📛নিয়োগ বিজ্ঞপ্তি
চট্রগ্রাম ওয়াসা
➡️সহকারী প্রকৌশলী -৭ জন
যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরঃকৌশল, যাকৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসসি), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল, পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী, বা (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে Associate Membership of Institution of Engineers (এএমআইই) (শর্ট "এ" ও "বি") কোর্সে উত্তীর্ণ।
➡️উপসহকারী প্রকৌশলী - ১৪ জন
যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যান, সিএসসি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পরিবেশ, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে অনান দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা।
আবেদনের শুরু সময়ঃ ১২/১২/২০২৫ ইং
আবেদনের শেষ সময়ঃ ৩১/১২/২০২৫ ইং
আবেদন ফি - ২২৩ টাকা
আবেদন লিংকঃ http://cwasa.teletalk.com.bd/
উপ-সহকারী ও সহকারী প্রকৌশনী সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাবেন। আর অনলাইনে চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen স্যারের অনলাইন ব্যাচে যুক্ত হতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। পরীক্ষার প্রশ্ন প্যার্টান ও সাজেশনের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করুনঃ Messenger
গ্রুপ লিংকঃ https://www.messenger.com/channel/himalaysen.sujon
উপ-সহকারী ও সহকারী প্রকৌশনী সকল নিয়োগ বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাবেন। আর অনলাইনে চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen স্যারের অনলাইন ব্যাচে যুক্ত হতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। পরীক্ষার প্রশ্ন প্যার্টান ও সাজেশনের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করুনঃ Messenger
প্রশ্ন প্যার্টান ও সাজেশনের জন্য গ্রুপ লিংকঃ https://www.messenger.com/channel/himalaysen.sujon