MCQ
2621. রিকম্বিনেশন প্রক্রিয়ায় চার্জ ক্যারিয়ার-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
কোনো প্রতিক্রিয়া হয় না
অনাবিকৃত
2622. ডায়োড জাংশন ক্যাপাসিট্যান্সের মান হয় মোটামুটি-
30 nF
30 pF
80 nF
40 pF
2623. LED তৈরিতে ব্যবহৃত হয়-
গ্যালিয়াম
আর্সেনিক
ফসফরাস
সবগুলো
2624. লিকেজ কারেন্ট নির্ভর করে-
তাপমাত্রা
রিভার্স ভোল্টেজ
ডোপিং-এর পরিমাণ
সবগুলো
2625. স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি-
20MHz
20GHz
20kHz
20THz
2626. আলফা কণার অর্ধায় কত?
458 বছর
459 বছর
460 বছর
468 বছর
2627. IPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Instant Power Supply
Integrated Power Supply
Improved Power Supply
Isolated Power Supply
2628. একটি CE ট্রানজিস্টরের ইনপুট ও আউটপুট ফেজ শিফট হয়-
0°
360°
180°
90°
2629. টানেল ডায়োডের ডিপ্লিশন লেয়ারের দূরত্ব-
0.1µm
0.1mm
0.01µm
0.01mm
2630. আলোর তীব্রতা বাড়লে সেমিকন্ডাক্টরের রোধ হ্রাস পায়। এটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে?
ফটোভোল্টাইক সেল
ফটোকন্ডাকটিভ সেল
ফটোট্রানজিস্টর
ফটোরেজিস্টর
2631. ডায়োডের পি-এন জাংশনে রিভার্স বায়াস প্রয়োগে-
পটেনশিয়াল ব্যারিয়ার বৃদ্ধি পায়
জাংশন রেজিস্ট্যান্স উচ্চ হয়
লিকেজ কারেন্ট প্রবাহিত হয়
সবগুলো
2632. UPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Universal power supply
Uninterruptible power supply
Unipolar power supply
None of them
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: UPS = Uninterruptible Power Supply
2633. নিচের কোন ডিভাইসের সাহায্যে বিভিন্ন ফিজিক্যাল সিগন্যাল বা এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা হয়?
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
ট্রান্সফর্মার
অসিলেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transducer: A transducer is an electronic device that converts energy from one from to another. Example: Microphones, thermometers, antenna etc. Transformer: A transformer is a passive component that transfers electrical energy from one electrical circuit to another circuit. Amplifier: An amplifier is a circuit, which can be used to increase the amplitude of the input current or voltage at the output by means of energy drawn from an external source Oscillator: Oscillator convert direct from a power supply to an alternating current oscillating electronic signal, often a sine wave or a square wave and triangle wave.
2634. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
2635. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CB
CC
Push pull
2636. ইলেকট্রনিক ড্রাইভ সিস্টেমের টার্ম নিচের কোনটি?
স্পিড রেগুলেশন
জগিং কন্ট্রোল
টর্ক লিমিট
উপরের সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The electrical drive system is defined as the system which is used for controlling the speed, torque and direction of an electrical motor.
2637. এই প্রতীকটি নিচের কোন ডায়োডের?
স্কটকি ডায়োড
জেনার ডায়োড
ফটোডায়োড
টানেল ডায়োড
2638. রেকর্ডিং কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Classification of recording four types: (i) Process: (i) Summary; (iii) Verbatim; (iv) Now-verbatim
2639. অসিলোস্কোপের বিম-এর তীব্রতা পরিবর্তন করা যায়-
ইনটেনসিটি নব ঘুরিয়ে
ট্রিগার নব ঘুরিয়ে
ফোকাস নব ঘুরিয়ে
ভোল্ট/ডিভিশন নব ঘুরিয়ে
2640. উচ্চগতির সুইচিং সার্কিট হিসাবে ব্যবহার করা হয়-
জেনার ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড