EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ পরীক্ষাঃ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ২০২৫
Image

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নিয়োগ পরীক্ষা ২০২৫ (সমাধান)

পদের নাম: সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল),    

মোট সময়: ৪০ মিনিট,     পূর্ণমান: ৬০

পরীক্ষার তারিখঃ ২০/০৯/২০২৫ ইং

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]

১. 'তেজস্বী' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) তেজ+বিন
খ) তেজ:+বিন্
গ) তেজঃ+বিন্
ঘ) তেজস:+বিন্
উত্তর: গ) তেজঃ+বিন্
ব্যাখ্যাঃ 'তেজস্বী' শব্দের প্রকৃতি-প্রত্যয় হলো 'তেজঃ (বিশেষ্য)+ বিন্ (প্রত্যয়)'
এটি একটি তদ্ধিত প্রত্যয়।

২. যক্ষা শব্দটিতে 'ক্ষ' এর বিশ্লিষ্ট রূপ নীচের কোনটি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) ক+ষ+ণ
খ) ক+ষ+ম
গ) ক+ক্ষ+ম
ঘ) ক+ক্ষ+ণ
উত্তর: খ) ক+ষ+ম
ব্যাখ্যাঃ 'ক্ষ' একটি যুক্তবর্ণ, যার বিশ্লিষ্ট রূপ হলো 'ক+ষ'
তাই 'যক্ষা' শব্দটিতে 'ক্ষ' এর বিশ্লিষ্ট রূপ হলো 'ক+ষ+ম'।

৩. 'তুমি যদি যেতে, তবে ভালোই হতো'... বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) সাধারন অতীত
খ) ঘটমান অতীত
গ) পুরাঘটিত অতীত
ঘ) নিত্যবৃত্ত অতীত
উত্তর: ঘ) নিত্যবৃত্ত অতীত
ব্যাখ্যাঃ 'নিত্যবৃত্ত অতীত' কালে কোনো কাজ অতীতে নিয়মিত ঘটত বা ঘটলে এমনটি হতো বোঝায়। 'তুমি যদি যেতে' বাক্যটিতে এমন একটি শর্ত বোঝানো হয়েছে।

৪. নীচের কোন বাক্যটি শুদ্ধ? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
খ) বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
গ) শুধুমাত্র গায়ের জোড়ে কাজ হয় না
ঘ) তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
উত্তর: ঘ) তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
ব্যাখ্যাঃ ক) 'চলাকালীন' ও 'সময়' একসাথে ব্যবহার বাহুল্য। খ) 'সমৃদ্ধশালী' নয়, 'সমৃদ্ধ' বা 'সমৃদ্ধিশালী' হবে। গ) 'শুধুমাত্র' নয়, 'শুধু' বা 'মাত্র' যেকোনো একটি হবে।

৫. 'কালকূট' কোন লেখকের ছদ্মনাম? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) বলাইচাঁদ মুখোপধ্যায়
খ) মানিক বন্দোপধ্যায়
গ) সমরেশ বসু
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: গ) সমরেশ বসু
ব্যাখ্যাঃ 'কালকূট' ছদ্মনামে সাহিত্য রচনা করতেন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সমরেশ বসু। তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

৬. 'যে নারীর হিংসা নেই'-তাকে এক কথায় কি বলে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) অনসূয়া
খ) অহিংসক
গ) অনুসূয়া
ঘ) অসূয়াবতী
উত্তর: ক) অনসূয়া
ব্যাখ্যাঃ 'যে নারীর হিংসা নেই' তাকে এক কথায় 'অনসূয়া' বলা হয়। এটি এমন একজন নারীকে বোঝায় যার মনে ঈর্ষা বা বিদ্বেষ নেই।

৭. 'জগতে কীর্তিমান হয় সাধনায়', এখানে 'সাধনায়' কোন কারকে কোন বিভক্তি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) কর্মকারকে ৭মী বিভক্তি
খ) করণ কারকে ৭মী বিভক্তি
গ) অধিকরণ কারকে ৫মী বিভক্তি
ঘ) অপাদান কারকে ৫মী বিভক্তি
উত্তর: খ) করণ কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যাঃ 'করণ' কারক মানে যার দ্বারা কাজ সম্পন্ন হয়। এখানে 'সাধনার' মাধ্যমে 'কীর্তিমান' হওয়া বোঝানো হয়েছে। 'সাধনায়' শব্দটিতে 'য়' বিভক্তি ৭মী বিভক্তি।

৮. Amicus Curiae শব্দটির বাংলা পরিভাষি শব্দ হলো--- [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) আদালতের বন্ধু
খ) আদালতের পরামর্শদাতা
গ) আদালতের পণ্ডিতবর্গ
ঘ) আইন পণ্ডিত
উত্তর: ক) আদালতের বন্ধু
ব্যাখ্যাঃ Amicus Curiae একটি ল্যাটিন শব্দবন্ধ, যার অর্থ 'আদালতের বন্ধু'। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যে মামলার পক্ষ না হয়েও আদালতকে আইনি বিষয়ে সহায়তা করে।

৯. 'নিরপেক্ষ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) নিঃ+অপেক্ষ
খ) নির:+পেক্ষ
গ) নিঃ+পেক্ষ
ঘ) নীর+পেক্ষ
উত্তর: ক) নিঃ+অপেক্ষ
ব্যাখ্যাঃ 'নিরপেক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'নিঃ + অপেক্ষ'
এটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ।

১০. 'সংশয়'- এর বিপরীত শব্দ কোনটি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) বিস্ময়
খ) নির্ভয়
গ) দ্বিধা
ঘ) প্রত্যয়
উত্তর: ঘ) প্রত্যয়
ব্যাখ্যাঃ 'সংশয়' মানে সন্দেহ বা অনিশ্চয়তা। এর বিপরীত শব্দ হলো 'প্রত্যয়', যার অর্থ নিশ্চিত বা সন্দেহমুক্ত।

১১. The term "Genesis" is same as ............ [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) Introduction
B) Preface
C) Beginning
D) Foreword
উত্তর: C) Beginning
ব্যাখ্যাঃ "Genesis" শব্দের অর্থ হলো উৎপত্তি, সৃষ্টি বা সূচনা। "Beginning" শব্দটির অর্থও শুরু বা সূচনা।

[বইঃ English For Exam]

১২. Which of the following word is an antonym for 'shabby'? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) Honesty
B) Harmful
C) Sober
D) Hostile
উত্তর: C) Sober
ব্যাখ্যাঃ 'Shabby' শব্দের অর্থ হলো জীর্ণ, অপরিচ্ছন্ন বা অনুজ্জ্বল। 'Sober' শব্দের অর্থ হলো মার্জিত, শালীন বা পরিষ্কার। [বইঃ English For Exam]

১৩. He is adapted ____ new changes. [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) with
B) to
C) of
D) in
উত্তর: B) to
ব্যাখ্যাঃ 'Adapt to' একটি সঠিক বাক্যগঠন, যার অর্থ কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া।

[বইঃ English For Exam]

১৪. You must compensate ____ the loss. [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) for
B) with
C) to
D) of
উত্তর: A) for
ব্যাখ্যাঃ 'Compensate for' একটি সঠিক বাক্যাংশ, যার অর্থ কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া।

[বইঃ English For Exam]

১৫. Which of the following sentence is correct? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) The rich is not always happy
B) Rich is not always happy
C) The rich are not always happy
D) The riches are not always happy.
উত্তর: C) The rich are not always happy
ব্যাখ্যাঃ 'The rich' একটি সমষ্টিবাচক বিশেষ্য যা ধনী ব্যক্তিদের বোঝায় এবং এর সাথে সর্বদা বহুবচন ক্রিয়া (are) বসে।

[বইঃ English For Exam]

১৬. A blooming flower is beautiful to look at. Here 'blooming' is a/an ____. [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) infinitive
B) gerund
C) participle
D) verbal noun
উত্তর: C) participle
ব্যাখ্যাঃ এখানে 'blooming' শব্দটি 'flower' (বিশেষ্য) কে বর্ণনা করছে, অর্থাৎ এটি একটি বিশেষণ হিসেবে কাজ করছে। এটি একটি present participle।

[বইঃ English For Exam]

১৭. 'A fair little girl sat under a tree.' In this sentence, which one is preposition? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) fair
B) little girl
C) under
D) tree
উত্তর: C) under
ব্যাখ্যাঃ 'Under' শব্দটি 'girl' এর অবস্থানের সাথে 'tree' এর সম্পর্ক স্থাপন করছে, যা একটি Preposition এর কাজ।

[বইঃ English For Exam]

১৮. "The new king did not take after his father". The underlined phrase is closest to: [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) follow
B) run after
C) contradict
D) resemble
উত্তর: D) resemble
ব্যাখ্যাঃ 'Take after' একটি phrasal verb, যার অর্থ চেহারা বা চরিত্রে কারো মতো হওয়া, অর্থাৎ 'resemble'।

[বইঃ English For Exam]

১৯. 'The news shocked him' - The passive form of the sentence is- [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) He was shocked by the news
B) He was shocked to the news
C) He is shocked to hear the news
D) He was shocked at the news.
উত্তর: D) He was shocked at the news.
ব্যাখ্যাঃ 'Shocked' ক্রিয়ার সাথে সাধারণত 'at' preposition বসে।

[বইঃ English For Exam]

২০. Meaning of the idiom 'Call it a day' is......... [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) পুনরায় শুরু করা
B) কাউকে ডেকে আনা
C) একটি স্মরণীয় দিন
D) একদিন ডেকে আনা।

উত্তর: D) একদিন ডেকে আনা।
ব্যাখ্যাঃ 'Call it a day' ইডিয়মটির অর্থ হলো কোনো কাজ বা কার্যকলাপ বন্ধ করে দেওয়া বা শেষ করা। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে, 'একদিন ডেকে আনা' সরাসরি অর্থ প্রকাশ না করলেও, এটি কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়াকে বোঝায়। তবে, আরও সঠিক অনুবাদ "কোনো কাজ বন্ধ করা" বা "আজকের মতো কাজ শেষ করা" হতো।

[বইঃ English For Exam]

২১. a = 3+2 হলে, a3+1a3 = ? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) 18
3
B) 2
7
C) 3
2
D) 7
3
উত্তর: A) 18
3
ব্যাখ্যাঃ a =
3 + 2 হলে, 1/a = 1/(3+2) = 3-2।
a + 1/a = (3+2) + (3-2) = 23
(a + 1/a)
³ = a³ + 1/a³ + 3a(1/a)(a+1/a)
(2
3)³ = a³ + 1/a³ + 3(23)
8×3
3 = a³ + 1/a³ + 63
24
3 = a³ + 1/a³ + 63
a
³ + 1/a³ = 243 - 63 = 183

২২. একটি দ্রব্য ৪২০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। দ্রব্যের ক্রয় মূল্য নির্ণয় কর। [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ৩২০ টাকা
B) ৩৫০ টাকা
C) ৪৩৫ টাকা
D) ৪২০ টাকা
উত্তর: C) ৪৩৫ টাকা
ব্যাখ্যাঃ ধরি, ক্রয়মূল্য = x টাকা।
প্রথম ক্ষেত্রে ক্ষতি = x - ৪২০ টাকা।
দ্বিতীয় ক্ষেত্রে লাভ = ৪৮০ - x টাকা।
প্রশ্নমতে, ৪৮০ - x = ৩(x - ৪২০)
৪৮০ - x = ৩x - ১২৬০
৪৮০ + ১২৬০ = ৩x + x
১২০০ = ৪x
x = ১২০০/৪ = ৪৩৫ টাকা।

২৩. কোন সমকোণী ত্রিভুজের কোনদ্বয়ের পার্থক্য ৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ৪৬
°
B) ৪৯°
C) ৪২°
D) ৪১°
উত্তর: C) ৪২°
ব্যাখ্যাঃ একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°। অপর দুটি কোণের সমষ্টিও ৯০°
ধরি, অপর দুটি কোণ x এবং y।
x + y = ৯০°
x - y = ৬° (প্রশ্নমতে)
এই দুটি সমীকরণ যোগ করলে: 2x = ৯৬
° => x = ৪৮°
y = ৯০° - ৪৮° = ৪২°
সুতরাং, ক্ষুদ্রতম কোণের মান ৪২°

২৪. দুই বন্ধু আরিফ ও আবিদ যথাক্রমে ৪০% এবং ৬০% শেয়ারে একটি ব্যবসায় শুরু করে। কিছুদিন পর তৃতীয় একজন বন্ধু ৫ লাখ টাকা বিনিয়োগ করে ঐ ব্যবসায়ে যোগ দেয় এবং ২০% শেয়ার গ্রহণ করে। বর্তমানে আরিফের ব্যবসায়ে শেয়ার কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ২০%
B) ২৪%
C) ২৮%
D) ৩২%
উত্তর: D) ৩২%
ব্যাখ্যাঃ প্রথমে আরিফ ও আবিদের মোট শেয়ার ছিল ৪০% + ৬০% = ১০০%।
তৃতীয় বন্ধু ২০% শেয়ার গ্রহণ করার পর, মোট শেয়ার এখন ১২০% (যদি যোগফল হিসেবে ধরা হয়) অথবা বিদ্যমান শেয়ারের মধ্যে নতুন বন্টন হবে।
যদি তৃতীয় বন্ধুর ২০% শেয়ার নতুন করে যোগ হয়, তাহলে মোট শেয়ারের নতুন বন্টন হবে।
ধরা যাক, মোট শেয়ার ১০০%।
তৃতীয় বন্ধু ২০% গ্রহণ করলে অবশিষ্ট থাকে ১০০% - ২০% = ৮০%।
এই ৮০% শেয়ার আরিফ ও আবিদের মধ্যে তাদের পূর্বের অনুপাত (৪০:৬০ বা ২:৩) অনুযায়ী ভাগ হবে।
আরিফের অংশ = ৮০% এর (২/(২+৩)) = ৮০% এর (২/৫) = ৩২%।
আবিদের অংশ = ৮০% এর (৩/৫) = ৪৮%।
সুতরাং, বর্তমানে আরিফের শেয়ার ৩২%।

২৫. একজন ব্যক্তি কিছু শার্ট এবং কিছু টাই ক্রয় করলো। প্রতিটি শার্টের দাম ৭০০ টাকা এবং প্রতিটি টাইয়ের দাম ৩০০ টাকা। যদি তিনি মোট ৮১০০ টাকা খরচ করেন এবং প্রচলিত দামে সর্বোচ্চ সংখ্যক শার্ট ক্রয় করেন, তাহলে শার্ট ও টাইয়ের অনুপাত কত হবে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ৫:৩
B) ৪:৩
C) ৩:২
D) ৪:১
উত্তর: C) ৩:২
ব্যাখ্যাঃ তিনি সর্বোচ্চ সংখ্যক শার্ট ক্রয় করতে চান।
ধরি, শার্টের সংখ্যা S এবং টাইয়ের সংখ্যা T।

=> ৭০০S + ৩০০T = ৮১০০
সর্বোচ্চ S পেতে, T এর মান সর্বনিম্ন হতে হবে (T
0 এবং পূর্ণসংখ্যা)।
যদি T = 0 হয়, ৭০০S = ৮১০০ => S = ৮১/৭ = ১১.৫৭ (পূর্ণসংখ্যা নয়)
যদি T = 1 হয়, ৭০০S = ৮১০০ - ৩০০ = ৭৮০০ => S = ৭৮/৭ = ১১.১৪ (পূর্ণসংখ্যা নয়)
যদি T = 2 হয়, ৭০০S = ৮১০০ - ৬০০ = ৭৯০০ => S = ৭৯/৭ = ১১.২৮ (পূর্ণসংখ্যা নয়)
যদি T = 3 হয়, ৭০০S = ৮১০০ - ৯০০ = ৭২০০ => S = ৭২/৭ = ১০.২৮ (পূর্ণসংখ্যা নয়)
যদি T = 4 হয়, ৭০০S = ৮১০০ - ১২০০ = ৬৯০০ => S = ৬৯/৭ = ৯.৮৫ (পূর্ণসংখ্যা নয়)
যদি T = 5 হয়, ৭০০S = ৮১০০ - ১৫০০ = ৬৬০০ => S = ৬৬/৭ = ৯.৪২ (পূর্ণসংখ্যা নয়)
যদি T = 6 হয়, ৭০০S = ৮১০০ - ১৮০০ = ৬৩০০ => S = ৬৩/৭ = ৯
তাহলে, S = ৯ এবং T = ৬। অনুপাত ৯:৬ = ৩:২।

২৬. যদি 2x+ 2x+ 2x+ 2x= 2n হয়, তবে n এর প্রেক্ষিতে x এর মান কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) n + 2
B) n + 4
C) n
D) n - 2
উত্তর: D) n - 2
ব্যাখ্যাঃ
2x+ 2x+ 2x+ 2x= 4 × 2x
আমরা জানি, 4 = 22।
সুতরাং, 22× 2x= 22+x

প্রশ্নমতে, 22+x= 2n 
অতএব, 2 + x = n
x = n - 2।

২৭. a + b = 7 এবং a - b = 5 হলে, 10ab (a² + b²) কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) 24
B) 28
C) 30
D) 32
উত্তর: C) 30
ব্যাখ্যাঃ আমরা জানি,
4ab = (a+b)
² - (a-b)²
4ab = (7)² - (5)²
4ab = 7 - 5 = 2
ab = 2/4 = 1/2

আবার, 2(a²+b²) = (a+b)² + (a-b)²
2(a²+b²) = (7)² + (5)²
2(a²+b²) = 7 + 5 = 12
a
² + b² = 12/2 = 6

এখন, 10ab(a²+b²) = 10 × (1/2) × 6
= 5 × 6 = 30।

২৮. ৮০ জন ছেলে মেয়ের মধ্যে ৩৫% শুধু ক্রিকেট খেলে এবং ৪৫% শুধু টেবিল টেনিস খেলে এবং অবশিষ্ট ছেলেমেয়ে উভয় খেলা খেলে। সবমিলে কতজন ছেলেমেয়ে ক্রিকেট খেলে। [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ৫৫
B) ৪৪
C) ৩৬
D) ২৮
উত্তর: B) ৪৪
ব্যাখ্যাঃ মোট ছেলেমেয়ে = ৮০ জন।
শুধু ক্রিকেট খেলে = ৮০ এর ৩৫% = ৮০ × (৩৫/১০০) = ২৮ জন।
শুধু টেবিল টেনিস খেলে = ৮০ এর ৪৫% = ৮০ × (৪৫/১০০) = ৩৬ জন।
উভয় খেলা খেলে = ৮০ - (২৮ + ৩৬) = ৮০ - ৬৪ = ১৬ জন।
সবমিলে ক্রিকেট খেলে = শুধু ক্রিকেট খেলে + উভয় খেলা খেলে
= ২৮ + ১৬ = ৪৪ জন।

২৯. বেলা ২.৩০ মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ১০৫
°
B) ৯৫°
C) ১১৫°
D) ১১০°
উত্তর: A) ১০৫°
ব্যাখ্যাঃ মিনিটের কাঁটার অবস্থান: ৩০ মিনিট × ৬°/মিনিট = ১৮০° (১২টা থেকে)।
ঘন্টার কাঁটার অবস্থান: (২ ঘন্টা × ৩০
°/ঘন্টা) + (৩০ মিনিট × ০.৫°/মিনিট) = ৬০° + ১৫° = ৭৫° (১২টা থেকে)।
কোণের পার্থক্য = ১৮০
° - ৭৫° = ১০৫°

৩০. কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৮৪ টাকা এবং ৫ বৎসরে সুদে-আসলে ৫৪০ টাকা হয়। সুদের হার কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ৬%
B) ৭%
C) ৮%
D) ৯%
উত্তর: B) ৭%
ব্যাখ্যাঃ ৫ বছরের সুদ + আসল = ৫৪০ টাকা
৩ বছরের সুদ + আসল = ৪৮৪ টাকা
২ বছরের সুদ = ৫৪০ - ৪৮৪ = ৫৬ টাকা
১ বছরের সুদ = ৫৬/২ = ২৮ টাকা
৩ বছরের সুদ = ২৮ × ৩ = ৮৪ টাকা
আসল = ৩ বছরের সুদে-আসলে - ৩ বছরের সুদ = ৪৮৪ - ৮৪ = ৪০০ টাকা।
সুদের হার = (১ বছরের সুদ / আসল) × ১০০% = (২৮ / ৪০০) × ১০০% = ৭%।

৩১. আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কাকে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) থমাস বাখ
B) অ্যাডলফ হিটলার
C) ব্যারন পিয়ারে দা কুবর্তিন
D) ফ্রাসোয়া টুকো
উত্তর: C) ব্যারন পিয়ারে দা কুবর্তিন
ব্যাখ্যাঃ ফরাসি শিক্ষাবিদ ব্যারন পিয়ের দে কুবার্তিন আধুনিক অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত
তার প্রচেষ্টায় ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়।

৩২. নিম্নের কোনটি ২০২৫ সালের বর্ষ পন্য? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) পাটজাত পন্য
B) আম
C) হস্তশিল্পজাত পন্য
D) ফার্নিচার/আসবাব পত্র
উত্তর: D) ফার্নিচার/আসবাব পত্র
ব্যাখ্যাঃ ২০২৫ সালের বর্ষপণ্য
 হিসেবে আসবাবপত্রকে (ফার্নিচার) ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেওয়া হয়, যার উদ্দেশ্য আসবাবপত্র খাতের রপ্তানি বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে এর গুরুত্ব তুলে ধরা

৩৩. START-2 কি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
B) বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
C) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
D) এক ধরনের বোমারু বিমান
উত্তর: C) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যাঃ START (Strategic Arms Reduction Treaty) হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (পরে রাশিয়া) এর মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তির একটি সিরিজ। START-2 ছিল এই চুক্তির দ্বিতীয় ধাপ।

৩৪. মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ১২৭ তম
B) ১২৮ তম
C) ১২৯ তম
D) ১৩০ তম
উত্তর: D) ১৩০ তম
ব্যাখ্যাঃ ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১৩০তম।

৩৫. কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট 'গ্রক' কার মালিকাধীন প্রতিষ্ঠান? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) স্যাম অল্টম্যান
B) ইলন মাস্ক
C) বিল গেটস
D) ডোনাল্ড ট্রাম্প
উত্তর: B) ইলন মাস্ক
ব্যাখ্যাঃ গ্রক (Grok) হলো ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান xAI দ্বারা ডেভেলপ করা একটি চ্যাটবট।

৩৬. গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) স্পেনে
B) গ্রীসে
C) প্যারিসে
D) যুক্তরাষ্ট্রে
উত্তর: B) গ্রীসে
ব্যাখ্যাঃ আধুনিক গণতন্ত্রের ধারণা এবং এর প্রাথমিক রূপ প্রাচীন গ্রীসের এথেন্সে প্রথম বিকশিত হয়েছিল, বিশেষ করে খ্রীষ্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে।

৩৭. 'BRICS' হলো ৫টি প্রধান উদীয়মান দেশের নামের সংক্ষিপ্ত রূপ। এখানে C এবং S বলতে নিচের কোন দুটি দেশকে বুঝায়? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) China and Saudi Arabia
B) China and South Africa
C) China and South Korea
D) Cameroon and South Africa
উত্তর: B) China and South Africa
ব্যাখ্যাঃ BRICS হলো ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), ভারত (India), চীন (China) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa) এই পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশের একটি জোট।

৩৮. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ১টি
B) ২টি
C) ৩টি
D) ৪টি
উত্তর: C) ৩টি
ব্যাখ্যাঃ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) যৌথভাবে অনুষ্ঠিত হবে।

৩৯. Artificial Intelligence (AI) ধারণাটির জনক কে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) লি ডি ফরেষ্ট
B) চার্লস ব্যাবেজ
C) জন ম্যাকার্থী
D) জে পি ইকার্ট
উত্তর: C) জন ম্যাকার্থী
ব্যাখ্যাঃ জন ম্যাকার্থীকে (John McCarthy) কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) ধারণাটির জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনিই ১৯৫৬ সালে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটি প্রথম ব্যবহার করেন।

৪০. 'বিটকয়েন' কি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) লবনের দানা
B) ইলেকট্রনিক মুদ্রা
C) ভার্চুয়াল গেইম
D) এক ধরণের সফ্টওয়্যার
উত্তর: B) ইলেকট্রনিক মুদ্রা
ব্যাখ্যাঃ বিটকয়েন (Bitcoin) হলো একটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা যা ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে চলে এবং কোনো কেন্দ্রীয় ব্যাংক বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নয়।

৪১. L- স্প্যান বিশিষ্ট Cantilever beam-এর এক প্রান্ত P. মান বিশিষ্ট পয়েন্ট লোড প্রযুক্ত হলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) PL
B) PL/8
C) PL/4
D) PL/2
উত্তর: A) PL
ব্যাখ্যাঃ একটি ক্যান্টিলিভার বীমের মুক্ত প্রান্তে যদি P পরিমাণ পয়েন্ট লোড প্রযুক্ত হয় এবং বীমের স্প্যান L হয়, তবে ফিক্সড প্রান্তে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান হবে P × L (PL)।

[পৃষ্ঠাঃ ৬৩৭, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪২. নির্মাণ শিল্পে চুন পাথরের প্রধান ব্যবহার কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) বন্ধনকারী উপাদান হিসেবে
B) এগ্রিগেট হিসেবে
C) সিমেন্ট তৈরীর জন্য
D) ইট তৈরীর জন্য
উত্তর: C) সিমেন্ট তৈরীর জন্য
ব্যাখ্যাঃ নির্মাণ শিল্পে চুন পাথর (limestone) প্রধানত সিমেন্ট তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এটি পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদান।

[পৃষ্ঠাঃ ২৭, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৩. সিমেন্টে জিপসাম যোগ করার উদ্দেশ্য কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) সেটিং টাইম বৃদ্ধি করা
B) সেটিং টাইম কমানো
C) পানির পরিমান কমানো
D) শক্তি বৃদ্ধি করা
উত্তর: A) সেটিং টাইম বৃদ্ধি করা
ব্যাখ্যাঃ সিমেন্টের সাথে জিপসাম যোগ করা হয় যাতে এটি দ্রুত জমে না যায়। জিপসাম সিমেন্টের সেটিং টাইমকে বিলম্বিত করে, ফলে কংক্রিট মিশ্রিত করার পর কাজ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

[পৃষ্ঠাঃ ২৪৮, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৪. শক্তিশালী কংক্রিট উৎপাদনের জন্য আদর্শ পানি-সিমেন্ট অনুপাত কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ০.২
B) ০.৪
C) ০.৮
D) ১.০
উত্তর: B) ০.৪
ব্যাখ্যাঃ শক্তিশালী এবং টেকসই কংক্রিট উৎপাদনের জন্য সাধারণত ০.৪ থেকে ০.৫ এর মধ্যে পানি-সিমেন্ট অনুপাত (Water-Cement Ratio) আদর্শ বলে বিবেচিত হয়। ০.৪ একটি ভালো গড় মান।

[পৃষ্ঠাঃ ১৪৯, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৫. বিটুমিনের কঠোরতা পরিমাপ করার জন্য কোন পরীক্ষা করা হয়? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) Penetration Test
B) Ductility Test
C) Softening Test
D) Flash Point Test
উত্তর: A) Penetration Test
ব্যাখ্যাঃ বিটুমিনের কঠোরতা (Hardness) পরিমাপ করার জন্য Penetration Test (পেনিট্রেশন টেস্ট) করা হয়। এই পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট ওজনের সুঁচ নির্দিষ্ট সময় ধরে বিটুমিনে কতটুকু প্রবেশ করে তা মাপা হয়।

[পৃষ্ঠাঃ ১৩, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৬. কনক্রিটের জন্য সিমেন্টের পরিমান হিসাব করার ব্যবহৃত ফর্মুলা কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) Volume = Length x width x Depth
B) Volume = Length x Width x Height
C) Volume = Cement ratio x Total concrete volume
D) Volume = Cement weight x Total cement volume
উত্তর: C) Volume = Cement ratio x Total concrete volume
ব্যাখ্যাঃ কংক্রিটের জন্য সিমেন্টের পরিমাণ হিসাব করার সময় সাধারণত মিশ্রণ অনুপাত (যেমন ১:২:৪) এবং মোট কংক্রিটের আয়তনের উপর নির্ভর করে। সিমেন্ট রেশিওকে মোট কংক্রিট আয়তন দিয়ে গুণ করে সিমেন্টের আনুমানিক আয়তন পাওয়া যায়।

[পৃষ্ঠাঃ ১৪৯, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৭. Shear strength-এর একক কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) প্যাসকেল
B) নিউটন
C) মিটার
D) জুল
উত্তর: A) প্যাসকেল
ব্যাখ্যাঃ Shear strength (শিয়ার শক্তি) হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল শিয়ার বল। বলের একক নিউটন (N) এবং ক্ষেত্রফলের একক বর্গমিটার (m
²), তাই এর একক N/m²। N/m² হলো প্যাসকেল (Pa)।

[পৃষ্ঠাঃ ১৮৮, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৮. মাটি পরীক্ষায় SPT এর পূর্ণরূপ কোনটি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) Standard plate Test
B) Standard Penetration Test
C) Shear Penetration Test
D) Soil Pressure Test
উত্তর: B) Standard Penetration Test
ব্যাখ্যাঃ মাটি পরীক্ষায় SPT এর পূর্ণরূপ হলো Standard Penetration Test
এটি মাটির ভারবহন ক্ষমতা এবং ঘনত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

[পৃষ্ঠাঃ ৪১০ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪৯. ভিত্তি প্রকৌশলে 'Settlement' শব্দটি দ্বারা কী বুঝায়? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) লোডের কারনে ভিত্তি নিমজ্জন
B) ভিত্তির উপরের দিকে অগ্রসর হওয়া
C) ভিত্তির পার্শ্বিক স্থানচ্যুতি
D) ভিত্তির নিচে পানির স্তরের হ্রাস
উত্তর: A) লোডের কারনে ভিত্তি নিমজ্জন
ব্যাখ্যাঃ ভিত্তি প্রকৌশলে 'Settlement' বলতে কোনো কাঠামোর ভিত্তির উপর লোড প্রয়োগের ফলে মাটি সংকুচিত হয়ে ভিত্তির নিচের দিকে দেবে যাওয়াকে বোঝায়।

[পৃষ্ঠাঃ ১৮৭, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫০. নিম্নলিখিত কোনটি M২০ গ্রেড কংক্রিটের স্টান্ডার্ড মিক্স অনুপাত (সিমেন্ট: বালু: পাথর)? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ১:৩:৬
B) ১:১.৫:৩
C) ১:২:৪
D) ১:৪:৮
উত্তর: B) ১:১.৫:৩
ব্যাখ্যাঃ M২০ গ্রেড কংক্রিটের স্ট্যান্ডার্ড মিক্স অনুপাত হলো ১:১.৫:৩ (সিমেন্ট: বালু: পাথর)। এটি মানে ১ ভাগ সিমেন্ট, ১.৫ ভাগ বালু এবং ৩ ভাগ পাথর।

[পৃষ্ঠাঃ ২৪৭, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫১. আবাসিক ভবনের সিঁড়িতে সিঁড়ির স্টেপের জন্য মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন প্রস্থ কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) ২৫ সে.মি
B) ৩০ সে.মি
C) ৩৫ সে.মি
D) ৪০ সে.মি
উত্তর: A) ২৫ সে.মি (এটি ট্রেড এর জন্য সর্বনিম্ন মান হতে পারে)
ব্যাখ্যাঃ আবাসিক ভবনের সিঁড়িতে সিঁড়ির স্টেপের ট্রেড (যেখানে পা রাখা হয়) এর জন্য সাধারণত সর্বনিম্ন ২৫ সেমি (১০ ইঞ্চি) প্রস্থের মানদণ্ড অনুসরণ করা হয়।

[পৃষ্ঠাঃ ২৫৭, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫২. আবাসিক ভবনের অভ্যন্তরের ওয়াল প্লাস্টারিং-এ চুন কেন ব্যবহার করা হয়? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
A) এটি দ্রুত শক্ত হয়
B) এটি একটি মসৃণ ফিনিশিং দেয়
C) এটি অধিক পানি শোষণ করে
D) এটি দেয়ালকে শ্বাস নিতে সাহায্য করে
উত্তর: B) এটি একটি মসৃণ ফিনিশিং দেয়
ব্যাখ্যাঃ চুন ব্যবহার করলে প্লাস্টার মিশ্রণটি তুলনামূলকভাবে বেশি কাজযোগ্য
(workable) হয় এবং সহজে সমানভাবে ছড়িয়ে যায়। এটি দেয়ালে মসৃণ ও আকর্ষণীয় ফিনিশিং প্রদান করে, যা অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য উপযোগী।

[পৃষ্ঠাঃ ২৬৪, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫৩. WHO নির্দেশিকা অনুযায়ী পানযোগ্য পানির আদর্শ PH সীমা কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) ৫.৫-৬.৫
খ) ৬.৫-৮.৫
গ) ৭.০-৯.০
ঘ) ৮.০-১০.০
উত্তর: খ) ৬.৫-৮.৫
ব্যাখ্যাঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্দেশিকা অনুযায়ী, পানযোগ্য পানির আদর্শ pH সীমা হলো ৬.৫ থেকে ৮.৫। এই সীমার মধ্যে পানি পান করার জন্য নিরাপদ বলে বিবেচিত হয়।

[পৃষ্ঠাঃ ১২, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

৫৪. দুই লেনের সড়কের মানসম্পন্ন প্রস্থ কত মিটার? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) ৬ মিটার
খ) ৭ মিটার
গ) ৮ মিটার
ঘ) ১০ মিটার
উত্তর: B) ৭ মিটার
ব্যাখ্যাঃ সাধারণত, দুই লেনের একটি সড়কের জন্য মানসম্পন্ন প্রস্থ ৭ মিটার (প্রতি লেনের জন্য ৩.৫ মিটার) বিবেচনা করা হয়। এটি যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে।

 

[পৃষ্ঠাঃ ৩৬২, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫৫. বীমে শিয়ার ফোর্স কী নির্দেশ করে? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) বেন্ডিং এর প্রতি প্রতিরোধ
খ) এক্সিয়াল লোডের প্রতি প্রতিরোধ শক্তি
গ) ক্রস সেকশনের সমান্তরাল অভ্যন্তরীন শক্তি
ঘ) বীমে প্রয়োগিক মোট লোড
উত্তর: গ) ক্রস সেকশনের সমান্তরাল অভ্যন্তরীন শক্তি
ব্যাখ্যাঃ একটি বীমে শিয়ার ফোর্স (Shear Force) হলো বীমের ক্রস-সেকশনের সমান্তরালভাবে ক্রিয়াশীল অভ্যন্তরীন শক্তি যা বীমকে Shear বা কর্তন করার প্রবণতা সৃষ্টি করে।

[পৃষ্ঠাঃ ৬৩৫, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫৬. এস আই (SI) পদ্ধতিতে কাজের একক কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) জুল
খ) ওয়াট
গ) নিউটন
ঘ) কিলোগ্রাম
উত্তর: ক) জুল
ব্যাখ্যাঃ এস আই (SI) পদ্ধতিতে কাজের (Work) একক হলো জুল (Joule)
এক নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর এক মিটার সরণ হলে যে কাজ হয়, তাকে এক জুল বলে।

[পৃষ্ঠাঃ ৫৮১, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫৭. PWD-এর মান অনুযায়ী হাতে তৈরী ইটের স্ট্যান্ডার্ড সাইজ কত? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) ১০০ x ৫" x ৩"
খ) ৯.৫" x ৪.৫" x ২.৭৫"
গ) ৯.৭৫" x ৪.৭৫" x ২.৭৫"
ঘ) ৯" x ৪" x ২.৫"
উত্তর: খ) ৯.৫" x ৪.৫" x ২.৭৫"
ব্যাখ্যাঃ বাংলাদেশে PWD (Public Works Department) এর মান অনুযায়ী হাতে তৈরি বা প্রথম শ্রেণীর ইটের স্ট্যান্ডার্ড সাইজ হলো ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি x ২.৭৫ ইঞ্চি

[পৃষ্ঠাঃ ১২৯, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫৮. হুকের সূত্র (Hooke's Law) নিম্নের কোনটিকে বোঝায়? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) পীড়ন বিকৃতির বিপরীত অনুপাতিক
খ) পীড়ন বিকৃতির সমানুপাতিক
গ) পীড়ন বিকৃতির সমান
ঘ) পীড়ন বিকৃতি থেকে স্বাধীন
উত্তর: খ) পীড়ন বিকৃতির সমানুপাতিক
ব্যাখ্যাঃ হুকের সূত্র অনুযায়ী, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন (Stress) বিকৃতির (Strain) সমানুপাতিক। অর্থাৎ, পীড়ন বাড়লে বিকৃতিও আনুপাতিক হারে বাড়ে।

[পৃষ্ঠাঃ ৬৩২, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫৯. একটি বীম-এ বেন্ডিং স্ট্রেস হিসাব করার সূত্র কোনটি? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]

ক) σ = M/A
খ) σ = F/A
গ) σ = My/I
ঘ) σ = I/M
উত্তর: C) σ = My/I
ব্যাখ্যাঃ একটি বীমে বেন্ডিং স্ট্রেস (Bending Stress) হিসাব করার সূত্র হলো σ = My/I, যেখানে M হলো বেন্ডিং মোমেন্ট, y হলো নিউট্রাল অক্ষ থেকে দূরত্বের পরিমাপ এবং I হলো জ্যামিতিক জড়তার মোমেন্ট (Moment of Inertia)

[পৃষ্ঠাঃ ৬৩৭, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৬০. মাটির ভারবহন ক্ষমতার সাধারণ একক কী? [জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং-২০২৫]
ক) N/m²
খ) kg/m ²
গ) kN/m²
ঘ) m³
উত্তর: C) kN/m²
ব্যাখ্যাঃ মাটির ভারবহন ক্ষমতা (Bearing Capacity) সাধারণত প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল দ্বারা প্রকাশ করা হয়। এসআই (SI) পদ্ধতিতে এর সাধারণ একক হলো কিলো-নিউটন প্রতি বর্গমিটার (kN/m²)

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

[পৃষ্ঠাঃ ৪১৫, রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।