MCQ
2801. একটি অফিসে ডিসি সরবরাহের জন্য কোন ব্যবস্থাটি বেশি উপযোগী?
একটি ৩-ফেজ রেক্টিফায়ার।
একটি ৬-ফেজ রেক্টিফায়ার
একটি ৩-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
একটি ৬-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
2802. ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
তাপমাত্রা অপরিবর্তিত থাকা উচিত
তাপমাত্রা কমানো উচিত
তাপমাত্রা বৃদ্ধি করা উচিত
উপরের কোনোটিই সত্য নয়
2803. কোনো ইলেকট্রনিক সার্কিটে জেনার ডায়োড লাগানো আছে। চালু অবস্থায় এর দু'মাথার ভোল্টেজ ব্যবধান-
০.২ ভোল্ট থাকে
বায়াস ভোল্টেজের সমান থাকে
২২০ ভোল্ট থাকে
স্থির থাকে
2804. একটি Chopper-কে বলা যেতে পারে-
dc-to-dc converter
ac-to-ac.converter
ac-to-dc converter
কোনোটিই নয়
2805. কপার ও জিঙ্ক অ্যালয়কে বলা হয়-
ব্রোঞ্জ
ব্রাস
গান মেটাল
মু-মেটাল
2806. যে দুটি সেমিকন্ডাক্টর প্রায়ই ব্যবহৃত, তাদের নাম-
কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
জার্মেনিয়াম, সিলিকন
গ্যালিয়াম, আর্সেনাইড
গ্যালিয়াম, সালফাইড
2807. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টমিটার
2808. ফুল-ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের দক্ষতা-
৪০.৬%
৮১.২%
৯৪%
৭৮.৬%
2809. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে বলে--
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
2810. কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সবচেয়ে বেশি?
ক্লাস-এ
ক্লাস-বি
ক্লাস-এবি
ক্লাস-সি
2811. একটি বিশেষ ধরনের diode, যা বিপরীতমুখী ভোল্টেজের ফলে breakdown ঘটে এবং যা সাধারণত ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
anode
LED
Zener
2812. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
বৈদ্যুতিক রোধ কমে যায়
বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই সত্য নয়
2813. একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিটে ডায়োড লাগে মোট-
১টি
৪টি
৩টি
২টি
2814. PN ডায়োডকে রিভার্স বায়াস করলে-
রোধ বাড়ে
সংযোগ স্তরে বিদ্যুৎপ্রবাহ বাড়ে
সংযোগ স্তরে রোধ কমে
বিদ্যুৎপ্রবাহ অপরিবর্তিত থাকে
2815. রেকটিফায়ার সর্বাধিক ব্যবহৃত হয়--
অর্ধতরঙ্গ
দুই ডায়োডে তৈরি
ব্রিজ
এক ডায়োডে তৈরি
2816. একটি বিশেষ ধরনের diode, যা অল্প ভোল্টেজেই আলোকিত হয়, যা ইন্ডিকেটর নম্বর বা অক্ষর প্রদর্শনে ব্যবহৃত হয়, তা হলো-
LED
Zener
LCD
Incandescent lamp
2817. Line imperfection in a crystal called........
Schottky defect
Frenkel defect
Edge dislocation
Line Defect
2818. একটি Ideal operational amplifier-এর জন্য-
bandwidth হলো infinity
bandwidth হলো খুব কম
bandwidth হলো 100Hz
কোনোটাই সত্য নয়।
2819. PN-ডায়োডের P-type-এর সাথে যখন ব্যাটারির পজিটিভ। টার্মিনাল এবং N-type-এর সাথে নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয়, তখন তাকে বলে।
রিভার্স বায়াস
নিরপেক্ষ বায়াস
ফরওয়ার্ড বায়াস
শূন্য বায়াস
2820. সাধারণত বিদ্যুৎপ্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ