EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
19321. 'আমার দেখা নয়াচীন' কোন ধরনের গ্রন্থ?
অর্থনীতি ভিত্তিক
গল্পগ্রন্থ
ভ্রমণ কাহিনী
উপরের কোনটিই নয়
19322. 'অসমাপ্ত আত্মজীবনী' এর রচনাকাল...
১৯৫৪-১৯৫৭
১৯৫০-১৯৫২
১৯৬৪-১৯৬৬
১৯৬৬-১৯৬৯
19323. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
মওলানা ভাসানী
শহীদুল্লা কায়সার
আবুল ফজল
শেখ মুজিবুর রহমান
19324. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির ভূমিকা লিখেছেন কে?
কামাল আব্দুল নাসের
শেখ রেহানা
শেখ হাসিনা
মুনতাসির মামুন
19325. What is the past participle of the word 'do'?
did
done
undone
undo
ব্যাখ্যা: Do (করা)-এর past form did আর past participle form হলো done। সুতরাং do-এর past participle হলো done ।
19326. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির প্রকাশক ?
বাংলা একাডেমি
বাংলাদেশ আওয়ামী লীগ
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ
শেখ মুজিবুর রহমান
19327. 'তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।' উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
রক্তাক্ত প্রান্তর
অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচা
দৌলত কাজী
19328. নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়?
অসমাপ্ত আত্মজীবনী
আমার দেখা নয়াচীন
কারাগারের রোজনামচা
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
19329. 'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা?
সেলিনা হোসেন
রশীদ করিম
ড. মযহারুল ইসলাম
সৈয়দ শামসুল হক
19330. Choose the correct tense-
Javed was so exhausted that he lain down for a sleep.
Javed was so exhausted that he had laid down for a sleep.
Javed was so exhausted that he was lying down for a sleep.
Javed was so exhausted that he will lay down for a sleep.
ব্যাখ্যা: 'Lie down' অর্থ শুয়ে পড়া। শুয়ে পড়া অর্থে lie-এর past form হলো lay আর past participle হলো lain। Lie-এর present participle রূপ lying। সুতরাং প্রথম বাক্যে sub-এর পর lain-এর ব্যবহার ভুল। দ্বিতীয় বাক্যে laid-এর স্থলে lain হলে বাক্য সঠিক হতো। চতুর্থ বাক্যটিতে will lay ব্যবহার ভুল। তাই সঠিক বাক্য (গ)।
19331. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বিশ্ব শান্তি পরিষদ 'জুলিও কুরি' পদক প্রদান করেন-
১০ মে, ১৯৭২
২০ মে, ১৯৭২
২৩ মে, ১৯৭৩
১৩ মে, ১৯৭৩
19332. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
আমার কিছু কথা
কারাগারের রোজনামচা
অসমাপ্ত আত্মজীবনী
রক্তাক্ত বাংলা
19333. According to the conditions of my scholarship, after finishing my degree -.
my education will be employed by the University
employment will be given to me by the University
the University will employ me
I will be employed of the University
ব্যাখ্যা: কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
19334. আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশন ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” উক্তিগুলো কার রচিত?
কাজী নজরুল ইসলাম
আবদুর রশিদ তর্কবাগীশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মহিউদ্দিন আহমদ
19335. 'অসমাপ্ত আত্মজীবনী'-তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
পাকিস্তান আমলের সরকারি অফিস
একটি জেলার নাম
ইংরেজ আমলের জেলখানা
একটি সাগরের নাম
19336. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
মিল্লাত
দৈনিক আজাদ
ইত্তেহাদ
ইত্তেফাক
19337. 'অসমাপ্ত আত্মজীবনী' একটি-
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
আত্মজীবনীমূলক গ্রন্থ
নাটক
19338. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
১৭ মার্চ, ২০২০
১৭ মার্চ, ২০১৯
১৭ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২২
19339. আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।'- এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
শেখ নাসেরকে
শেখ হাসিনাকে
শেখ কামালকে
শেখ রেহেনাকে
19340. The path ... paved, so we were able to walk through the path.
was
had been
has been
being
ব্যাখ্যা: অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংঘটিত কাজটি হবে Past Perfect Tense আর পরেরটি হবে Past Indefinite Tense |