Image
অ্যাডভান্সড ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
2. আবিষ্ট Emf-এর দিক সর্বদাই এমন হয় যে, ১১২ গ এটি গতির বিপরীতে একটা কারেন্ট স্থাপন করে অথবা ঐ Emf আবিষ্ট হওয়ার জন্য ১১৫ ঘ ফ্লাক্সের পরিবর্তনই দায়ী। এটিই-
ওহমের সূত্র
কারশপের সূত্র
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
4. অধিকাংশ সাধারণ ধাতুর ক্রিস্টাল স্ট্রাকচার হলো-
হেক্সাগোনাল
কিউবিক
অর্থোরহোমবিক
গ্রেইন সাইজ
5. সর্বোত্তম চৌম্বক পদার্থ-
অ্যালনিকো
পারম্যালয়
যু-মেটাল
অ্যালকোম্যাক্স
7. পদার্থে স্থানচ্যুত হলো-
পয়েন্ট ডিফেক্ট
লাইন ডিফেক্ট
প্ল্যানার ডিফেক্ট
ফ্রেংকেল ডিফেক্ট
8. The ac system is preferred to de system because-
ac voltages can be easilty changed in magnitude
de motors do not have fine speed control
high voltage ac transmission is less efficient
de voltage cannot be used for domestic appliances
12. যখন চৌম্বক সম্পৃক্ততার কাছাকাছি পৌছে, তখন লোহার রিলেটিভ পারমিয়্যাবিলিটি-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
বৃদ্ধি পেয়ে দ্রুত পতন হয়
একই থাকে
14. প্লাস্টিকের ডিগ্রেডেশন ত্বরান্বিত হয়-
আল্ট্রা-ভায়োলেট রেডিয়েশন দ্বারা
টেম্পারেচার দ্বারা
ময়েশচার দ্বারা
উপরের সব ক'টি দ্বারা
15. একটি পলিমারের ক্রিস্টালাইনিটির পরিমাণ। হ্রাস পায়-
পানির শোষণ দ্বারা
প্লাস্টিক ডিফরমেশন দ্বারা
তরল অবস্থা হতে লো-কুলিং রেট দ্বারা
তরল অবস্থা হতে হাই-কুলিং রেট দ্বারা
16. তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সাথে সাথে সকল সাধারণ ধাতব পদার্থের রেজিস্টিভিটি-
শূন্যের দিকে ঝুঁকে
একটি স্থির মানের দিকে ঝুঁকে
প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়
প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
17. রিইনফোর্সড কংক্রিটে স্টিল রড নিম্নের কোনটির শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়?
কমপ্রেসিভ
শিয়ার
স্ট্রেস
টেনসাইল
18. ধাতব পদার্থের সাথে তুলনা করলে প্লাস্টিকের মডুলাস এবং ইলাস্টিসিটি সাধারণত-
কম
বৃহত্তর
প্রায় সমান
সমান
19. নিম্নের কোনটি তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী?
পলিমার
সিরামিক্স
মেটালস
পলিথিন