MCQ
2501. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
2502. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
2503. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস হলো বিশেষ কম্পিউটার প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ এবং নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। ফেডরিক কোহেন ১৯৫০ সালে ভাইরাস নামকরণ করেন।
2504. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ এবং ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
2505. ইলেকট্রনিক্স কাজের জন্য আদর্শ সোল্ডারিং হলো-
25 watt
40 watt
30 watt
60 watt
2506. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
2507. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।
2508. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
2509. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
2510. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT- 5 এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।
2511. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ১ বাইট = ৮ বিট
2512. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Microcontroller একটি ইংরেজি শব্দ। Micro অর্থ ছোট এবং Controller অর্থ নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি Computer।
2513. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।
2514. An SCR is also known as---
Triac
Diac
Unijunction transistor
Thyristor
2515. অপরিবাহীর এনার্জি গ্যাপ প্রায়-
15 eV
10 eV
0.7 eV
7 eV
2516. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PCB = Printed Circuit Board
2517. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: 1958 সালে জ্যাক কিলবি (Jack Kilby) সর্বপ্রথম হাইব্রিড IC উদ্ভাবন করেন। কিন্তু সর্বপ্রথম মনোলিথিক IC উদ্ভাবন করেন রবার্ট নয়সি (Robert Noyce)। 2000 সালে আইসি উদ্ভাবনের জন্য জে এস কিলবি নোবেল পুরস্কারে ভূষিত হলো।
2518. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: XOR gate-এর ইনপুট যখন দুটি হাই (1) অথবা দুটিই লো (0) হয় তখন আউটপুট হয়।
2519. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
2520. An SCR is made of---
Germanium
Carbon
Silicon
None of the above