Image
MCQ
2681. একটি সেমিকন্ডাক্টরের টেম্পারেচার কো-ইফিসিয়েন্ট অব রেজিস্ট্যান্স-ায়ায় মে---
শূন্য হতে পারে
নেগেটিভ হতে পারে
পজিটিভ হতে পারে
উপরের কোনোটিই নয়
2682. বাইনারি ৮-বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে লিখিত সর্বোচ্চ সংখ্যাটি হলো-
১৬
৩১
৩২
৬৩
2683. একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-
ফরওয়ার্ড বায়াস পায়
আংশিক বায়াস পায়
রিভার্স বায়াস পায়
কোনো বায়াস প্রয়োজন হয় না
2684. অপারেটিং পয়েন্টQ নির্দেশিত হয়-
ডিসি লোড লাইনের উপর
এসি লোড লাইনের উপর
ডিসি এবং এসি উভয় লোড লাইনের উপর একটি সাধারণ বিন্দু
অন্য কোনো বিন্দু
2685. অধিক তাপমাত্রায় কাজের উপযোগী সেমিকন্ডাক্টর হলো-
সিলিকন
আর্সেনিক
ফসফাইড কার্বন
জার্মেনিয়াম
2686. কক্ষ তাপমাত্রায় পি-টাইপ পদার্থে থাকে-
অধিকসংখ্যক ইলেকট্রন
অধিকসংখ্যক হোল
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
কোনটিই নয়
2687. ৩-ইনপুট বিশিষ্ট একটি যৌক্তিক NAND গেট-এর একটি ইনপুট ০ হলে আউটপুট হবে-
1
3
কোনোটিই নয়
2688. তাপমাত্রা বাড়লে জাংশন রেজিস্ট্যান্স-
বৃদ্ধি পায়
সমান থাকে
হ্রাস পায়
শূন্য হয়
2689. একটি বাইপোলার ট্রানজিস্টর মূলত দুটি PN জাংশন ডায়োডের-
সিরিজ সংযোগ
প্যারালাল সংযোগ
ব্যাক-টু-ব্যাক সংযোগ
অন্য একপ্রকার সংযোগ
2690. কক্ষ তাপমাত্রায় এন-টাইপ পদার্থে থাকে-
অধিকসংখ্যক ইলেকট্রন
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
কোনোটিই নয়
অধিকসংখ্যক হোল
2692. সাধারণত যে-সকল পদার্থে 'হোল' পাওয়া যায়-
ধাতব পদার্থে
সেমিকন্ডাক্টরে
ইনসুলেটরে
কোনোটিই নয়
2693. কোন ডায়োডে সর্বাপেক্ষা বেশি পরিমাণ ভেজাল মিশ্রিত করা হয়?
জেনার ডায়োড
লাইট ইমিটিং ডায়োড
টানেল ডায়োড
ফটোডায়োড
2694. যখন একটি ইনপুট সিগন্যাল A = 10100 একটি NOT গেটে প্রয়োগ করা হয়, তখন এর আউটপুট সিগন্যাল কত হবে?
01011
01001
10101
00101
2696. কোনো সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি-
তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়
তাপমাত্রা কমবেশি করলে একই থাকে
উপরের কোনোটিই নয়
2697. কক্ষ তাপমাত্রায় ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কন্ডাকশন হয়-
ইলেকট্রন দ্বারা
হোল দ্বারা
ইলেকট্রন এবং হোল উভয়ই
কোনো কন্ডাকশন হয় না
2698. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
2699. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
Outgoing
Freelancher
Freelancing
Offshoring