Image
ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
1. প্রধান কার্যক্রমের উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2. এয়ারকুলারের কার্যক্ষমতা সাধারণত কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ৩ টন
৫ হতে ১০ টন
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
3. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশ তরল রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ
5. এনার্জি ইফিসিয়েন্সি রেশিও (EER) কী?
EER = Electric Input / Cooling Output
EER = Cooling Output / Electric Input
EER = Electric Output / Cooling Input
EER = Cooling Input / Electric Output
6. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
কোনোটিই নয়
7. ড্রায়ারের কাজ কী?
রেফ্রিজারেন্টকে তরল অবস্থা হতে বাষ্পে রূপান্তর করা
বাষ্পীভূত রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করা
কম্প্রেসরের কম্পন রোধ করা
8. যে যন্ত্রের সাহায্যে বাতাস বিশুদ্ধ বা পরিষ্কার করা হয়, তাকে বলে-
ফুয়েল ফিল্টার
এয়ার ফিল্টার
ভ্যাকুয়াম ফিল্টার
ইকোনোমাইজার
9. ইভাপোরেটরের অবস্থান কোথায়?
কম্প্রেসরের পরে এবং কন্ডেন্সারের পূর্বে
এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে
ওইভাপোরেটরের পরে এবং কম্প্রেসরের পূর্বে
কোনোটিই নয়
10. COP কী?
COP= Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
কোনোটিই নয়
11. বাতাস সরবরাহের উপর ভিত্তি করে কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
12. সময় বা ঋতুর উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
13. এয়ারকন্ডিশনারের কার্যক্ষমতা কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
১ হতে ৩০ টন
১ হতে ৫০ টন
14. একক (Unitary) এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
15. বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
16. অ্যাকুমুলেটরের কাজ কী?
ইভাপোরেটর হতে উদ্বৃত্ত তরল নিয়ন্ত্রণ করা
তরল রেফ্রিজারেন্টকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করা
রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা কমানো
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করে
18. এয়ারকন্ডিশন্ড রুমের সাধারণ তাপমাত্রা কত?
18°C হতে 20°C
22°C হতে 26°C
16°C হতে 20°C
25°C হতে 30°C
19. বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
20. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পর বরফ গলে যায়, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
টিউব টাইপ ইভাপোরেটর