Image
MCQ
2681. অপারেটিং পয়েন্টQ নির্দেশিত হয়-
ডিসি লোড লাইনের উপর
এসি লোড লাইনের উপর
ডিসি এবং এসি উভয় লোড লাইনের উপর একটি সাধারণ বিন্দু
অন্য কোনো বিন্দু
2682. যখন একটি ইনপুট সিগন্যাল A = 10100 একটি NOT গেটে প্রয়োগ করা হয়, তখন এর আউটপুট সিগন্যাল কত হবে?
01011
01001
10101
00101
2683. একটি বাইপোলার ট্রানজিস্টর মূলত দুটি PN জাংশন ডায়োডের-
সিরিজ সংযোগ
প্যারালাল সংযোগ
ব্যাক-টু-ব্যাক সংযোগ
অন্য একপ্রকার সংযোগ
2684. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
2685. একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-
ফরওয়ার্ড বায়াস পায়
আংশিক বায়াস পায়
রিভার্স বায়াস পায়
কোনো বায়াস প্রয়োজন হয় না
2686. অধিক তাপমাত্রায় কাজের উপযোগী সেমিকন্ডাক্টর হলো-
সিলিকন
আর্সেনিক
ফসফাইড কার্বন
জার্মেনিয়াম
2687. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
2688. কোনো সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি-
তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়
তাপমাত্রা কমবেশি করলে একই থাকে
উপরের কোনোটিই নয়
2689. বাইনারি ৮-বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে লিখিত সর্বোচ্চ সংখ্যাটি হলো-
১৬
৩১
৩২
৬৩
2690. কক্ষ তাপমাত্রায় ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কন্ডাকশন হয়-
ইলেকট্রন দ্বারা
হোল দ্বারা
ইলেকট্রন এবং হোল উভয়ই
কোনো কন্ডাকশন হয় না
2694. কক্ষ তাপমাত্রায় পি-টাইপ পদার্থে থাকে-
অধিকসংখ্যক ইলেকট্রন
অধিকসংখ্যক হোল
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
কোনটিই নয়
2695. কক্ষ তাপমাত্রায় এন-টাইপ পদার্থে থাকে-
অধিকসংখ্যক ইলেকট্রন
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
কোনোটিই নয়
অধিকসংখ্যক হোল
2696. একটি সেমিকন্ডাক্টরের টেম্পারেচার কো-ইফিসিয়েন্ট অব রেজিস্ট্যান্স-ায়ায় মে---
শূন্য হতে পারে
নেগেটিভ হতে পারে
পজিটিভ হতে পারে
উপরের কোনোটিই নয়
2697. ৩-ইনপুট বিশিষ্ট একটি যৌক্তিক NAND গেট-এর একটি ইনপুট ০ হলে আউটপুট হবে-
1
3
কোনোটিই নয়
2698. তাপমাত্রা বাড়লে জাংশন রেজিস্ট্যান্স-
বৃদ্ধি পায়
সমান থাকে
হ্রাস পায়
শূন্য হয়
2699. সাধারণত যে-সকল পদার্থে 'হোল' পাওয়া যায়-
ধাতব পদার্থে
সেমিকন্ডাক্টরে
ইনসুলেটরে
কোনোটিই নয়
2700. কোন ডায়োডে সর্বাপেক্ষা বেশি পরিমাণ ভেজাল মিশ্রিত করা হয়?
জেনার ডায়োড
লাইট ইমিটিং ডায়োড
টানেল ডায়োড
ফটোডায়োড