Image
MCQ
2801. একটি বিশেষ ধরনের diode, যা অল্প ভোল্টেজেই আলোকিত হয়, যা ইন্ডিকেটর নম্বর বা অক্ষর প্রদর্শনে ব্যবহৃত হয়, তা হলো-
LED
Zener
LCD
Incandescent lamp
2802. ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
তাপমাত্রা অপরিবর্তিত থাকা উচিত
তাপমাত্রা কমানো উচিত
তাপমাত্রা বৃদ্ধি করা উচিত
উপরের কোনোটিই সত্য নয়
2803. যে দুটি সেমিকন্ডাক্টর প্রায়ই ব্যবহৃত, তাদের নাম-
কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
জার্মেনিয়াম, সিলিকন
গ্যালিয়াম, আর্সেনাইড
গ্যালিয়াম, সালফাইড
2804. রেকটিফায়ার সর্বাধিক ব্যবহৃত হয়--
অর্ধতরঙ্গ
দুই ডায়োডে তৈরি
ব্রিজ
এক ডায়োডে তৈরি
2806. একটি অফিসে ডিসি সরবরাহের জন্য কোন ব্যবস্থাটি বেশি উপযোগী?
একটি ৩-ফেজ রেক্টিফায়ার।
একটি ৬-ফেজ রেক্টিফায়ার
একটি ৩-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
একটি ৬-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
2807. একটি Ideal operational amplifier-এর জন্য-
bandwidth হলো infinity
bandwidth হলো খুব কম
bandwidth হলো 100Hz
কোনোটাই সত্য নয়।
2808. একটি বিশেষ ধরনের diode, যা বিপরীতমুখী ভোল্টেজের ফলে breakdown ঘটে এবং যা সাধারণত ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
anode
LED
Zener
2809. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টমিটার
2810. সাধারণত বিদ্যুৎপ্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
2811. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে বলে--
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
2813. PN ডায়োডকে রিভার্স বায়াস করলে-
রোধ বাড়ে
সংযোগ স্তরে বিদ্যুৎপ্রবাহ বাড়ে
সংযোগ স্তরে রোধ কমে
বিদ্যুৎপ্রবাহ অপরিবর্তিত থাকে
2816. কোনো ইলেকট্রনিক সার্কিটে জেনার ডায়োড লাগানো আছে। চালু অবস্থায় এর দু'মাথার ভোল্টেজ ব্যবধান-
০.২ ভোল্ট থাকে
বায়াস ভোল্টেজের সমান থাকে
২২০ ভোল্ট থাকে
স্থির থাকে
2817. একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিটে ডায়োড লাগে মোট-
১টি
৪টি
৩টি
২টি
2818. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
বৈদ্যুতিক রোধ কমে যায়
বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই সত্য নয়
2819. কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সবচেয়ে বেশি?
ক্লাস-এ
ক্লাস-বি
ক্লাস-এবি
ক্লাস-সি
2820. PN-ডায়োডের P-type-এর সাথে যখন ব্যাটারির পজিটিভ। টার্মিনাল এবং N-type-এর সাথে নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয়, তখন তাকে বলে।
রিভার্স বায়াস
নিরপেক্ষ বায়াস
ফরওয়ার্ড বায়াস
শূন্য বায়াস