Image
MCQ
2763. সর্বোত্তম ম্যালিয়্যাবল পদার্থ-
স্বর্ণ
রৌপ্য
লৌহ
অ্যালুমিনিয়াম
2766. বৈদ্যুতিক আলোর যতগুলো উৎস জানা আছে, তন্মধ্যে কোন ধরনের ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদানকারী?
মার্কারি ল্যাম্প
টিউব ল্যাম্প
সোডিয়াম আপার ল্যাম্প
নিয়ন ল্যাম্প
2767. ফ্লুওরেসেন্ট টিউবলাইটের সার্কিটে ব্যবহৃত চোক কয়েল কীভাবে টিউবলাইটের সাথে 2002 সংযোগ করা হয়?
সিরিজ
প্যারালাল
স্টার
ডেল্টা
2768. কোনটি পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য নয়?
উচ্চ পরিবাহিতা
নেগেটিভ তাপমাত্রা সহগ
যথেষ্ট পরিমাণে নমনীয়তা
টান সহ্যক্ষমতা
2769. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
১০০ লুমেন
১৪০ লুমেন
২০০ লুমেন
২৫০ লুমেন
2770. যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎপ্রবাহের পদ বন্ধ করা ও খোলা যায়, তাকে কী বলে?
সুইচ
ফিউজ
ট্রান্সফর্মার
রিলে
2771. ফ্লুওরেসেন্ট ল্যাম্পের টিউবের ভিতরের দেয়াল দিয়ে যে শ্বেতকায় পদার্থের প্রলেপ দেয়া হয়, তার নাম কী?
ফসফরাস পাউডার
কার্বন পাউডার
সালফার পাউডার
চকের গুঁড়া
2772. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের স্বাভাবিক আয়ুষ্কাল কত ঘণ্টা?
৮০০০
৯০০০
১০০০০
১২০০০
2774. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, একটি ফ্লুওরেসেন্ট ল্যাম্প বা মার্কারি ভ্যাপার ল্যাম্পের কতগুণ বেশি আলো দেয়?
২ গুণ
৩ গুণ
৪ গুণ
৫ গুণ
2775. মার্কারি ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
১০ মিনিট
১১ মিনিট
১২ মিনিট
১৫ মিনিট
2776. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
15-20 মিনিট
20-25 মিনিট
25-30 মিনিট
30-35 মিনিট
2777. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ५० ইনক্যানডিসেন্ট একটি ল্যাম্পের কত গুণ ৮১ ক বেশি আলো দেয়?
৫ গুণ
৬ গুণ
৭ গুণ
৮ গুণ
2778. বিল্ডিং-এ পাইপের জন্য ব্যবহৃত প্লাস্টিক সাধারণত তৈরি হয়-
ABS, PVC ও পলিইথিলিন দ্বারা
টেফলন দ্বারা
ব্যাকেলাইট দ্বারা
PVF দ্বারা
2779. অপরিবাহী পদার্থের কোনটি বৈশিষ্ট্য নয়?
উচ্চ রেজিস্টিভিটি
উচ্চ ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ
উচ্চ ডাই-ইলেকট্রিক হিসটেরেসিস
ভালো তাপ পরিবাহিতা
2780. একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাকট্যান্সকে সেই পদার্থের বলে।
অ্যাডমিট্যান্স
সাসসেস্ট্যান্স
রেজিস্টিভিটি
কন্ডাকটিভিটি