান
অভিধানি
অভিধানিক
18740. অপমান শব্দে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বিপরীত
বিকৃত
নিকৃষ্ট
অভাব