Image
ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
1. COP কী?
COP= Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
কোনোটিই নয়
2. এয়ারকুলারের কার্যক্ষমতা সাধারণত কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ৩ টন
৫ হতে ১০ টন
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
3. এয়ারকন্ডিশনারের কার্যক্ষমতা কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
১ হতে ৩০ টন
১ হতে ৫০ টন
5. অ্যাকুমুলেটরের কাজ কী?
ইভাপোরেটর হতে উদ্বৃত্ত তরল নিয়ন্ত্রণ করা
তরল রেফ্রিজারেন্টকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করা
রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা কমানো
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করে
6. এয়ারকন্ডিশন্ড রুমের সাধারণ তাপমাত্রা কত?
18°C হতে 20°C
22°C হতে 26°C
16°C হতে 20°C
25°C হতে 30°C
7. ইভাপোরেটরের অবস্থান কোথায়?
কম্প্রেসরের পরে এবং কন্ডেন্সারের পূর্বে
এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে
ওইভাপোরেটরের পরে এবং কম্প্রেসরের পূর্বে
কোনোটিই নয়
8. একক (Unitary) এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
9. যে যন্ত্রের সাহায্যে বাতাস বিশুদ্ধ বা পরিষ্কার করা হয়, তাকে বলে-
ফুয়েল ফিল্টার
এয়ার ফিল্টার
ভ্যাকুয়াম ফিল্টার
ইকোনোমাইজার
10. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশ তরল রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ
11. সময় বা ঋতুর উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
12. বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
14. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
কোনোটিই নয়
15. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পর বরফ গলে যায়, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
টিউব টাইপ ইভাপোরেটর
16. বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
17. এনার্জি ইফিসিয়েন্সি রেশিও (EER) কী?
EER = Electric Input / Cooling Output
EER = Cooling Output / Electric Input
EER = Electric Output / Cooling Input
EER = Cooling Input / Electric Output
18. প্রধান কার্যক্রমের উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
19. ড্রায়ারের কাজ কী?
রেফ্রিজারেন্টকে তরল অবস্থা হতে বাষ্পে রূপান্তর করা
বাষ্পীভূত রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করা
কম্প্রেসরের কম্পন রোধ করা
20. বাতাস সরবরাহের উপর ভিত্তি করে কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার