EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2821. SCR চালু রাখতে কমপক্ষে যে পরিমাণ বিদ্যুৎপ্রবাহ প্রয়োজন হয়, তাকে কারেন্ট বলে---
হোল্ডিং
কমুটেশন
গেইট ট্রিগার
ব্রেক ওভার
ব্যাখ্যা: ব্যাখ্যা: SCR চালু করতে যে কারেন্ট প্রবাহ প্রয়োজন, তাকে গেইট ট্রিগার কারেন্ট বলে। SCR-এর Forward অবস্থা বজায় রাখার জন্য যে কারেন্ট প্রয়োজন হয়, তাকে হোল্ডিং কারেন্ট বলে। গেইট পালস্ সরিয়ে নেয়ার পর SCR-কে অন রাখতে যে কারেন্ট প্রয়োজন, তাকে Latching কারেন্ট বলে।
2822. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর কী হিসাবে ব্যবহার করা হয়?
রেকটিফায়ার
ডিটেক্টর
অ্যামপ্লিফায়ার
মডুলেটর
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুটি অর্ধপরিবাহি ডায়োডকে পাশাপাশি যুক্ত রেখে একটি অর্ধপরিবাহি ট্রায়োড তৈরি করা হয়। একে ট্রানজিস্টর বলে। উইলিয়াম শকলে ১৯৪৮ সালে এটি আবিষ্কার করেন। এতে সিলিকন ব্যবহার করা হয়। এটি অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে।
2823. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা একদিকে বিদ্যুৎপ্রবাহ করতে দেয় এবং AC signal-কে rectify করার কাজে ব্যবহৃত হয়, তা হলো-
Univac
Transformer
Diode
Inductor
ব্যাখ্যা: ব্যাখ্যা: Dinde একটি সেমিকন্ডাক্টর ডায়োড; রেকটিফায়ার সার্কিটে ডায়োড ব্যবহার করে AC প্রবাহকে DC-তে রূপান্তর করা হয়।ব্যাখ্যা: Dinde একটি সেমিকন্ডাক্টর ডায়োড; রেকটিফায়ার সার্কিটে ডায়োড ব্যবহার করে AC প্রবাহকে DC-তে রূপান্তর করা হয়।
2824. NPN কমন কালেকটর সার্কিটের জন্য নিচের কোনটি সঠিক?
উচ্চ ইনপুট রোধ এবং নিম্ন আউটপুট রোধ
উচ্চ ইনপুট রোধ এবং উচ্চ আউটপুট রোধ
নিম্ন ইনপুট রোধ এবং উচ্চ আউটপুট রোধ
নিম্ন ইনপুট রোধ এবং নিম্ন আউটপুট রোধ
2825. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ হলো-
1eV
2eV
5eV
7eV
2826. ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোকে দৃশ্যমান করার কাজে ব্যবহৃত এলইডি-এর সংখ্যা-
৫টি
৬টি
৭টি
৮টি
2827. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হলো-
2টি
4টি
5টি
8 টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব পদার্থের সর্বশেষ স্তরে এটি ইলেকট্রন থাকে, তাদেরকে সেমিকন্ডাক্টর বলে। আর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে।
2828. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
9 টি
16টি
1৪টি
32টি
2829. পরিবাহীতে ভ্যালেন্স ইলেকট্রন থাকে-
4টির বেশি
4টি
4টির কম
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা:ধাতব মৌলসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবাহী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। এসব ধাতব মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে। টি বা ২টি বা ওটি ইলেকট্রন থাকে। ফলে এরা সহজেই। টি বা ২টি বা এটি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে। সুতরাং, এসব মৌলের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা এটির কম হয়। অর্থাৎ, সর্বশেষ স্তরে ইলেকট্রনের সংখ্যা 4টির কম।
2830. নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী?
রাবার
কাচ
জার্মেনিয়াম
গন্ধক
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড ইনসুলেটর বা অপরিবাহী: রাবার, কাঁচ, শুকনো কাঠ, গন্ধক।
2831. এক ন্যানো-অ্যাম্পিয়ার সমান-
10^-6 অ্যাম্পিয়ার সমান
10^6 অ্যাম্পিয়ার
10 অ্যাম্পিয়ার
10^-9 অ্যাম্পিয়ার
2832. 10 মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে প্রকাশ করলে হয়-
10 × 10^-9 ফ্যারাড
10 × 10^-6 ফ্যারাড
10 × 10^-3 ফ্যারাড
10 × 10^-4 ফ্যারাড
2834. ট্রানজিস্টরের কোন সংযোগটি বেশি স্থির?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেকটর সার্কিট
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রানজিস্টরের কমন বেস সংযোগটি অধিক বেশি স্থির। কেননা, এটি মিলার ইফেক্ট দূর করে এবং অপ্রাসঙ্গিক ফিডব্যাক কমিয়ে অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইডথ বৃদ্ধি করে। এটি ইনপুট ইম্পিড্যান্স কম এবং কারেন্ট গেইন ইউনিটি, যার কারণে এটি অধিক স্থির থাকে।
2835. নিচের কোন সার্কিটটি ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য ব্যবহৃত হয়?
কমন বেস সার্কিট
কমন ইমিটার সার্কিট
কমন কালেক্টর সার্কিট
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য বাফার অ্যামপ্লিফায়ার বা বাফার সার্কিট ব্যবহার করা হয়। বাফার অ্যামপ্লিফায়ারের জন্য উচ্চ ইনপুট ইম্পিড্যান্স এবং নিম্ন আউটপুট ইম্পিড্যান্স প্রয়োজন হয়। উক্ত বৈশিষ্ট্যের কারণে কমন কালেক্টর সার্কিট ব্যবহার করা যায়। ডার্লিংটন পেয়ার লিনিয়ার সমন্বিত বর্তনীতে খুব বেশি ব্যবহৃত হয়, কারণ- এতে ক্যাপাসিটর বা পরিবাহক প্রয়োজন হয় না এর ইম্পিড্যান্স রূপান্তর ক্ষমতা অনেক বেশি পাশাপাশি ট্রানজিস্টর বসিয়ে এটা তৈরি করা যায় এটা ইমিটার ফলোয়ারের অনুরূপ
2836. একটি LED বোর্ডের জন্য-
শুধুমাত্র horizontal control প্রয়োজন
শুধুমাত্র vertical control প্রয়োজন
horizontal এবং vertical উভয় control প্রয়োজন
কোনো control প্রয়োজন নেই
ব্যাখ্যা: ব্যাখ্যা : একটি LED বোর্ডের জন্য Horizontal এবং Vertical উভয় Control প্রয়োজন।
2837. সেমিকন্ডাক্টর কৌশলসমূহে ডোপিং করা হয় কেন?
অধিক পাওয়ার বৃদ্ধি করার জন্য
কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য
তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য
সেমিকন্ডাক্টরকে দীর্ঘস্থায়ী করার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: P-type এবং N-type সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য ডোপিং করা হয়। এর ফলে চার্জগুলো নিয়ন্ত্রণ করে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
2838. তাপমাত্রা কমলে সেমিকন্ডাক্টর রেজিস্টিভিটি-
স্থির থাকে
কমে
বাড়ে
প্রথমে কমে তারপর স্থির থাকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্বাভাবিক তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। কিন্তু সেমিকন্ডাক্টর Negative temperature coefficient- যুক্ত পদার্থ অর্থাৎ সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়লে রেজিস্টিভিটি কমে এবং তাপমাত্রা কমলে রেজিস্টিভিটি বাড়ে।
2839. P-টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করতে প্রয়োজন হয়-
দ্বিযোজী ভেজাল মৌল
ত্রিযোজী ভেজাল মৌল
চতুর্যোজী ভেজাল মৌল
পঞ্চযোজী ভেজাল মৌল
ব্যাখ্যা: ব্যাখ্যা: টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের (Silicon, Germanium) সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল (Gallium, Indium, Aluminium ইত্যাদি) মিশ্রিত করা হয়।
2840. এলইডি-এর স্তর তৈরি করা হয়-
Si দ্বারা
Pদ্বারা
Ge দ্বারা
GaAs দ্বারা
ব্যাখ্যা: ব্যাখ্যা: LED বিশেষ ধরনের পদার্থ বা উপাদান দিয়ে তৈরি। এজন্য একে বিশেষ ডায়োড বলা হয়। এর উপাদানগুলো হলো- Gallium, Arsenic এবং Phosphorus LED-এর স্তর তৈরি হয় Gallium এবং Arsenic পদার্থ দিয়ে।