Image
MCQ
19341. স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি?
১০
১২
১১
19342. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
19343. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?
19345. -ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে?
অল্পপ্রাণ
স্বল্পপ্রাণ
অধিকপ্রাণ
মহাপ্রাণ
19346. কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
19347. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
রেফ
কার
হসন্ত
ফলা
19348. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
ফলা
কার
ধ্বনি
স্বর
19349. কথার টুকরো অংশকে কী বলে?
ধ্বনি
শব্দ
বাকা
অক্ষর
19350. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়?
শব্দ
ধ্বনি
বর্ণ
চিহ্ন
19351. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ,ছ
ব,ভ
দ,ধ
গ,ঘ
19352. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ,ছ
ব,ভ
দ,ধ
ঢ,ড
19353. 'নাতিশীতোষ্ণ মণ্ডল' শব্দে মোট অক্ষরের সংখ্যা-
৬টি
৮টি
৭টি
৯টি
19354. মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
19355. উচ্চারণের একক (Unit)-কে কী বলা হয়?
অক্ষর
উপসর্গ
অনুসর্গ
ধ্বনি
19357. কোন দুটি অঘোষ ধ্বনি?
গ,ঘ
প,ফ
দ,ধ
জ,ঝ
19358. ধ্বনি হলো-
দুটি শব্দের মিলন
ভাষার ক্ষুদ্রতম অংশ
অর্থবোধক শব্দসমষ্টি
ভাষায় লিখিত রূপ
19359. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি?
তৃতীয় বর্ণ
দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
প্রথম ও দ্বিতীয় বর্ণ
দ্বিতীয় ও তৃতীয় বর্ণ