MCQ
2721. একটি ডায়োডের সাংকেতিক চিত্রে দেখানো তীর চিহ্নটি কী নির্দেশ করে?
গ্রাউন্ড
অ্যানোড কারেন্ট প্রবাহের দিক
বিদ্যুৎ (current) প্রবাহের দিক
ইলেক্ট্রন প্রবাহের দিক
2722. নিম্নের কোনটি তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী?
পলিমার
সিরামিক্স
মেটালস
পলিথিন
2723. পরিবর্তিত কারেন্টের কারণে একটি কয়েলে আবিষ্ট Emf-
ইন্ডাকট্যান্স এবং কারেন্ট পরিবর্তনের হারের সমানুপাতিক
ইন্ডাকট্যান্স এবং কারেন্ট পরিবর্তনের হারের ব্যস্তানুপাতিক
কয়েলের রেজিস্ট্যান্স এবং পরিবর্তনের হারের সমানুপাতিক
ওহমের সূত্র দ্বারা নির্ণীত হয়
2724. একটি পলিমারের ক্রিস্টালাইনিটির পরিমাণ। হ্রাস পায়-
পানির শোষণ দ্বারা
প্লাস্টিক ডিফরমেশন দ্বারা
তরল অবস্থা হতে লো-কুলিং রেট দ্বারা
তরল অবস্থা হতে হাই-কুলিং রেট দ্বারা
2725. 'ডায়নামো নোড স্টিলে' সিলিকনের পরিমাণ থাকে-
1.5%
1.0%
5%
0.25%
2726. সর্বোত্তম চৌম্বক পদার্থ-
অ্যালনিকো
পারম্যালয়
যু-মেটাল
অ্যালকোম্যাক্স
2727. যখন চৌম্বক সম্পৃক্ততার কাছাকাছি পৌছে, তখন লোহার রিলেটিভ পারমিয়্যাবিলিটি-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
বৃদ্ধি পেয়ে দ্রুত পতন হয়
একই থাকে
2728. রিইনফোর্সড কংক্রিটে স্টিল রড নিম্নের কোনটির শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়?
কমপ্রেসিভ
শিয়ার
স্ট্রেস
টেনসাইল
2729. অধিকাংশ সাধারণ ধাতুর ক্রিস্টাল স্ট্রাকচার হলো-
হেক্সাগোনাল
কিউবিক
অর্থোরহোমবিক
গ্রেইন সাইজ
2730. The electric potential V as a function of distance x in meters) is given by V= (5×2+ 10x-9) volt. The value of electric field at x = 1 m would be
12V/m
20V/m
-6V/m
24 V/m
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: নোটঃ Given, V= 5x2+10x-9
Electric field E dy/dx= -(10+10)
E = - (10×1+10)= -20 V/m
2731. Which lamps can be directly connected ১০৫ ক to a solar cell?
Incandescent
Metal Halide
CFL
LED
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: The output of a solar cell is DC and LED operate on DC.
2732. একটি লাইট ডিমার বর্তনীতে নিচের কোন ডিভাইসটিন ব্যবহার করা যাবে?
একটি SCR
একটি FET
একটি TRIAC
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রায়াক হলো দুইটি SCR- এর সমতুল্য। ট্রায়াকের বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন- লাইট ডিমার, ফ্যান রেগুলেটর, মোটরের গতি নিয়ন্ত্রণে।
2733. তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সাথে সাথে সকল সাধারণ ধাতব পদার্থের রেজিস্টিভিটি-
শূন্যের দিকে ঝুঁকে
একটি স্থির মানের দিকে ঝুঁকে
প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়
প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
2734. প্লাস্টিকের ডিগ্রেডেশন ত্বরান্বিত হয়-
আল্ট্রা-ভায়োলেট রেডিয়েশন দ্বারা
টেম্পারেচার দ্বারা
ময়েশচার দ্বারা
উপরের সব ক'টি দ্বারা
2735. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি করতে ন্যূনতম পক্ষে যা প্রয়োজন, তা হলো-
একটি রেকটিফায়ার
একটি ট্রান্সফর্মার, একটি রেকটিফায়ার
একটি ট্রান্সফর্মার, একটি রেকটিফায়ার, একটি ক্যাপাসিটর
একটি ট্রান্সফর্মার, একটি রেকটিফায়ার, একটি ক্যাপাসিটর ও একটি লোড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ডিসি পাওয়ার সাপ্লাই গঠনে প্রয়োজন- একটি ট্রান্সফর্মার, রেরিফায়ার এবং একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর।
2736. Galvanized steel is generally used as
stray wire
earth wire
stuctural components
all of these above
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Galvanizing or galvanization is a manufacturing process where a coating of zinc is applied to steel or iron to offer protection and prevent rusting.
2737. আবিষ্ট Emf-এর দিক সর্বদাই এমন হয় যে, ১১২ গ এটি গতির বিপরীতে একটা কারেন্ট স্থাপন করে অথবা ঐ Emf আবিষ্ট হওয়ার জন্য ১১৫ ঘ ফ্লাক্সের পরিবর্তনই দায়ী। এটিই-
ওহমের সূত্র
কারশপের সূত্র
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
2738. ট্র্যান্সফরমার গ্রেড স্টিলে' সিলিকনের পরিমাণ থাকে-
1%
2%
3%
4.5%
2739. ধাতব পদার্থের সাথে তুলনা করলে প্লাস্টিকের মডুলাস এবং ইলাস্টিসিটি সাধারণত-
কম
বৃহত্তর
প্রায় সমান
সমান
2740. পদার্থে স্থানচ্যুত হলো-
পয়েন্ট ডিফেক্ট
লাইন ডিফেক্ট
প্ল্যানার ডিফেক্ট
ফ্রেংকেল ডিফেক্ট