গণপূর্ত অধিদপ্তর (PWD)
সহকারী প্রকৌশলী, সিভিল
তারিখ – ০৯/১২/২০২৫ (প্রিলি পরীক্ষা)
Solved by Himalay Sen, PWD
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]
১. Which one is a Shakespearean Comedy? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Macbeth
(খ) Hamlet
(গ) King Lear
(ঘ) As you like it
উত্তর: (ঘ) As you like it
ব্যাখ্যা: উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডিগুলো হলো Macbeth, Hamlet, King Lear এবং Othello। অন্যদিকে 'As You Like It', 'Twelfth Night', 'The Tempest' ইত্যাদি হলো তাঁর কমেডি নাটক।
২. Find out the appropriate antonym of the word 'indifference': [PWD AE, Civil – 09/12/2025]
(ক) compassion
(খ) ardor
(গ) anxiety
(ঘ) concern
উত্তর: (ঘ) concern
ব্যাখ্যা: 'Indifference' অর্থ উদাসীনতা বা অনাগ্রহ। এর বিপরীত শব্দ হলো আগ্রহ বা চিন্তা। অপশনগুলোর মধ্যে 'Concern' (উদ্বেগ/আগ্রহ) শব্দটিই এর সঠিক বিপরীতার্থক শব্দ। Compassion অর্থ করুণা, Ardour অর্থ ব্যগ্রতা।
৩. Select the right form of verb: The boy (to lie) on the floor yesterday. [PWD AE, Civil – 09/12/2025]
(ক) lies
(খ) lied
(গ) lay
(ঘ) layed
উত্তর: (গ) lay
ব্যাখ্যা: 'Lie' (শয়ন করা) এর Past tense হলো 'Lay' এবং Past Participle হলো 'Lain'। যেহেতু বাক্যটিতে 'yesterday' আছে, তাই Past Indefinite Tense হবে। উল্লেখ্য, মিথ্যা বলা অর্থে Lie-এর পাস্ট ফর্ম Lied হয়।
৪. Select the correct spelling from the following: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Rebelious
(খ) Rebelicous
(গ) Rebellious
(ঘ) Revellious
উত্তর: (গ) Rebellious
ব্যাখ্যা: শব্দটি Rebel (বিদ্রোহী) থেকে এসেছে। Rebel + ious যুক্ত হওয়ার সময় শেষের 'l' টি দ্বিগুণ (Double) হয়ে 'Rebellious' গঠিত হয়। এর অর্থ বিদ্রোহী বা অবাধ্য।
৫. Pick up the appropriate tag question: Rina understands the question? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) has she
(খ) haven't she
(গ) don't she
(ঘ) doesn't she
উত্তর: (ঘ) doesn't she
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি Present Indefinite Tense এবং হ্যা-বোধক। সাবজেক্ট Rina (Third person singular)। তাই Tag Question-এ auxiliary verb হিসেবে Does এবং না-বোধক নট (n't) যুক্ত হয়ে 'doesn't she' হবে।
৬. Choose the correct synonym of the word 'Benevolent': [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Miserly
(খ) Generous
(গ) Rude
(ঘ) Timid
উত্তর: (খ) Generous
ব্যাখ্যা: 'Benevolent' অর্থ হিতৈষী, দয়ালু বা পরোপকারী। এর সমার্থক শব্দ হলো Generous (উদার)। অন্যদিকে Miserly অর্থ কৃপণ, Rude অর্থ কর্কশ এবং Timid অর্থ ভীরু।
৭. The feminine form of 'tailor' is- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Seamstress
(খ) Tailoress
(গ) Tailorise
(ঘ) She-tailor
উত্তর: (খ) Tailoress
ব্যাখ্যা: Tailor (দর্জি) এর স্ত্রীলিঙ্গ সরাসরি 'Tailoress' ব্যবহৃত হয়। যদিও আধুনিক ইংরেজিতে অনেক সময় লিঙ্গভেদে শব্দ পরিবর্তন করা হয় না, তবে ব্যাকরণগতভাবে 'Tailoress' সঠিক।
৮. The idiom 'break a leg' means- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) feeling ill
(খ) die
(গ) good luck
(ঘ) crazy
উত্তর: (গ) good luck
ব্যাখ্যা: 'Break a leg' একটি ইডিয়ম যা সাধারণত পারফর্মিং আর্টস বা থিয়েটারে কাউকে শুভকামনা জানাতে ব্যবহৃত হয়। এর শাব্দিক অর্থ পা ভাঙা হলেও, প্রকৃত অর্থ 'Good luck' বা শুভকামনা।
[English For Exam বই]
৯. Identify the passive structure of the following sentence: 'Who has broken this jug'? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) By whom has broken this jug?
(খ) By whom has this jug been broken?
(গ) By whom this jug has been broken?
(ঘ) Whom has this jug been broken?
উত্তর: (খ) By whom has this jug been broken?
ব্যাখ্যা: Active voice-এ 'Who' থাকলে Passive-এ 'By whom' বসে। Sentence-টি Present Perfect Tense-এ আছে, তাই Passive structure হবে: By whom + have/has + object + been + V3? এখানে Object 'this jug' সিঙ্গুলার হওয়ায় 'has' বসেছে।
১০. Identify the correct sentence from the following options: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) The boy was tall who stole my bag yesterday.
(খ) The boy stole my bag yesterday who was tall.
(গ) The boy who stole my bag yesterday was tall.
(ঘ) The boy was tall who is stealing my bag yesterday.
উত্তর: (গ) The boy who stole my bag yesterday was tall.
ব্যাখ্যা: Relative pronoun (who) সবসময় তার antecedent (যাকে নির্দেশ করে) এর ঠিক পরে বসতে হয়। এখানে 'The boy' হলো antecedent, তাই 'who' ঠিক তার পরেই বসবে।
১১. Choose the correct sentence- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) He is one of the most rudest men I've ever met.
(খ) He is rudest man I've ever met.
(গ) He is one of the rudest men I've ever met.
(ঘ) Of all the men I've ever met, he is the rudest.
উত্তর: (গ) He is one of the rudest men I've ever met.
ব্যাখ্যা: Superlative degree-তে 'One of the' এর পরে Adjective-এর Superlative form বসে এবং এরপর Noun-টি Plural হয়। 'Most rudest' ভুল (Double superlative), সঠিক হলো 'rudest'। তাই সঠিক বাক্য: He is one of the rudest men...
১২. Make the following sentence passive: 'Don't make any mistake.' [PWD AE, Civil – 09/12/2025]
(ক) No mistake is made.
(খ) Mistake is not be made.
(গ) Any mistake is to be made.
(ঘ) Let not any mistake be made.
উত্তর: (ঘ) Let not any mistake be made.
ব্যাখ্যা: Imperative sentence যা negative (Don't দিয়ে শুরু), তাকে passive করার নিয়ম হলো: Let not + object + be + V3।
১৩. Choose the correct indirect speech: He asked me, "Will you play tomorrow"? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) He asked me if I would play the following day.
(খ) He asked me that I would play the following day.
(গ) He asked me whether I would play the previous day।
(ঘ) He asked me whether I will play the next day.
উত্তর: (ক) He asked me if I would play the following day.
ব্যাখ্যা: Reporting verb past tense-এ থাকলে reported speech-এর future indefinite (will) পরিবর্তিত হয়ে 'would' হয়। Interrogative sentence-এ comma উঠে 'if/whether' বসে এবং Tomorrow পরিবর্তিত হয়ে 'the next day' বা 'the following day' হয়।
১৪. Who is called a 'Mock Heroic Poet'? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Alexander Pope
(খ) John Milton
(গ) Lord Byron
(ঘ) T.S. Eliot
উত্তর: (ক) Alexander Pope
ব্যাখ্যা: আলেকজান্ডার পোপকে 'Mock Heroic Poet' বলা হয়। তাঁর বিখ্যাত কবিতা 'The Rape of the Lock' একটি শ্রেষ্ঠ Mock-heroic epic।
১৫. Always singular noun is- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) offspring
(খ) alphabet
(গ) knowledge
(ঘ) all the above
উত্তর: (ঘ) all the above
ব্যাখ্যা: Offspring (সন্তানসন্ততি), Alphabet (বর্ণমালা) এবং Knowledge (জ্ঞান)—এই শব্দগুলো ইংরেজিতে সাধারণত Singular বা Uncountable Noun হিসেবে ব্যবহৃত হয়। এদের সাথে সচরাচর s/es যুক্ত হয় না।
১৬. Swimming is a good physical exercise. Here 'swimming' is a/an- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) verb
(খ) adjective
(গ) participle
(ঘ) gerund
উত্তর: (ঘ) gerund
ব্যাখ্যা: যখন Verb-এর সাথে 'ing' যুক্ত হয়ে একই সাথে Noun ও Verb-এর কাজ করে, তখন তাকে Gerund বলে। এখানে 'Swimming' বাক্যটির Subject হিসেবে বসেছে, যা একটি Noun-এর কাজ।
১৭. 'Plagiarism' means- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) The act of using someone else's idea as one's own.
উত্তর: (ক) The act of using someone else's idea as one's own.
ব্যাখ্যা: অন্যের লেখা, গবেষণা বা ধারণা নিজের বলে চালিয়ে দেওয়াকে 'Plagiarism' বা কুম্ভীলকবৃত্তি বলা হয়।
১৮. Choose the appropriate preposition: The man is absorbed -- meditation. [PWD AE, Civil – 09/12/2025]
(ক) for
(খ) by
(গ) of
(ঘ) in
উত্তর: (ঘ) in
ব্যাখ্যা: 'Absorbed in' একটি Appropriate Preposition, যার অর্থ কোনো কিছুতে গভীরভাবে মগ্ন বা নিমগ্ন থাকা।
১৯. Identify the word correctly spelt: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Juvinile
(খ) Limosine
(গ) Magnanimous
(ঘ) Promalgate
উত্তর: (গ) Magnanimous
ব্যাখ্যা: সঠিক বানান হলো Magnanimous (মহানুধভব)। অন্য বানানগুলোর সঠিক রূপ: Juvenile, Limousine, Promulgate।
২০. The adjective of the word 'Sea' is- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Navy
(খ) Marine
(গ) Ocean
(ঘ) Shipping
উত্তর: (খ) Marine
ব্যাখ্যা: Sea (সমুদ্র) এর বিশেষণ বা Adjective হলো 'Marine' (সামুদ্রিক)।
২১. কোন্ বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) আমি ভাত খাচ্ছি
(খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
(গ) আমি দুপুরে ভাত খাই
(ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তর: (গ) আমি দুপুরে ভাত খাই (অথবা ক)
ব্যাখ্যা: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। অপশন (গ)-এ 'খাই' এবং (ক)-এ 'খাচ্ছি' উভয়ই সমাপিকা ক্রিয়া। তবে সাধারণ বর্তমান কালের উদাহরণ হিসেবে এবং বাক্যের সরলতার বিচারে (গ) কে অধিক গ্রহণযোগ্য ধরা হয়।
২২. 'Lively' শব্দের বাংলা অর্থ: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) কর্মতৎপর
(খ) তেজস্বী
(গ) জীবন্ত
(ঘ) চটপটে
উত্তর: (ঘ) চটপটে
ব্যাখ্যা: Lively অর্থ প্রাণবন্ত, সজীব বা চটপটে। অপশনগুলোর মধ্যে 'চটপটে' শব্দটি এর ভাবার্থের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ।
২৩. 'সততা সর্বোৎকৃষ্ট পন্থা' – কোনটির অনুবাদ? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Honesty is the best policy.
(খ) Honesty is the best virtue.
(গ) Honesty is the better way.
(ঘ) Honesty is a good way.
উত্তর: (ক) Honesty is the best policy
ব্যাখ্যা: এটি একটি সর্বজনীন প্রবাদ বাক্য। এর সঠিক ইংরেজি অনুবাদ হলো "Honesty is the best policy."
২৪. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' এই বাক্যটি কার রচনা? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শেখ ফজলুল করিম
(ঘ) শামসুর রাহমান
উত্তর: (গ) শেখ ফজলুল করিম
ব্যাখ্যা: পঙক্তিটি কবি শেখ ফজলুল করিমের 'স্বর্গ ও নরক' কবিতার অংশ। বিখ্যাত লাইন: "কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষেরি মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।"
২৫. 'ণত্ব বিধি' সাধারণত কোন্ শব্দে প্রযোজ্য? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) দেশি
(খ) বিদেশি
(গ) তৎসম
(ঘ) তদ্ভব
উত্তর: (গ) তৎসম
ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম (সংস্কৃত) শব্দের বানানে 'ণ' এবং 'ষ' এর ব্যবহারের নিয়মকে ণত্ব ও ষত্ব বিধান বলে। দেশি, বিদেশি বা তদ্ভব শব্দে এই নিয়ম খাটে না।
২৬. কোন শব্দটি বিশেষণ পদ? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) জীবন
(খ) জীবনী
(গ) জীবানু
(ঘ) জীবিকা
উত্তর: সঠিক উত্তর নেই (সম্ভাব্য উত্তর: যদি 'জীবিত' থাকত)
ব্যাখ্যা: অপশনে দেওয়া জীবন, জীবনী, জীবাণু, জীবিকা—সবগুলোই বিশেষ্য পদ (Noun)। বিশেষণ হতে হলে 'জীবিত', 'জীবন্ত' বা 'জৈব' জাতীয় শব্দ থাকতে হতো। প্রশ্নে সম্ভবত মুদ্রণ প্রমাদ রয়েছে।
২৭. 'বিষাদ-সিন্ধু' কার রচনা? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) কায়কোবাদ
(খ) মীর মশাররফ হোসেন
(গ) মোজাম্মেল হক
(ঘ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তর: (খ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: 'বিষাদ-সিন্ধু' কারবালার ট্র্যাজেডি নিয়ে রচিত মীর মশাররফ হোসেনের একটি কালজয়ী উপন্যাস। এটি তিনটি পর্বে বিভক্ত।
২৮. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) বিপরীত
(খ) নিকৃষ্ট
(গ) বিকৃত
(ঘ) অভাব
উত্তর: (ক) বিপরীত
ব্যাখ্যা: 'মান' এর বিপরীত অর্থ প্রকাশ করতে 'অপ' উপসর্গ যুক্ত হয়ে 'অপমান' হয়েছে। তাই এখানে এটি বিপরীত অর্থে ব্যবহৃত।
২৯. 'হালে পানি পাওয়া' প্রবাদের অর্থ: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) বিপদে পতিত হওয়া
(খ) বিপদাপন্ন
(গ) বিপদাসন্ন
(ঘ) বিপদমুক্ত হওয়া
উত্তর: (ঘ) বিপদমুক্ত হওয়া
ব্যাখ্যা: 'হালে পানি পাওয়া' বাগধারাটির অর্থ সুবিধা করা বা বিপদের কূল-কিনারা পাওয়া। অপশন অনুসারে 'বিপদমুক্ত হওয়া' বা সংকটের সুরাহা হওয়া বোঝায়।
৩০. কোনটি শুদ্ধ? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) মহাত্মাগণ
(খ) মহাত্তাগন
(গ) মহাঅগণ
(ঘ) মহাত্মাগন
উত্তর: (ক) মহাত্মাগণ
ব্যাখ্যা: মহাত্মা শব্দের বহুবচনে 'গণ' যুক্ত হয়। সঠিক বানান: মহাত্মা + গণ = মহাত্মাগণ।
৩১. 'যা পূর্বে ছিল এখন নেই' এক কথায় কী হবে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) অপূর্ব
(খ) অদৃষ্টপূর্ব
(গ) অভূতপূর্ব
(ঘ) ভূতপূর্ব
উত্তর: (ঘ) ভূতপূর্ব
ব্যাখ্যা: যা পূর্বে ছিল কিন্তু বর্তমানে নেই, তাকে এক কথায় 'ভূতপূর্ব' বলা হয়। যা পূর্বে দেখা যায়নি তা 'অদৃষ্টপূর্ব'।
৩২. দ্বি-স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তর: (ক) ২টি
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা দ্বি-স্বর দুটি: ঐ (অ+ই) এবং ঔ (অ+উ)।
৩৩. 'Wisdom' শব্দের বাংলা অর্থ: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) জ্ঞান
(খ) বুদ্ধি
(গ) মেধা
(ঘ) প্রজ্ঞা
উত্তর: (ঘ) প্রজ্ঞা
ব্যাখ্যা: Wisdom অর্থ গভীর জ্ঞান বা প্রজ্ঞা। Knowledge অর্থ জ্ঞান, Intelligence অর্থ বুদ্ধি। Wisdom বলতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বিত রূপ বা প্রজ্ঞাকে বোঝায়।
৩৪. 'Mint' এর পারিভাষিক শব্দ কোনটি? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) টাকশাল
(খ) তুতুপাতা
(গ) বাসকপাতা
(ঘ) ভেষজ দ্রব্য
উত্তর: (ক) টাকশাল
ব্যাখ্যা: যেখানে মুদ্রা বা কয়েন তৈরি করা হয় তাকে ইংরেজিতে Mint এবং বাংলায় 'টাকশাল' বলা হয়।
৩৫. কোনটি হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী গ্রন্থ? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) মরুমায়া
(খ) মরু ভাস্কর
(গ) মরুতীর্থ
(ঘ) মরুকুসুম
উত্তর: (খ) মরু ভাস্কর
ব্যাখ্যা: মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত 'মরু ভাস্কর' হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনীভিত্তিক একটি গদ্যগ্রন্থ।
৩৬. কোন বানানটি শুদ্ধ? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) মুমুর্ষু
(খ) মুমূর্ষু
(গ) মুমূর্ষু
(ঘ) মুমূর্ষু
উত্তর: (গ) মুমূর্ষু
ব্যাখ্যা: 'মুমূর্ষু' বানান মনে রাখার সহজ কৌশল হলো উ-ঊ-উ (প্রথমটি হ্রস্ব, মাঝেরটি দীর্ঘ, শেষেরটি হ্রস্ব)।
৩৭. কোনটি অনুজ্ঞা? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) তুমি গিয়েছিলে
(খ) তুমি যাও
(গ) তুমি যাচ্ছিলে
(ঘ) তুমি যাচ্ছ
উত্তর: (খ) তুমি যাও
ব্যাখ্যা: আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি ইত্যাদি বোঝালে ক্রিয়ার যে ভাব প্রকাশ পায় তাকে অনুজ্ঞা (Imperative Mood) বলে। 'তুমি যাও' দ্বারা আদেশ বা অনুমতি বোঝানো হচ্ছে।
৩৮. 'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) মীর মশাররফ হোসেন
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'কপালকুণ্ডলা'-য় কপালকুণ্ডলা নবকুমারকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিলেন।
৩৯. যে ভূমিতে ফসল জন্মায় না- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) পতিত
(খ) অনুর্বর
(গ) ঊষর
(ঘ) বন্ধ্যা
উত্তর: (গ) ঊষর
ব্যাখ্যা: যে মাটিতে লবণের ভাগ বেশি বা ফসল হয় না তাকে 'ঊষর' বলা হয়। অনুর্বর জমিতে চেষ্টা করলে ফসল হতেও পারে, কিন্তু ঊষর একেবারেই ফসলহীন।
৪০. 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) অনিষ্টে ইষ্ট লাভ
(খ) চির অশান্তি
(গ) অরাজক দেশ
(ঘ) সামান্য কিছু নিয়ে ঝগড়া
উত্তর: (খ) চির অশান্তি
ব্যাখ্যা: রামায়ণে রাবণের চিতা কখনো নিভে না—এই বিশ্বাস থেকে বাগধারাটির উৎপত্তি। এর অর্থ চিরস্থায়ী দুঃখ বা অশান্তি।
৪১. গুম হওয়া ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) UN Convention on Enforced Disappearances
উত্তর: (ক) UN Convention on Enforced Disappearances
ব্যাখ্যা: বাংলাদেশ ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 'International Convention for the Protection of All Persons from Enforced Disappearance'-এ স্বাক্ষর করে।
৪২. বাংলাদেশ কখন এল.ডি.সি. (LDC) থেকে উত্তরণের জন্য নির্ধারিত? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ২০২৬ সাল
(খ) ২০২৭ সাল
(গ) ২০২৯ সাল
(ঘ) ২০৩০ সাল
উত্তর: (ক) ২০২৬ সাল
ব্যাখ্যা: জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (CDP) এর সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাবে।
৪৩. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) বার্ন
(খ) দ্যাভোস (Davos)
(গ) জুরিখ
(ঘ) প্যারিস
উত্তর: (খ) দ্যাভোস (Davos)
ব্যাখ্যা: সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস পর্বতের রিসোর্ট শহর দ্যাভোসে প্রতি বছর জানুয়ারি মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
৪৪. ২০২৪ সালে BRICS এর সদস্য হিসেবে কোন দেশ যোগ দেয়? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) মালয়েশিয়া
(খ) মিশর
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) তুরস্ক
উত্তর: (খ) মিশর
ব্যাখ্যা: ১ জানুয়ারি ২০২৪-এ মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ব্রিকস (BRICS)-এ যোগদান করে।
৪৫. United Nations Framework Convention on Climate Change (UNFCCC) এর মূল আলোচ্য বিষয় হলো- [PWD AE, Civil – 09/12/2025]
(ক) বৈশ্বিক মরুকরণ
(খ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
(গ) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার
(ঘ) গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমন
উত্তর: (ঘ) গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমন
ব্যাখ্যা: UNFCCC-এর মূল লক্ষ্য হলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব এমন পর্যায়ে স্থিতিশীল রাখা যাতে জলবায়ু ব্যবস্থায় মানুষের ক্ষতিকর হস্তক্ষেপ রোধ করা যায়।
৪৬. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) NAM
(খ) NATO
(গ) EU
(ঘ) ASEAN
উত্তর: (ক) NAM
ব্যাখ্যা: ন্যাম (Non-Aligned Movement) বা জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো স্থায়ী সদর দপ্তর বা সচিবালয় নেই। এর শীর্ষ সম্মেলন যে দেশে হয়, সে দেশই এর দাপ্তরিক কাজ পরিচালনা করে।
৪৭. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) শক্তিশালী বিরোধীদল
(খ) স্বচ্ছ নির্বাচন
(গ) পরমত সহিষ্ণুতা
(ঘ) নেতৃত্ব
উত্তর: (গ) পরমত সহিষ্ণুতা
ব্যাখ্যা: গণতন্ত্রের প্রাণ হলো অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা বা পরমত সহিষ্ণুতা। এটি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না।
৪৮. চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এর মূল লক্ষ্য কী? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) সামরিক জোট
(খ) নজরদারি
(গ) রাজনৈতিক নিয়ন্ত্রণ
(ঘ) অর্থনৈতিক সংযোগ, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযুক্ত করা
উত্তর: (ঘ) অর্থনৈতিক সংযোগ, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযুক্ত করা
ব্যাখ্যা: BRI হলো চীনের একটি বৈশ্বিক উন্নয়ন কৌশল যার মাধ্যমে প্রাচীন সিল্ক রোডের আদলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধি করা।
৪৯. NHRDF কোন্ মন্ত্রণালয়ের অধীনে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান বিভাগ
(খ) শিক্ষা মন্ত্রণালয়
(গ) কৃষি মন্ত্রণালয়
(ঘ) অর্থ মন্ত্রণালয়
উত্তর: (ঘ) অর্থ মন্ত্রণালয়
ব্যাখ্যা: National Human Resource Development Fund (NHRDF) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনস্থ একটি সংস্থা।
৫০. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ৪৩টি
(খ) ৪২টি
(গ) ৫টি
(ঘ) ৪টি
উত্তর: (ঘ) ৪টি
ব্যাখ্যা: ২০২০ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারকে রোহিঙ্গা সুরক্ষা নিশ্চিত করতে ৪টি অন্তর্বর্তীকালীন আদেশ বা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
৫১. জলবায়ু পরির্বতনের হমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) মালদ্বীপ
(খ) ফিজি
(গ) পাপুয়া নিউগিনি
(ঘ) শ্রীলংকা
উত্তর: (ক) মালদ্বীপ
ব্যাখ্যা: ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিপদ সম্পর্কে বিশ্বকে সচেতন করতে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন।
৫২. এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) চীন
(খ) জাপান
(গ) সিঙ্গাপুর
(ঘ) বাংলাদেশ
উত্তর: (গ) সিঙ্গাপুর
ব্যাখ্যা: পরিকল্পিত বনায়ন ও সবুজের সমারোহের কারণে সিঙ্গাপুরকে 'Garden City of Asia' বলা হয়।
৫৩. অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম (ASYCUDA World System) কী? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) সমন্বিত শুল্ক ব্যবস্থাপনা ব্যবস্থা
(খ) সমন্বিত কৃষি ব্যবস্থাপনা ব্যবস্থা
(গ) স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থাপনা ব্যবস্থা
(ঘ) স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা ব্যবস্থা
উত্তর: (ক) সমন্বিত শুল্ক ব্যবস্থাপনা ব্যবস্থা
ব্যাখ্যা: ASYCUDA (Automated System for Customs Data) হলো জাতিসংঘের বাণিজ্যে ও উন্নয়ন সংস্থা (UNCTAD) উদ্ভাবিত শুল্ক ও ক্লিয়ারিং প্রক্রিয়ার একটি কম্পিউটারাইজড বা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা।
৫৪. জুলাই ঘোষণা পত্রে মোট কয়টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ৩৭টি
(খ) ৩৮টি
(গ) ২৭টি
(ঘ) ২৮টি
উত্তর: (ঘ) ২৮টি
ব্যাখ্যা: সাম্প্রতিক গণঅভ্যুত্থান বা ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন দাবিনামা বা ঘোষণাপত্রে দফাগুলোর সংখ্যা ভিন্ন হতে পারে, তবে প্রশ্নপত্রের অপশন অনুযায়ী ২৮টি দফা জুলাই ঘোষণাপত্রের সাথে সম্পর্কিত বলে ধরা হয়।
৫৫. কিয়োটো প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) বাণিজ্য
(খ) উন্নয়ন
(গ) জলবায়ু/পরিবেশ
(ঘ) পরিবেশ
উত্তর: (গ) জলবায়ু/পরিবেশ
ব্যাখ্যা: কিয়োটো প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা শিল্পোন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা আরোপ করে। এটি ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে গৃহীত হয়।
৫৬. নির্বাচনে পি আর (PR) পদ্ধতি কী? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Presidential Referendum
(খ) Proportional Representation
(গ) Public Relations
(ঘ) Preferential Ranking
উত্তর: (খ) Proportional Representation
ব্যাখ্যা: PR বা Proportional Representation (সমানুপাতিক প্রতিনিধিত্ব) হলো এমন এক নির্বাচন পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পায়।
৫৭. টিকফা (TICFA) বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি কখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ২০১৩ সালের ২৫শে নভেম্বর
(খ) ২০০২ সালের ২৫শে নভেম্বর
(গ) ২০১১ সালের ২৫শে নভেম্বর
(ঘ) ২০১৪ সালের ৫ই ডিসেম্বর
উত্তর: (ক) ২০১৩ সালের ২৫শে নভেম্বর
ব্যাখ্যা: Trade and Investment Cooperation Forum Agreement (TICFA) ২০১৩ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত হয়।
৫৮. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তর: (গ) ৩টি
ব্যাখ্যা: ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে উত্তর আমেরিকার ৩টি দেশে অনুষ্ঠিত হবে: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
৫৯. মাতামুহরী নদীর উৎপত্তি স্থল কোথায়? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) লুসাই পাহাড়
(খ) লামার মাইভার পর্বত
(গ) গাঙ্গোত্রী
(ঘ) মানস সরোবর
উত্তর: (খ) লামার মাইভার পর্বত
ব্যাখ্যা: মাতামুহুরী নদী বান্দরবান জেলার আলীকদম উপজেলার লামার মাইভার পর্বত থেকে উৎপন্ন হয়ে কক্সবাজারের চকরিয়ার ওপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
৬০. The Slump Test in concrete is used to measure: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Compressive strength
(খ) Workability and Consistency
(গ) Setting Time
(ঘ) Water Cement Ratio
উত্তর: (খ) Workability and Consistency
ব্যাখ্যা: Slump test মূলত কংক্রিটের নমনীয়তা (plasticity) এবং কাজের সুবিধা (workability) পরিমাপের জন্য করা হয়। এটি কংক্রিট মিশ্রণের consistancy নির্দেশ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬১. The BNBC 2020 code in Bangladesh emphasizes: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Only structural safety
(খ) Energy efficiency + Structural safety + sustainability
(গ) Architectural function and aesthetics only.
(ঘ) Low cost alone.
উত্তর: (খ) Energy efficiency + Structural safety + sustainability
ব্যাখ্যা: BNBC 2020 কোডটি পূর্বের কোডগুলোর তুলনায় আধুনিক, যেখানে কাঠামোগত নিরাপত্তার পাশাপাশি টেকসই উন্নয়ন (Sustainability) এবং শক্তি সাশ্রয়ের (Energy Efficiency) ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬২. In a simply supported Beam if W=20 KN/m, L=6m. What is the maximum Bending Moment? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 50 kNm
(খ) 70 kNm
(গ) 90 kNm
(ঘ) 98 kNm
উত্তর: (গ) 90 kNm
ব্যাখ্যা: Simply Supported Beam-এ Uniformly Distributed Load (UDL) থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের সূত্র: Mmax=wL2/8
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৩. Carbon Content percentage in Mild Steel? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 0.05-0.25%
(খ) 0.25-0.50%
(গ) 0.50-0.75%
(ঘ) 0.75-1.00%
উত্তর: (ক) 0.05-0.25%
ব্যাখ্যা: Mild Steel বা মৃদু ইস্পাতে কার্বনের পরিমাণ কম থাকে, সাধারণত ০.১৫% থেকে ০.২৫% এর মধ্যে। এটি নমনীয় এবং নির্মাণকাজে বহুল ব্যবহৃত।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৪. What is the principal purpose of a footing in building construction? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) To control moisture
(খ) Aesthetic
(গ) Shuttering
(ঘ) To transmit load from super structure to soil
উত্তর: (ঘ) To transmit load from super structure to soil
ব্যাখ্যা: ফুটিং বা ফাউন্ডেশনের প্রধান কাজ হলো কাঠামোর (Superstructure) সম্পূর্ণ ভার নিরাপদে মাটির শক্ত স্তরে (Subsoil) স্থানান্তর করা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৫. Ferro cement is a technology consisting of: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Special cement
(খ) Cement+Sand+Stone
(গ) Cement + sand + wire mesh + Chicken wire mesh
(ঘ) Cement + coarse aggregate + fine aggregate
উত্তর: (গ) Cement + sand + wire mesh + Chicken wire mesh
ব্যাখ্যা: ফেরো সিমেন্ট হলো এক ধরনের পাতলা দেয়ালের রিইনফোর্সড কংক্রিট যা সিমেন্ট মরটার এবং তারজালি (wire mesh/chicken mesh) এর সমন্বয়ে তৈরি হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৬. In M 25 concrete w/c ratio 0.45, cement content 350Kg/m³, what is the quantity of water used (in L/m³)? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 145.5
(খ) 151.5
(গ) 157.5
(ঘ) 163.5
উত্তর: (গ) 157.5
ব্যাখ্যা: পানির পরিমাণ = সিমেন্টের পরিমাণ × w/c ratio
Water = 350×0.45=157.5 লিটার/ঘনমিটার।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৭. বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তর: (গ) ৩
ব্যাখ্যা: বাংলাদেশে মূলত ৩ প্রজাতির ইলিশ পাওয়া যায়: ১. ইলিশ (Tenualosa ilisha), ২. চন্দনা ইলিশ (Tenualosa toli), ৩. গুর্তা বা তোল্লা ইলিশ (Hilsa kelee)।
৬৮. What type of failure occurs in short column? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Buckling
(খ) Crushing
(গ) Flexural
(ঘ) Torsional
উত্তর: (খ) Crushing
ব্যাখ্যা: Short Column সাধারণত উপাদানের শক্তি অতিক্রম করলে 'Crushing' বা চূর্ণ বিচূর্ণ হয়ে ফেইল করে। অন্যদিকে Long Column 'Buckling' বা বেঁকে গিয়ে ফেইল করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৯. The failure mode of a beam primarily involves: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Shear
(খ) Bending/flexural failure
(গ) Torsional
(ঘ) Buckling
উত্তর: (খ) Bending/flexural failure
ব্যাখ্যা: বিমের ওপর লোড আসলে এটি বাঁকতে চায়। বিমের প্রধান ফেইলিউর মোড হলো Flexural বা Bending Failure। অবশ্য ডিজাইনে শিয়ার ফেইলিউরও বিবেচনা করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭০. Ferro cement differs from RCC because: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) High strength
(খ) No reinforcement
(গ) Thin panels
(ঘ) It has thin sections reinforced with wire mesh.
উত্তর: (ঘ) It has thin sections reinforced with wire mesh.
ব্যাখ্যা: সাধারণ RCC-তে স্টিল বার (রড) ব্যবহার করা হয়, কিন্তু ফেরো সিমেন্টে একাধিক স্তরের তারজালি (Wire mesh) ব্যবহার করে খুব পাতলা সেকশন তৈরি করা সম্ভব হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭১. Why Ductility is important in Earthquake Resistance? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) To keep Structure Flexible
(খ) Reduce crack
(গ) Reduce Settlement
(ঘ) To reduce dead load.
উত্তর: (ক) To keep Structure Flexible (Allows energy absorption).
ব্যাখ্যা: ভূমিকম্পের সময় কাঠামোতে প্রচুর শক্তি সঞ্চালিত হয়। ডাকটাইল (নমনীয়) কাঠামো ভেঙে পড়ার আগে অনেকটুকু বাঁকতে পারে এবং শক্তি শোষণ করতে পারে, যা হঠাৎ ধসে পড়া রোধ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭২. As per Water Observation Test, what percentage of water is absorbed by First class brick? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 5%
(খ) 10%
(গ) 15%
(ঘ) 20%
উত্তর: (ঘ) 20% (সঠিক উত্তর < 20%)
ব্যাখ্যা: প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে তার নিজস্ব ওজনের সর্বোচ্চ ২০% পানি শোষণ করতে পারে (ASTM বা BSTI স্ট্যান্ডার্ড অনুযায়ী)।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৩. Which of the following is used to measure distance by indirect means in surveying? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Theodolite
(খ) Tachometer
(গ) Level
(ঘ) Plain table
উত্তর: (খ) Tachometer
ব্যাখ্যা: ট্যাকামিটারের সাহায্যে স্ট্যাডিয়া রড ব্যবহার করে চেইন বা ফিতা ছাড়া আলোকীয় পদ্ধতিতে (Optically) দূরবর্তী বিন্দুর দূরত্ব ও উচ্চতা পরিমাপ করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৪. Maximum Bending Moment will occur where in the above simply Supported beam with a uniformly distributed load? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) At support
(খ) At the middle
(গ) One-third
(ঘ) All through
উত্তর: (খ) At the middle
ব্যাখ্যা: দুই প্রান্তে সাপোর্টেড বিমে সমভাবে বিস্তৃত লোড থাকলে বিমটি মাঝখানে সবচেয়ে বেশি বাঁকে। তাই সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ঠিক মাঝখানে (Center/Mid-span) কাজ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৫. If moment of inertia increases, what is the effect of deflection in beam? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Decrease
(খ) Increase
(গ) As it is
(ঘ) Zero
উত্তর: (ক) Decrease
ব্যাখ্যা: বিমের ইনার্শিয়া বা গভীরতা বাড়লে বিম শক্ত হয় এবং ডিফ্লেকশন কমে যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৬. In M 25 grade Concrete, what does it mean by "M"? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Mix
(খ) Machine
(গ) Mix Design Strength
(ঘ) Mechanical
উত্তর: (ক) Mix
ব্যাখ্যা: কংক্রিট গ্রেডিং-এ 'M' দ্বারা 'Mix' বোঝানো হয় এবং সংখ্যাটি (যেমন 25) দ্বারা ২৮ দিনে কংক্রিটের চারিত্রিক কম্প্রেসিভ স্ট্রেন্থ (Characteristic Compressive Strength in MPa) বোঝায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৭. Prestressed Concrete is advantageous because it: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) No steel
(খ) Cheaper
(গ) Permit longer spans with less depth
(ঘ) Set faster
উত্তর: (গ) Permit longer spans with less depth
ব্যাখ্যা: প্রিস্ট্রেসড কংক্রিটে আগে থেকেই চাপ প্রয়োগ করে কংক্রিটের টেনশন দুর্বলতা দূর করা হয়। ফলে এটি সাধারণ RCC-এর চেয়ে অনেক বেশি স্প্যান দিতে পারে এবং বিমের গভীরতা কম লাগে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৮. Method of Moment Distribution is used in Structural Design analysis for: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Determinate beam
(খ) Indeterminate beams and frames
উত্তর: (খ) Indeterminate beams and frames
ব্যাখ্যা: হার্ডি ক্রস (Hardy Cross) প্রবর্তিত মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি মূলত Indeterminate (অনির্ণয়) স্ট্রাকচার যেমন কন্টিনিউয়াস বিম বা ফ্রেম সলভ করার জন্য ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৯. The Critical Path Method (CPM) in Project Management helps to determine: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Cheapest cost
(খ) Minimum project duration
উত্তর: (খ) Minimum project duration
ব্যাখ্যা: CPM হলো প্রজেক্ট শিডিউলিং টেকনিক। ক্রিটিক্যাল পাথ হলো সেই পাথ বা কাজের ধারা যা শেষ করতে সবচেয়ে বেশি সময় লাগে, এবং এটিই প্রজেক্ট শেষ হওয়ার ন্যূনতম সময় (Minimum project duration) নির্ধারণ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮০. In Standard Penetration Test (SPT), what is measured? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Permeability
(খ) Density
(গ) Water content
(ঘ) Soil resistance to penetration
উত্তর: (ঘ) Soil resistance to penetration
ব্যাখ্যা: SPT টেস্টে একটি স্যাম্পলার মাটিতে প্রবেশ করাতে কতগুলো হ্যামার ব্লো (Blow count/N-value) লাগে তা গণনা করা হয়। এটি মাটির ভারবহন ক্ষমতা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স নির্দেশ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮১. In concrete technology water/cement ratio influences: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Color of concrete
(খ) Workability, strength and durability
(গ) Only setting time
(ঘ) Only shrinkage
উত্তর: (খ) Workability, strength and durability
ব্যাখ্যা: পানি-সিমেন্ট অনুপাত কংক্রিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার। এটি কংক্রিটের শক্তি (Strength), স্থায়িত্ব (Durability) এবং কাজের উপযোগিতা (Workability) নিয়ন্ত্রণ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮২. If spacing between contour line is more in survey, what is the nature of land? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Steep.
(খ) Valley.
(গ) Gentle slope.
(ঘ) Ridge.
উত্তর: (গ) Gentle slope
ব্যাখ্যা: কন্ট্যুর লাইনের দূরত্ব ভূমির ঢাল নির্দেশ করে। লাইনগুলো খুব কাছাকাছি থাকলে খাড়া ঢাল (Steep slope) এবং দূরে দূরে থাকলে মৃদু ঢাল (Gentle slope/Flat ground) বোঝায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৩. Life Cycle Assessment (LCA) in construction evaluates: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Cost only.
(খ) Energy and Environmental impact from cradle to grave.
(গ) Structural stability only.
(ঘ) Water Demand only.
উত্তর: (খ) Energy and Environmental impact from cradle to grave
ব্যাখ্যা: LCA হলো কোনো পণ্যের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে ধ্বংস বা রিসাইক্লিং পর্যন্ত (Cradle to Grave) পরিবেশগত প্রভাব মূল্যায়ন করার পদ্ধতি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৪. The main energy-intensive building material is: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Wood
(খ) Cement
(গ) Ferrocement
(ঘ) Block
উত্তর: (খ) Cement
ব্যাখ্যা: সিমেন্ট উৎপাদনে ক্লিংকার পোড়ানোর জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, যা প্রচুর জ্বালানি খরচ করে এবং কার্বন নিঃসরণ করে। তাই এটি একটি Energy-intensive material.
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৫. In ACI method of mix design which one is done first? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Water content
(খ) Cement content
(গ) Slump
(ঘ) Admixture
উত্তর: (গ) Slump
ব্যাখ্যা: ACI মিক্স ডিজাইনে প্রথমে কাজের ধরন অনুযায়ী কাঙ্ক্ষিত Slump (ধস) নির্বাচন করা হয়। এরপর অ্যাগ্রিগেটের আকার এবং স্লাম্পের ভিত্তিতে পানির পরিমাণ ঠিক করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৬. Why is reinforcement in concrete primarily used for? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) To improve Thermal insulation
(খ) To resist tensile stress
(গ) To reduce cost of concrete
(ঘ) To accelerate curing
উত্তর: (খ) To resist tensile stress
ব্যাখ্যা: কংক্রিট চাপে (Compression) খুব শক্তিশালী কিন্তু টানে (Tension) দুর্বল। এই দুর্বলতা কাটানোর জন্য কংক্রিটে স্টিল বার বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় যা টেনসাইল স্ট্রেস বহন করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৭. Pile foundation transfers load: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Skin friction
(খ) End bearing
(গ) Both by skin friction and bearing
(ঘ) None of them
উত্তর: (গ) Both by skin friction and bearing
ব্যাখ্যা: পাইল মাটির সাথে ঘর্ষণ (Skin friction) এবং পাইলের তলার শক্ত মাটির বাধা (End bearing)—এই দুই প্রক্রিয়ার মাধ্যমেই লোড ট্রান্সফার করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৮. To control C3A, which admixture is used during cement hydration? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Gypsum
(খ) Silica fume
(গ) slag
(ঘ) Fly ash
উত্তর: (ক) Gypsum
ব্যাখ্যা: সিমেন্টের উপাদান C3A (Tricalcium Aluminate) পানির সাথে খুব দ্রুত বিক্রিয়া করে এবং সিমেন্ট জমাট বাঁধিয়ে ফেলে (Flash set)। এই বিক্রিয়া ধীর করতে জিপসাম (Gypsum) যোগ করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৯. T-Beam's Flange is which part of structural Element? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Web
(খ) Column
(গ) Slab
(ঘ) Foundation
উত্তর: (গ) Slab
ব্যাখ্যা: T-Beam-এ বিমের উপরের চওড়া অংশকে Flange বলা হয়। মনোলিথিক কন্সট্রাকশনে স্ল্যাবের একটি অংশ বিমের সাথে যুক্ত হয়ে Flange হিসেবে কাজ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯০. In the figure AC=? when θ=0.41 and H=10m [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 15m
(খ) 20m
(গ) 25m
(ঘ) 30m
উত্তর: (গ) 25m
ব্যাখ্যা: এখানে θ এর মান রেডিয়ান (Radian) এককে দেওয়া হয়েছে। আমরা জানি, সমকোণী ত্রিভুজে, sinθ=লম্ব/অতিভুজ। বা, AC = H/sinθ = 10/sin(0.41 rad) ≈ 10/0.4 = 25m।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯১. Which is the main advantage of using RCC? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Light weight
(খ) Fire resistance
(গ) Cheap
(ঘ) Temporary
উত্তর: (খ) Fire resistance
ব্যাখ্যা: স্টিল বা কাঠের তুলনায় কংক্রিট বা RCC আগুন প্রতিরোধে অনেক বেশি সক্ষম। কংক্রিট রিইনফোর্সমেন্টকে উচ্চ তাপ থেকে রক্ষা করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯২. The main purpose of a soil proctor test is to determine: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Permeability
(খ) Bearing Capacity
(গ) Optimum moisture content and maximum dry density
(ঘ) Shear strength.
উত্তর: (গ) Optimum moisture content and maximum dry density
ব্যাখ্যা: প্রক্টর টেস্টের মাধ্যমে জানা যায় মাটিতে কতটুকু পানি (Optimum Moisture Content) যোগ করে কম্প্যাকশন করলে মাটির ঘনত্ব সর্বোচ্চ (Maximum Dry Density) হবে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৩. In one steel bar carbon is 0.8%, Yield Strength 500 MPa; what type of steel it is? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Low
(খ) Medium
(গ) High carbon steel
(ঘ) Alloy
উত্তর: (গ) High carbon steel
ব্যাখ্যা: ইস্পাতে কার্বনের পরিমাণ ০.৬% থেকে ১.৪% হলে তাকে High Carbon Steel বলা হয়। এখানে ০.৮% কার্বন থাকায় এটি হাই কার্বন স্টিল।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৪. Raft foundation usually provided when: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Isolated economical
(খ) Soil is weak and loads are heavy
(গ) Water table is very deep
(ঘ) Soil is rocky
উত্তর: (খ) Soil is weak and loads are heavy
ব্যাখ্যা: যখন মাটির ভারবহন ক্ষমতা কম থাকে এবং ভবনের লোড অনেক বেশি হয়, তখন আলাদা আলাদা ফুটিং দিলে তা মাটির বড় অংশ দখল করে ফেলে। সেক্ষেত্রে পুরো ভবনের নিচে একটি ম্যাট বা র্যাফট ফাউন্ডেশন দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৫. In Reinforced concrete designs, the cover is provided to protect reinforcement from: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Wind
(খ) Fire
(গ) Corrosion, weather and fire
(ঘ) Aesthetic finish
উত্তর: (গ) Corrosion, weather and fire
ব্যাখ্যা: রডের বাইরে কংক্রিটের যে প্রলেপ বা ক্লিয়ার কভার থাকে, তা রডকে বাতাসের আর্দ্রতা থেকে মরিচা ধরা (Corrosion) এবং আগুনের তাপ থেকে রক্ষা করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৬. Which grade of steel is usually used as Re-bar in Bangladesh? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 250
(খ) 300
(গ) 350
(ঘ) 420 MPa
উত্তর: (ঘ) 420 MPa
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে নির্মাণকাজে সাধারণত 60 Grade বা 400/420 MPa (যেমন 500W) ইল্ড স্ট্রেন্থের রড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৭. The unit weight of ordinary concrete is approximately: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) 1440
(খ) 1650
(গ) 2400 Kg/m³
(ঘ) 3000
উত্তর: (গ) 2400 Kg/m³
ব্যাখ্যা: পিসিসি (Plain Cement Concrete) এর একক ওজন প্রায় ২৪০০ কেজি/ঘনমিটার। আর আরসিসি (RCC) এর ক্ষেত্রে এটি প্রায় ২৫০০ কেজি/ঘনমিটার ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৮. What is the main binding material of lime mortar? [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Calcium Hydroxide
(খ) Calcium Carbonate
(গ) Magnesium Carbonate
(ঘ) Silica
উত্তর: (খ) Calcium Carbonate (Final product) / Lime (Initial)
ব্যাখ্যা: চুন-সুরকি বা লাইম মরটারে চুন (Calcium Hydroxide) বাতাসের কার্বন ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) তৈরি করে জমাট বাঁধে। মূল বাইন্ডিং বিক্রিয়া শেষে এটি ক্যালসিয়াম কার্বনেট হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৯. The most common failure of a Retaining Wall is due to: [PWD AE, Civil – 09/12/2025]
(ক) Sliding
(খ) Overturning
(গ) Bearing
(ঘ) All of the above
উত্তর: (ঘ) All of the above
ব্যাখ্যা: একটি রিটেইনিং ওয়াল স্লাইডিং (পিছলে যাওয়া), ওভারটার্নিং (উল্টে যাওয়া) অথবা বিয়ারিং ক্যাপাসিটি ফেইলিউর—যেকোনো একভাবে বা সম্মিলিতভাবে ফেইল করতে পারে। তাই ডিজাইনে সবগুলো চেক করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
১০০। In the figure what is the value of X = ?
(ক) 100
(খ) 120
(গ) 130
(ঘ) 150
উত্তর: (খ) 120
ব্যাখ্যা: চিত্রটি লক্ষ্য করলে দেখা যায় এটি একটি সমকোণী ত্রিভুজ।
১. ত্রিভুজটির একটি কোণ সমকোণ বা 90∘ (বর্গাকার চিহ্ন দ্বারা নির্দেশিত)।
২. অন্য একটি কোণের মান দেওয়া আছে 30∘।
৩. আমাদের 'X' কোণটির মান বের করতে হবে, যা একটি বহিঃস্থ কোণ (Exterior Angle)।
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই
সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ
১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।
২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।
৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।
৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।
৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।
৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।
৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।
৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।
৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।
১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।