Image
MCQ
2583. যে ট্রান্সডিউসার পরিচালনার জন্য কোনো বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় না, তাকে কী বলে?
অ্যাকটিভ ট্রান্সডিউসার
প্যাসিভ ট্রান্সডিউসার
প্রাইমারি ট্রান্সডিউসার
সেকেন্ডারি ট্রান্সডিউসার
2584. লিকুইড লেভেল পরিমাপে ব্যবহৃত ট্রান্সডিউসারের নাম কী?
স্ট্রেইন গেজ
আয়োনাইজেশন গেজ
ডাই-ইলেকট্রিক গেজ
ম্যাগনেটোস্ট্রিকশন গেজ
2585. Rotational রেজিস্টিভ ট্রান্সডিউসার কোন ধরনের পরিমাপে ব্যবহৃত হয়?
কৌণিক সরণ পরিমাপে
কৌণিক বেগ পরিমাপে
ব্যাস পরিমাপে
ব্যাসার্ধ পরিমাপে
2586. বন্ডেড টাইপ স্ট্রেইন গেজ কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
2587. লোড সেল কেন ব্যবহার করা হয়?
পাতলা বস্তু মাপার জন্য
বস্তুর ব্যাসার্ধ মাপার জন্য
ভারী বস্তু মাপার জন্য
বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য
2588. পিজোইলেকট্রিক ক্রিস্টাল কোন পদার্থ দ্বারা তৈরি?
কোয়ার্টজ
বেরিয়াম টিটানেট
রোসেল সল্ট
সবগুলো
2589. পিজোইলেকট্রিক ট্রান্সডিউসার-এর উৎপাদিত ভোল্টেজ- এর মান বের করার সূত্র কী?
E=F/ CP
E=Q/ CF
E=Q/CP
E=C/CP
2590. পটেনশিওমিটার ট্রান্সডিউসারে কয়টি প্লেট থাকে?
১টি
২টি
৫টি
৪টি
2592. তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত ট্রান্সডিউসার-এর নামটি কী?
থার্মোকাপল
ফটোসেল
LVDT
থার্মিস্টর
2593. সিবেক ক্রিয়ায় উৎপন্ন থার্মোইলেকট্রিক কারেন্ট প্রবাহের জন্য দুটি ধাতব তারের সমন্বয়ে যে বর্তনী তৈরি হয়, তাকে কী বলে?
থার্মোমিটার
থার্মোকাপল
থার্মোপাইল
থার্মিস্টর
2595. রিল্যাকট্যান্স পালস পিক-আপ কেন ব্যবহার করা হয়?
শ্যাফটের গতি ও তরল প্রবাহ পরিমাপে
শব্দ পরিমাপে
আলোর তীব্রতা পরিমাপে
বস্তুর কৌণিক সরণ পরিমাপে
2597. RTD-এর সেনসিং এলিমেন্ট হিসেবে কোন পদার্থ বেশি ব্যবহৃত হয়?
তামা
দস্তা
প্লাটিনাম
লোহা
2598. যে ট্রান্সডিউসার পরিচালনা করার জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়, তাকে কী বলে?
অ্যাকটিভ ট্রান্সডিউসার
প্যাসিভ ট্রান্সডিউসার
প্রাইমারি ট্রান্সডিউসার
সেকেন্ডারি ট্রান্সডিউসার
2600. অনেকগুলো থার্মোকাপলকে একত্রে সিরিজে যুক্ত করলে যে ইউনিট তৈরি হয়, তাকে কী বলে?
থার্মোমিটার
অপটিক্যাল ইনকোডার
থার্মোকাপল
থার্মোপাইল