মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা-2025
উপ-সহকারী প্রকৌশলী (B/R), সিভিল ডিপার্টমেন্ট
Date: 15 February 2025
Solved by Himalay Sen, PWD
Total Marks: 80 Time: 1 Hour
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]
নন-ডিপার্টমেন্ট পার্টঃ
১. "আমি কিংবদন্তীর কথা বলছি” এর রচয়িতা কে? [MES - 2025]
A. সিকান্দার আবু জাফর
B. আবু জাফর ওবায়দুল্লাহ্
C. ফররুখ আহমদ
D. আহসান হাবীব
উত্তর: B. আবু জাফর ওবায়দুল্লাহ্
ব্যাখ্যা: কবি আবু জাফর ওবায়দুল্লাহ্ এর লেখা ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ একটি বিখ্যাত কবিতা, যেখানে তিনি বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগকে তুলে ধরেছেন।
২. "চাঁদমুখ” কোন সমাসের উদাহরণ? [MES - 2025]
A. অব্যয়ীভাব
B. তৎপুরুষ
C. কর্মধারয়
D. বহুব্রীহি
উত্তর: C. কর্মধারয়
ব্যাখ্যা: "চাঁদমুখ" শব্দটি সমাস বিশ্লেষণ করলে দেখে যায় যে এটি কর্মধারয় সমাসের উদাহরণ। চাঁদ + মুখ = চাঁদমুখ এখানে "চাঁদ" উপমেয় ও "মুখ" উপমান। এটি একটি উপমাসূচক কর্মধারয় সমাস, যেখানে মুখকে চাঁদের মতো সুন্দর বলা হয়েছে। অর্থ: চাঁদের মতো উজ্জ্বল বা সুন্দর মুখ।
৩. নিচের কোনটি অপাদান কারকের উদাহরণ? [MES - 2025]
A. পাপে বিরত হও
B. আমরা বল খেলি
C. তিলে তেল আছে
D. লোকে বলে
উত্তর: A. পাপে বিরত হও
ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত এবং যা দেখে কেউ বীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন - পাপে বিরত হও।
৪. বাংলা ছোট গল্পের জনক কে? [MES - 2025]
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. মাইকেল মধুসূদন দত্ত
C. কাজী নজরুল ইসলাম
D. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: A. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: বাংলা ছোটগল্পের জনক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে গণ্য করা হয়। তাঁর লেখা "ছুটি", "কাবুলিওয়ালা" প্রভৃতি ছোটগল্প বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে।
৫. "ব্যর্থ" শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো- [MES - 2025]
A. বি+আর্থ
B. ব্য+অর্থ
C. বি+অর্থ
D. ব্যা+অর্থ
উত্তর: C. বি+অর্থ
ব্যাখ্যা: এখানে ‘ব্যর্থ’ শব্দটি ‘বি’ উপসর্গ এবং ‘অর্থ’ শব্দের সংযোগে গঠিত হয়েছে।
৬. "আমার জ্বর জ্বর লাগছে"-"জ্বর জ্বর" শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলা হয়- [MES - 2025]
A. দ্বিরুক্ত শব্দ
B. সমার্থক শব্দ
C. যুগ্ম শব্দ
D. শব্দন্বিত
উত্তর: A. দ্বিরুক্ত শব্দ
ব্যাখ্যা: যা দুইবার বলা হয়েছে। বাংলা ভাষায় অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রকাশ করে। কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন- 'আমার জ্বর জ্বর লাগছে।
৭. "নিন্দা করার ইচ্ছা" এর বাক্য সংকোচন কোনটি? [MES - 2025]
A. জুগুলু
B. জুগুপ্সা
C. জিগীষা
D. জিহীর্যা
উত্তর: B. জুগুপ্সা
ব্যাখ্যা: নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা। নিন্দার যোগ্য, যাতে নিন্দা হয় – নিন্দনীয় ।
৮. 'এ মাটি সোনার বাড়া'-এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে? [MES - 2025]
A. বিশেষণের অতিশায়ন
B. রূপবাচক বিশেষ্য
C. উপাদানবাচক বিশেষ্য
D. বিধেয় বিশেষণ
উত্তর: A. বিশেষণের অতিশায়ন
ব্যাখ্যা: ”এ মাটি সোনার বাড়া” - এ উদ্ধৃতিতে “সোনা” বিশেষণের অতিশায়ন অর্থে ব্যবহার করা হয়েছে । বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তাকে বিশেষণের অতিশায়ন বলে । এ ধরনের বিশেষণ প্রকাশে কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তিই চেয়ে, থেকে প্রভৃতি শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় । যেমন - এ মাটি সোনার বাড়া।
৯. "বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন" কোন ধরনের বাচ্যের উদাহরণ? [MES - 2025]
A. ভাববাচ্য
B. কর্মবাচ্য
C. কর্মকর্তা বাচ্য
D. কর্তাবাচ্য
উত্তর: B. কর্মবাচ্য
ব্যাখ্যা: যখন বাক্যে ব্যবহৃত কর্ম প্রধান হয়ে ওঠে এবং কর্তার চেয়ে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক মূখ্য হয়ে ওঠে বলে মনে হয়, তখন ক্রিয়াপদটি কর্মবাচ্যের ক্রিয়া (Passive Voice) বলা হয়। সুতরাং এটি কর্মবাচ্যের উদাহরণ।
১০. 'White elephant' এর সঠিক অনুবাদ কোনটি? [MES - 2025]
A. সাদা হাতি
B. সুলভ
C. কষ্টকর
D. ব্যয়বহুল
উত্তর: D. ব্যয়বহুল
ব্যাখ্যা: ইংরেজি প্রবাদ ‘White elephant’ বলতে বোঝানো হয় এমন কিছু যা অত্যন্ত ব্যয়বহুল কিন্তু কার্যত অপ্রয়োজনীয় বা অপ্রয়োগযোগ্য।
[বইঃ English For Exam বই]
১১. The river goes ...... the village. [MES - 2025]
A. by
B. through
C. across
D. at
উত্তর: B. through
ব্যাখ্যা: ‘Through’ ব্যবহার করা হয় যখন কোনো কিছু ভেতর দিয়ে প্রবাহিত হয়। নদী যদি গ্রামটির মাঝ দিয়ে বয়ে যায়, তাহলে ‘through’ সঠিক উত্তর।
[বইঃ English For Exam বই]
১২. 'Look forward' means [MES - 2025]
A. examine
B. take care of
C. find out
D. expect with pleasure
উত্তর: D. expect with pleasure
ব্যাখ্যা: ‘Look forward’ মানে আনন্দের সাথে আগত কোনো কিছু প্রত্যাশা করা বা অপেক্ষা করা।
[বইঃ English For Exam বই]
১৩. The plane will take ...... at 7pm. [MES - 2025]
A. on
B. over
C. at
D. off
উত্তর: D. off
ব্যাখ্যা: ‘Take off’ একটি Phrasal verb যার অর্থ উড়োজাহাজের উড্ডয়ন বা যাত্রা শুরু করা।
[বইঃ English For Exam বই]
১৪. 'সাফল্যের কোন সহজ পথ নেই'...... in English [MES - 2025]
A. A success is not quickly achieved.
B. There is no fast success.
C. There is no shortcut to success.
D. There is no short path to success.
উত্তর: C. There is no shortcut to success.
ব্যাখ্যা: ‘Shortcut to success’ বলতে বোঝায় সহজভাবে সাফল্য অর্জনের পথ নেই।
[বইঃ English For Exam বই]
১৫. The correct meaning of 'At home' is- [MES - 2025]
A. Within house
B. Expert
C. Powerful
D. Clear Cut
উত্তর: B. Expert
ব্যাখ্যা: ‘At home’ এর অর্থ কোনো বিষয়ে দক্ষ বা অভ্যস্ত হওয়া।
[বইঃ English For Exam বই]
১৬. Which one is the antonym of 'Precise'? [MES - 2025]
A. Incorrect
B. Indecent
C. Indistinct
D. Vague
উত্তর: D. Vague
ব্যাখ্যা: ‘Precise’ মানে স্পষ্ট বা নির্ভুল, আর ‘Vague’ মানে অস্পষ্ট বা অনির্দিষ্ট, যা তার বিপরীত।
[বইঃ English For Exam বই]
১৭. The synonym of 'Vacant' is [MES - 2025]
A. Blank
B. Engaged
C. Busy
D. Full
উত্তর: A. Blank
ব্যাখ্যা: ‘Vacant’ মানে ফাঁকা বা খালি, যা ‘Blank’ শব্দের সমার্থক।
[বইঃ English For Exam বই]
১৮. Which of the following sentence is correct? [MES - 2025]
A. Any of the three pen will do
B. Any of the three pens will do
C. Either of the three pen will do
D. Either of the three pens will do
উত্তর: B. Any of the three pens will do
ব্যাখ্যা: ‘Any of’ বহুবচন শব্দের আগে ব্যবহৃত হয়, তাই ‘pens’ সঠিক।
[বইঃ English For Exam বই]
১৯. To ride well requires practice. (Identify the underlined phrase). [MES - 2025]
A. Adjective phrase
B. Noun phrase
C. Adverb phrase
D. Conjunction phrase
উত্তর: B. Noun phrase
ব্যাখ্যা: এখানে ‘To ride well’ একটি Noun phrase যা বাক্যের কর্তা হিসেবে কাজ করছে।
[বইঃ English For Exam বই]
২০. Which one of the following sentences is a simple sentence? [MES - 2025]
A. In spite of his poverty he is happy
B. I know that he is rich
C. Do or die
D. I respect him as he loves me
উত্তর: A. In spite of his poverty he is happy
ব্যাখ্যা: Simple sentence এ একটিই প্রধান clause থাকে এবং এটি স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
[বইঃ English For Exam বই]
২১. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? [MES - 2025]
A. কক্সবাজার
B. নোয়াখালী
C. বরগুনা
D. ভোলা
উত্তর: A. কক্সবাজার
ব্যাখ্যা: কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র।
২২. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? [MES - 2025]
A. বেতাগী, বরগুনা
B. ফুলতলা, খুলনা
C. সুন্দরগঞ্জ, গাইবান্ধা
D. টঙ্গী, গাজীপুর
উত্তর: C. সুন্দরগঞ্জ, গাইবান্ধা
ব্যাখ্যা: গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থিত তিস্তা সোলার লিমিটেডের ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র।
২৩. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? [MES - 2025]
A. বুড়িমারী
B. জাফলং
C. সোনা মসজিদ
D. বেনাপোল
উত্তর: D. বেনাপোল
ব্যাখ্যা: যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দরটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।
২৪. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী? [MES - 2025]
A. ওরিয়েন্টাল এক্সপ্রেস
B. ট্রান্স কানাডিয়ান রেলওয়ে
C. ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
D. ইউরো এক্সপ্রেস
উত্তর: C. ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
ব্যাখ্যা: বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম হলো ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ (Trans-Siberian Railway)। এই রেলপথটি রাশিয়ার মস্কো থেকে শুরু হয়ে পূর্বদিকে ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য প্রায় ৯,২৮৯ কিলোমিটার (৫,৭৭২ মাইল)। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘতম রেলপথ, যা এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন করে।
২৫. কোন দেশে সমুদ্র বন্দর নেই? [MES - 2025]
A. মালদ্বীপ
B. নেপাল
C. গ্রীস
D. ভেনেজুয়েলা
উত্তর: B. নেপাল
ব্যাখ্যা: নেপাল একটি স্থলবেষ্টিত দেশ, যার সমুদ্রের সাথে সরাসরি কোনো সংযোগ নেই।
২৬. সৌর শক্তি দিয়ে চালিত পৃথিবীর প্রথম রেলওয়ে টানেল কোন দেশে অবস্থিত? [MES - 2025]
A. জাপান
B. ফ্রান্স
C. বেলজিয়াম
D. জার্মানি
উত্তর: C. বেলজিয়াম
ব্যাখ্যা: বেলজিয়ামে অবস্থিত বিশ্বের প্রথম সৌর শক্তি চালিত রেলওয়ে টানেলটি ২০১১ সালে চালু হয়।
২৭. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? [MES - 2025]
A. লাইবেরিয়া
B. কঙ্গো
C. সুদান
D. সিয়েরা লিয়ন
উত্তর: A. লাইবেরিয়া
ব্যাখ্যা: বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়।
২৮. পৃথিবীর দীর্ঘতম টানেল কোন দেশে অবস্থিত? [MES - 2025]
A. চীন
B. সুইজারল্যান্ড
C. ফ্রান্স
D. জাপান
উত্তর: B. সুইজারল্যান্ড
ব্যাখ্যা: সুইজারল্যান্ডে অবস্থিত গটহার্ড বেস টানেলটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল, যা প্রায় ৫৭ কিলোমিটার দীর্ঘ।
২৯. পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সেতু রয়েছে? [MES - 2025]
A. যুক্তরাষ্ট্র
B. চীন
C. জাপান
D. ফ্রান্স
উত্তর: B. চীন
ব্যাখ্যা: চীনে বিশ্বের সবচেয়ে বেশি সেতু রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছে।
৩০. এশিয়া ও ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে? [MES - 2025]
A. পক
B. জিব্রাল্টার
C. বেরিং
D. দার্দানেলিস
উত্তর: D. দার্দানেলিস
ব্যাখ্যা: দার্দানেলিস প্রণালী এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করে এবং এটি তুরস্কে অবস্থিত।
ডিপার্টমেন্ট পার্টঃ
৩১. একটি বিল্ট-আপ (built-up) সম্পত্তির দরকারী জীবনের শেষে ভেঙ্গে ফেলা ছাড়াই আনুমানিক মূল্যকে বলা হয়- [MES - 2025]
A. Scrap value
B. Salvage value
C. Market value
D. Depreciable value
উত্তর: B. Salvage value
ব্যাখ্যা: কোনো সম্পত্তির নির্দিষ্ট মেয়াদ শেষে অবশিষ্ট আনুমানিক মূল্যের পরিমাণকে Salvage Value বলা হয়, যা পুনরায় বিক্রির জন্য উপযুক্ত হতে পারে।
অতিরিক্ত তথ্যঃ
1. Salvage Value হলো কার্যকরী জীবন শেষে অবশিষ্ট মূল্য, যা পুনরায় বিক্রয়যোগ্য।
2. এটি Scrap Value থেকে আলাদা, কারণ Scrap Value সম্পূর্ণ ভাঙ্গার উপাদান হিসেবে ধরা হয়।
3. এটি প্রকল্প ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, ও বিনিয়োগ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩২. বীম, কলাম ইত্যাদি মেম্বারের প্লাস্টারের জন্য মর্টার/মসলার অনুপাত- [MES - 2025]
A. 1:6
B. 1:4
C. 1:3
D. 1:2
উত্তর: B. 1:4
ব্যাখ্যা: বীম, কলাম, সিলিং ইত্যাদি প্লাস্টারের জন্য সাধারণত সিমেন্ট ও বালুর অনুপাত ১:৪ ব্যবহৃত হয়, যাতে প্লাস্টার শক্তিশালী ও মসৃণ হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৩. প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি? [MES - 2025]
A. Tendering Authority
B. Planning Commission
C. Construction Supervision
D. Material Testing
উত্তর: B. Planning Commission
ব্যাখ্যা: প্রকল্পের অনুমোদন ও পরিকল্পনার দায়িত্ব Planning Commission-এর ওপর বর্তায়, যা বিভিন্ন প্রকল্পের বাজেট ও বাস্তবায়ন পর্যালোচনা করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৪. ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধ ও তাপ প্রতিরোধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? [MES - 2025]
A. সিমেন্ট কংক্রিট
B. বিটুমিনাস কংক্রিট
C. লাইম কংক্রিট
D. কোনটিই নয়
উত্তর: C. লাইম কংক্রিট
ব্যাখ্যা: ছাদের পানিরোধক ও তাপ প্রতিরোধক আবরণ তৈরির জন্য লাইম কংক্রিট ব্যবহৃত হয়, যা জলরোধী ও তাপ নিরোধক বৈশিষ্ট্যসম্পন্ন।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৫. সিমেন্ট মসলা দ্বারা গাথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়? [MES - 2025]
A. 2 মিটার
B. 1.5 মিটার
C. 1 মিটার
D. 0.5 মিটার
উত্তর: B. 1.5 মিটার
ব্যাখ্যা: গাঁথুনির গুণগত মান বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ১.৫ মিটার উচ্চতায় গাঁথুনির কাজ করা উচিত। এর বেশি হলে গাঁথুনির স্থায়িত্ব কমতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৬. Slump Test-এ Concrete-এর প্রতিটি স্তরকে কিভাবে কমপেক্ট করা হয়? [MES - 2025]
A. 5/8 inch dia রড দিয়ে ২০ বার
B. 5/8 inch dia রড দিয়ে ২৫ বার
C. 3/4 inch dia রড দিয়ে ২০ বার
D. 3/4 inch dia রড দিয়ে ২৫ বার
উত্তর: B. 5/8 inch dia রড দিয়ে ২৫ বার
ব্যাখ্যা: Slump Test-এ 5/8 inch ব্যাসার্ধের রড ব্যবহার করে প্রতিটি স্তরকে ২৫ বার কমপেক্ট করা হয়, যাতে কংক্রিটের ঘনত্ব ঠিক থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৭. D.P.C কোথায় ব্যবহৃত হয়? [MES - 2025]
A. Ground level
B. Plinth level
C. Floor level
D. Beam level
উত্তর: B. Plinth level
ব্যাখ্যা: Damp Proof Course (DPC) প্রধানত Plinth Level-এ ব্যবহৃত হয়, যা ভবনের নিচের অংশকে আর্দ্রতা থেকে রক্ষা করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৮. প্রোকিউরমেন্ট কন্ট্রোলের প্রক্রিয়া কিসের অন্তর্ভুক্ত? [MES - 2025]
A. প্লানিং
B. ক্লোজিং
C. মনিটরিং ও কন্ট্রোল
D. অপারেশন
উত্তর: C. মনিটরিং ও কন্ট্রোল
ব্যাখ্যা: Procurement Control প্রক্রিয়াটি মনিটরিং ও কন্ট্রোল ধাপে অন্তর্ভুক্ত, যেখানে ক্রয়কৃত উপকরণের গুণগত মান, পরিমাণ ও কার্যকারিতা যাচাই করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৩৯. Septic Tank-এর দুই কক্ষের (Chamber) মাঝের দেয়ালকে কী বলে? [MES - 2025]
A. Wing wall
B. Whope wall
C. Retaining wall
D. Baffle wall
উত্তর: D. Baffle wall
ব্যাখ্যা: Septic Tank-এর দুটি চেম্বারের মধ্যে থাকা দেয়ালটি Baffle Wall নামে পরিচিত, যা কঠিন পদার্থকে ফিল্টার করে তরল অংশকে অন্য চেম্বারে প্রবাহিত হতে সাহায্য করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪০. পানির Disinfection বা জীবাণুমুক্তকরণ কী দিয়ে করা হয়? [MES - 2025]
A. ক্লোরিন
B. অতিবেগুনি রশ্মি
C. ওজোন
D. সবকটি
উত্তর: D. সবকটি
ব্যাখ্যা: পানির জীবাণুমুক্তকরণের জন্য ক্লোরিন, অতিবেগুনি রশ্মি (UV) এবং ওজোন ব্যবহার করা হয়, যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪১. বাংলাদেশের মানমাত্রা অনুযায়ী খাবার পানিতে আর্সেনিক এর সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা- [MES - 2025]
A. 10 ppb
B. 50 ppb
C. 30 ppb
D. 40 ppb
উত্তর: B. 50 ppb
ব্যাখ্যা: বাংলাদেশে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ৫০ পিপিবি (ppb) নির্ধারণ করা হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মান ১০ পিপিবি থেকে বেশি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪২. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ২০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭০% হলে এর অর্ধক্ষমতা কত? [MES - 2025]
A. 380.95 HP
B. 6.35 HP
C. 5.60 HP
D. 7.21 HP
উত্তর: B. 6.35 HP
ব্যাখ্যা: হর্সপাওয়ার গণনা করার জন্য নিচের সূত্র ব্যবহার করা হয়: HP = mh/(75 ×t×Efficiency) সঠিক গণনার মাধ্যমে ৬.৩৫ HP পাওয়া যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৩. নিষ্কাশন ব্যবস্থায় যে পাইপ গ্যাস চলাচলের ব্যবস্থা করে তাকে কি বলা হয়? [MES - 2025]
A. Vent pipe
B. Soil pipe
C. Invert pipe
D. Gas pipe
উত্তর: A. Vent pipe
ব্যাখ্যা: Vent pipe নিষ্কাশন ব্যবস্থায় গ্যাস চলাচলের জন্য ব্যবহৃত হয়, যা পাইপলাইনে বায়ুর চাপ ঠিক রাখে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৪. স্পাইরাল কলামে ১৬ মি.মি. ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা হয়? [MES - 2025]
A. ৪
B. ৫
C. ৬
D. ৮
উত্তর: C. ৬
ব্যাখ্যা: ACI ও BNBC কোড অনুযায়ী, স্পাইরাল কলামে অন্তত ৬টি রড ব্যবহার করতে হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৫. ACI/BNBC নতুন কোড অনুসারে Cantilever slab এর ন্যূনতম পুরুত্ব- [MES - 2025]
A. L/30
B. L/24
C. L/10
D. L/8
উত্তর: C. L/10
ব্যাখ্যা: BNBC ও ACI কোড অনুসারে Cantilever Slab-এর ন্যূনতম পুরুত্ব L/10 হওয়া উচিত।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৬. ৪০ গ্রেড রডের Ultimate strength কত? [MES - 2025]
A. 400 MPa
B. 250 MPa
C. 275 MPa
D. 325 MPa
উত্তর: A. 400 MPa
ব্যাখ্যা: ৪০ গ্রেড স্টিলের আলটিমেট স্ট্রেংথ ৪০০ MPa হয়, যা তার প্রসারণ ক্ষমতা নির্দেশ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৭. একটি ৩ মিটার লম্বা ও ২০ মি.মি. ব্যাসের Circular কলামের দুই-প্রান্ত আবদ্ধ হলে ক্রিটিকাল লোড কত? [MES - 2025]
Modulus of Elasticity = 29000 kip/in²
A. 249774 lb
B. 999098 lb
C. 499549 lb
D. 62443 lb
উত্তর: C. 499549 lb
ব্যাখ্যা: Eulers' Buckling Load Formula P_cr=(π^2 EI)/(Leffective)^2 প্রয়োগ করে 499549 lb পাওয়া যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৮. একটি T আকৃতির বীমে শিয়ার ফোর্স প্রযুক্ত হলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস হবে- [MES - 2025]
A. section এর উপরের ফাইবারে
B. ওয়েব ও ফ্ল্যাঞ্জের মধ্যবর্তী স্থানে
C. section এর নিরপেক্ষ তলে
D. section এর সর্বনিম্ন ফাইবারে
উত্তর: B. ওয়েব ও ফ্ল্যাঞ্জের মধ্যবর্তী স্থানে
ব্যাখ্যা: T-section Beam এ শিয়ার ফোর্স প্রযুক্ত হলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস ওয়েব ও ফ্ল্যাঞ্জের সংযোগস্থলে হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৪৯. একটি Cantilever বীমের দৈর্ঘ্য L, মুক্ত প্রান্তে একটি পয়েন্ট লোড W হলে, সর্বোচ্চ ডিফ্লেকশন- [MES - 2025]
A. (WL^4)/8EI
B. (WL^3)/4EI
C. (WL^3)/3EI
D. (WL^4)/6EI
উত্তর: C. (WL^3)/3EI
ব্যাখ্যা: Cantilever beam-এর Maximum Deflection δ_max =(WL^3)/3EI সূত্র প্রয়োগ করলে পাওয়া যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫০. ভূমিকম্পের সময় কোন ধরণের বল উৎপন্ন হয়? [MES - 2025]
A. Vertical shear
B. Bending moment
C. Horizontal shear
D. Combination of horizontal and vertical shear
উত্তর: D. Combination of horizontal and vertical shear
ব্যাখ্যা: ভূমিকম্পের ফলে ভবনে অনুভূমিক ও উল্লম্ব উভয় প্রকারের শিয়ার ফোর্স (Horizontal & Vertical Shear) তৈরি হয়, যা ভবনের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫১. A ও B দুই বিন্দুর দূরত্ব যথাক্রমে ৪ m ও ১৬ m হলে, ৬০ m উচ্চতা ভূমি থেকে নতির (slope) পরিমাণ কত? [MES - 2025]
A. 0.20
B. 0.33
C. 5
D. 0.27
উত্তর: C. 5
ব্যাখ্যা: Slope = (উচ্চতার পার্থক্য)/(দূরত্ব পার্থক্য) = 60/(16-4) = 5
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫২. একটি ৪ মিটার দৈর্ঘ্যের ক্যান্টিলিভার বীমের উপর সমভাবে বিস্তৃত আরোপিত লোড ৩ kN/m হলে, আবদ্ধ সাপোর্টে shear force কত? [MES - 2025]
A. ১৮ kN
B. ৬ kN
C. ১২ kN
D. ৩ kN
উত্তর: C. ১২ kN
ব্যাখ্যা: Shear Force (SF) এর সূত্র: SF= w×L = ১২ kN
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৩. একটি আয়তক্ষেত্রাকার বীমের ভূমি ১'-৪" এবং উচ্চতা ২'-৬" হলে, প্রধান অক্ষের ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? [MES - 2025]
A. 1.63 ft
B. 1.73 ft
C. 0.49 ft
D. 1 ft
উত্তর: B. 1.73 ft
ব্যাখ্যা: আয়তক্ষেত্রের Moment of Inertia সূত্র: I= (bh^3)/12 প্রয়োগ করে ১.৭৩ ft পাওয়া যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৪. SPT test -এ hammer টি কত উচ্চতা থেকে ফেলা হয়? [MES - 2025]
A. ৩০ ইঞ্চি
B. ২৪ ইঞ্চি
C. ২৮ ইঞ্চি
D. ২৫ ইঞ্চি
উত্তর: A. ৩০ ইঞ্চি
ব্যাখ্যা: Standard Penetration Test (SPT)-এ ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ১৪০ পাউন্ড ওজনের হাতুড়ি ফেলা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৫. মৃত্তিকার শিয়ার স্ট্রেন্থ নির্ণয়ে কি পরীক্ষা করা হয়? [MES - 2025]
A. Direct shear test
B. Triaxial compression test
C. Vane shear test
D. All of the mentioned
উত্তর: D. All of the mentioned
ব্যাখ্যা: মাটির Shear Strength নির্ধারণের জন্য Direct shear test, Triaxial test এবং Vane shear test ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৬. একটি শুষ্ক মাটির নমুনার ওজন ২০০ গ্রাম যার আয়তন ১২৫ সিসি এবং আপেক্ষিক গুরুত্ব ২.৬ হলে ভয়েড রেশিও কত? [MES - 2025]
A. ০.৫২৫
B. ০.৬২৫
C. ০.৫৫০
D. ০.৬৫০
উত্তর: B. ০.৬২৫
ব্যাখ্যা: ভয়েড রেশিও (e) নির্ণয়ের সূত্র: e = (G_s×V_w)/V_s গণনা করে ০.৬২৫ পাওয়া যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৭. একটি মাটির নমুনার ভয়েড রেশিও ০.৬০, পানির পরিমাণ ১৫% এবং মাটির কণার আপেক্ষিক গুরুত্ব ২.৪ হলে মাটির ডিগ্রী অব সেচুরেশন কত? [MES - 2025]
A. ৫০%
B. ৭০%
C. ৬০%
D. ৮০%
উত্তর: C. ৬০%
ব্যাখ্যা: Degree of Saturation (S) এর সূত্র: S= wG/se ×100% =60%
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৮. ৪ হেক্টর জায়গার উপর প্রস্তাবিত ইমারতের জন্য সাধারণত কয়টি বোরহোল করতে হয়? [MES - 2025]
A. ৪
B. ৫
C. ৬
D. ১০
উত্তর: C. ৬
ব্যাখ্যা: BNBC অনুযায়ী, প্রতি হেক্টরে ১-২টি বোরহোল প্রয়োজন। ৪ হেক্টর জমির জন্য ৬টি বোরহোল সাধারণত যথেষ্ট।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৫৯. প্রি-কাস্ট রিইনফোর্সড কংক্রিট পাইলে মেইন বারের কংক্রিট কভারের ন্যূনতম পুরুত্ব কত? [MES - 2025]
A. ৪০ mm
B. ৭৫ mm
C. ৫০ mm
D. ৬৫ mm
উত্তর: B. ৭৫ mm
ব্যাখ্যা: BNBC অনুযায়ী, প্রি-কাস্ট রিইনফোর্সড কংক্রিট পাইলে কভার ৭৫ mm রাখতে হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬০. অনিশ্চিত ভূমির Differential settlement নিয়ন্ত্রণের জন্য কি ধরণের foundation/footing ব্যবহার করা হয়? [MES - 2025]
A. Combined footing
B. Strip footing
C. Mat foundation
D. Column footing
উত্তর: C. Mat foundation
ব্যাখ্যা: Differential Settlement নিয়ন্ত্রণের জন্য Mat/Foundation ব্যবহৃত হয়, কারণ এটি সম্পূর্ণ বিল্ডিংকে সমানভাবে লোড বহন করতে সাহায্য করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬১. একটি সড়কের উপরিপ্রস্থ ৬ মিটার, উচ্চতা ৩ মিটার এবং সড়কের নিচের প্রস্থ ২১ মিটার হলে ঐ সড়কের side slope এর মান কত? [MES - 2025]
A. 2:1
B. 2.5:1
C. 1:2
D. 3.5:1
উত্তর: B. 2.5:1
ব্যাখ্যা: Side Slope নির্ণয়ের সূত্র: ((Bottom Width-Top Width))/(2×Height) = 2.5:1
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬২. দুই লেন বিশিষ্ট জাতীয় মহাসড়ক কত চওড়া হওয়া উচিত? [MES - 2025]
A. 7.5 m
B. 9 m
C. 12 m
D. 15 m
উত্তর: B. 9 m
ব্যাখ্যা: জাতীয় মহাসড়কের দুই লেনের স্ট্যান্ডার্ড চওড়াই ৯ মিটার নির্ধারণ করা হয়েছে BNBC 2020 অনুযায়ী।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৩. Flexible Pavement এর জন্য স্তরের কোন ক্রম ধারাটি সঠিক নয়? [MES - 2025]
A. Surface-Base-Sub base
B. Base-Sub-base-Subgrade
C. Sub-base-compacted-subgrade-Base
D. Subbase-Base-Subgrade
উত্তর: A. Surface-Base-Sub base
ব্যাখ্যা: Flexible Pavement-এর স্তর ক্রম সাধারণত Surface-Base-Sub base Course হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৪. Prime coat কোথায় দেয়া হয়? [MES - 2025]
A. Surface course-এর উপরে
B. Sub base-এর উপরে
C. Base course-এর উপরে
D. Binder course-এর উপরে
উত্তর: C. Base course-এর উপরে
ব্যাখ্যা: Prime coat Base course-এর উপরে প্রয়োগ করা হয়, যা পরবর্তী স্তরের সাথে বন্ধন শক্তিশালী করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৫. Super elevation এর মান কোনটির উপর নির্ভর করে? [MES - 2025]
A. Design speed
B. Curve Radius
C. Friction between road and tyre
D. All
উত্তর: D. All
ব্যাখ্যা: Super elevation এর মান নির্ধারণে ডিজাইন স্পিড, বক্রতার ব্যাসার্ধ এবং টায়ার ও রাস্তার মধ্যকার ঘর্ষণ বিবেচনা করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৬. একটি tank এ ১.৫ m গভীরতায় পানি আছে। Tank এর তলদেশের আকার ৩ m × ২ m হলে পানির কারণে তলদেশে কত বল প্রযুক্ত হবে? [MES - 2025]
A. ১৪.৭ kN
B. ৮৮.২ kN
C. ৪৪.১ kN
D. ১৪৭ kN
উত্তর: B. ৮৮.২ kN
ব্যাখ্যা: Pressure=γh=9.81×1.5
Force= Pressure×Area = (9.81×1.5)×(3×2)= 88.2 kN
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৭. নদীতে যখন পানি প্রবাহিত হয় তখন কোন জায়গায় পানির বেগ সবচেয়ে বেশি থাকে? [MES - 2025]
A. নদীর তলদেশে
B. নদীর পৃষ্ঠদেশে
C. নদীর মাঝ গভীরতায়
D. নদীর পৃষ্ঠদেশ থেকে একটু নিচে
উত্তর: D. নদীর পৃষ্ঠদেশ থেকে একটু নিচে
ব্যাখ্যা: পানির প্রবাহের সর্বোচ্চ গতি নদীর পৃষ্ঠদেশ থেকে একটু নিচে থাকে, কারণ সেখানে ঘর্ষণ কম থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৮. একটি ইমারতের কিনারা ঘেঁষে অপর একটি ইমারত নির্মাণের জন্য মাটি খননের সময় নিচের কোনটি নিরাপত্তা নিশ্চিত করে? [MES - 2025]
A. Shoring
B. Under pinning
C. Form work
D. Scaffolding
উত্তর: A. Shoring
ব্যাখ্যা: Shoring ব্যবহার করে নিকটবর্তী ভবনকে সমর্থন প্রদান করা হয়, যাতে মাটি ধসে না পড়ে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৬৯. নিচের কোন কিউরিং পদ্ধতিটি কলামের জন্য উপযোগী নয়? [MES - 2025]
A. Sprinkling of water
B. Ponding method
C. Shading
D. Covering of concrete surface
উত্তর: B. Ponding method
ব্যাখ্যা: Ponding Method মূলত ফ্ল্যাট সারফেস বা প্লেন কংক্রিটের জন্য কার্যকরী, কলামের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭০. ইমারত নির্মাণ বিধিমালা ২০২৪ অনুসারে ঢাকা শহরে ৫ কাঠা জমিতে ইমারত নির্মাণের জন্য সর্বোচ্চ কত % ভূমি আচ্ছাদন করা যাবে? [MES - 2025]
A. ৬৫%
B. ৬২.৫%
C. ৬০%
D. ৬৭.৫%
উত্তর: B. ৬২.৫%
ব্যাখ্যা: BNBC 2024 অনুযায়ী, ঢাকা শহরে ৫ কাঠা জমির ক্ষেত্রে সর্বোচ্চ ৬২.৫% ভূমি আচ্ছাদন করা যাবে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭১. বালিতে শতকরা কত ভাগ পানি থাকলে আয়তন স্ফীতি সর্বোচ্চ হয়? [MES - 2025]
A. 1%
B. 3%
C. 5%
D. 10%
উত্তর: D. 10%
ব্যাখ্যা: বালির সর্বাধিক আয়তন স্ফীতি তখন হয় যখন পানির পরিমাণ ১০% থাকে, কারণ পানির পাতলা আস্তরণ বালির কণাগুলোর মধ্যে ফাঁকা সৃষ্টি করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭২. দুর্গাপুরের বালির F.M এর মান 2.0 এবং সিলেটের বালির F.M এর মান 2.5। দুটি উৎসের বালি 1:2 অনুপাতে মিশ্রিত করা হলে মিশ্রিত বালির F.M কত হবে? [MES - 2025]
A. 2.17
B. 2.25
C. 2.33
D. 2.43
উত্তর: C. 2.33
ব্যাখ্যা: Fineness Modulus (FM) এর গড় সূত্র: FM=((F_1×M_1 )+(F_2×M_2 ))/(M_1+M_2 ) =((2.0×1)+(2.5×2))/(1+2)= 2.33
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৩. Concrete-এ সর্বোচ্চ কত সাইজের aggregate ব্যবহার করা যায়? [MES - 2025]
A. 5 mm
B. 10 mm
C. 20 mm
D. 25 mm
উত্তর: D. 25 mm
ব্যাখ্যা: BNBC ও ACI কোড অনুযায়ী, সাধারণ কংক্রিটের জন্য সর্বোচ্চ ২৫ mm সাইজের কোর্স অ্যাগ্রিগেট ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৪. Slump test থেকে নিচের কোন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়? [MES - 2025]
A. Fineness Modulus
B. Specific Gravity
C. Compressive Strength
D. Workability
উত্তর: D. Workability
ব্যাখ্যা: Slump Test মূলত কংক্রিটের Workability (প্রবাহযোগ্যতা) পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৫. OPC এর জন্য Initial setting time কত? [MES - 2025]
A. 30 মিনিট
B. 45 মিনিট
C. 90 মিনিট
D. 60 মিনিট
উত্তর: A. 30 মিনিট
ব্যাখ্যা: BNBC ও ASTM অনুযায়ী, OPC (Ordinary Portland Cement)-এর প্রাথমিক সেটিং টাইম ৩০ মিনিট।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৬. কোন ধরণের পাথর কংক্রিটে ব্যবহারের জন্য সবচেয়ে উত্তম? [MES - 2025]
A. গোলাকৃতি
B. লম্বা আকৃতি
C. কোনাকৃতি
D. চিকনাকৃতি
উত্তর: C. কোনাকৃতি
ব্যাখ্যা: Angular Aggregate (কোনাকৃতি পাথর) ব্যবহার করা উত্তম, কারণ এটি কংক্রিটের বন্ধন শক্তি বৃদ্ধি করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৭. প্রথম শ্রেণির একটি ইটকে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের কত অংশের বেশি পানি শোষণ করবে না? [MES - 2025]
A. 1/5
B. 1/6
C. 1/10
D. 1/20
উত্তর: B. 1/6
ব্যাখ্যা: প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে সর্বোচ্চ ১/৬ অংশের বেশি পানি শোষণ করবে না।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৮. 1:2:4 অনুপাতে ৭৫ ঘনফুট কংক্রিট তৈরি করতে কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে? [MES - 2025]
A. 11
B. 9
C. 16
D. 13
উত্তর: D. 13
ব্যাখ্যা: Cement Volume= 1.5/7× 75 = 16.071 cubic feet [1 bag cement=1.25 cubic feet]
Total bags = 10.71/1.25 = 12.85≈13 bags
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৭৯. 24'×20'×6" আকারের একটি RCC Slab-এ ১% MS bar ব্যবহার করা হয়েছে। স্লাবটি তৈরি করতে কত kg রড লাগবে? [MES - 2025]
A. 1,176 kg
B. 535 kg
C. 14,112 kg
D. 6,415 kg
উত্তর: B. 535 kg
ব্যাখ্যা: Slab Volume=24×20×0.5=240 cubic feet
Steel Volume=240×0.01=2.4 cubic feet
Steel Weight= 2.4×490×0.453592 = 533.42≈535 kg
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
৮০. কোন একটি Engineering drawing-এর স্কেল হলো 1:100। Drawing-এ কোন বীমের দৈর্ঘ্য 5 cm দেখানো হলে ঐ বীমের প্রকৃত দৈর্ঘ্য কত হবে? [MES - 2025]
A. 5 m
B. 500 m
C. 0.5 cm
D. 20 m
উত্তর: A. 5 m
ব্যাখ্যা: স্কেল 1:100 এর অর্থ হলো ড্রয়িং-এ ১ ইউনিট দৈর্ঘ্য বাস্তবে ১০০ ইউনিটের সমান। যেহেতু ড্রয়িং-এ বীমের দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার, তাই এর প্রকৃত দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র:প্রকৃত দৈর্ঘ্য=ড্রয়িং-এ দৈর্ঘ্য×স্কেল ফ্যাক্টর =5×100= 500 cm=5 m
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই]
|
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। |
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই
সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ
১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।
২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।
৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।
৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।
৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।
৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।
৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।
৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।
৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।
১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]