Image
আধুনিক যুগ MCQ
1. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অক্ষয়কুমার দত্ত
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সুধীন দত্ত
2. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?
নীলিমা ইব্রাহিম
আবু ইসহাক
সৈয়দ ওয়ালিউল্লাহ
আব্দুল্লাহ আল মামুন
3. কবি সুকান্তের পৈত্রিক নিবাস কোন জেলায়?
মুন্সীগঞ্জ
মানিকগঞ্জ
বাকেরগঞ্জ
গোপালগঞ্জ
4. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ব্যথার দান
রিক্তের বেদন
মৃত্যুক্ষুধা
শিউলিমালা
5. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি?
নৌকাডুবি
বিষবৃক্ষ
চাঁদের অমাবস্যা
মৃত্যুক্ষুধা
6. 'কল্লোল' সাহিত্য পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দীনেশ রঞ্জন দাস
প্রমথ চৌধুরী
রাজেন্দ্রলাল মিত্র
7. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস-
শেষের কবিতা
চোখের বালি
রাজর্ষি
ঘরে বাইরে
8. জসিমউদ্দীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে?
রঙিলা নায়ের মাঝি
রাখালি
নকশী কাঁথার মাঠ
বালুচর
9. 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অক্ষয়কুমার দত্ত
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সুধীন দত্ত
10. 'যৈবতী কন্যার মন' কার লেখা?
সৈয়দ শামসুল হক
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
11. 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি কার রচিত?
মানিক বন্দোপাধ্যায়
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
অন্নদাশঙ্কর রায়
12. 'বন্দী শিবির থেকে' কার লেখা?
নির্মলেন্দু গুণ
শামসুর রহমান
মহাদেব সাহা
সৈয়দ আলী আহসান
13. 'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়-
১৯১০ সালে
১৯১২ সালে
১৯১৪ সালে
১৯১৬ সালে
14. শওকত ওসমান রচিত উপন্যাস-
অরণ্য নীলিমা
অরণ্য গোধূলি
মুক্তি
জাহান্নাম হতে বিদায়
15. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
সারেং বউ
কাশবনের কন্যা
16. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ-
ক্রন্দসী
মাটির দেয়াল
বেলা অবেলা কালবেলা
চোরাবালি
17. কাব্যনাটক কোনটি?
ইবলিশ
এখনও ক্রীতদাস
জন্ডিস ও বিবিধ বেলুন
নুরলদীনের সারাজীবন
18. রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে?
সোনার তরী
বলাকা
খেয়া
পূরবী
19. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
চিত্রা
সঞ্চিতা
বিসর্জন
রাজা
20. 'খেয়া পারের তরণী' কবিতার কবি কে?
গোলাম মোস্তফা
কাজী নজরুণ ইসলাম
ফররুখ আহমেদ
কায়কোবাদ