ব্যাখ্যা: সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
ব্যাখ্যা: Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |