MCQ
1661. AND, OR, NOT ইত্যাদি গেইটের ডিজিটাল অপারেশন সম্পাদন করা যায়-
সুইচ ব্যবহার করে
অ্যামপ্লিফায়ার ব্যবহার করে
রেকটিফায়ার ব্যবহার করে
অসিলেটর ব্যবহার করে
1662. শিল্পকারখানায় উচ্চ নয়েজযুক্ত পরিবেশে ব্যবহারে বেশি উপযোগী লজিক গোষ্ঠী হলো-
TTL
HTL
MOS
ECL
1663. নিম্নের কোন গেইটের অপারেশন Commutative?
AND
OR
EX-OR
NAND
1664. আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের ধাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে বলা হয়--
আর্থিং লিড
আর্থ ইলেকট্রোড
আর্থ কন্টিনিউইটি তার
আর্থ কানেক্টর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
electronics mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের দাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে আর্থ কন্টিনিউটি তার বলা হয়।
1665. লজিক গেইট দিয়ে-
সংকেতকে শক্তিশালী করা হয়
সিদ্ধান্ত গ্রহণ করা হয়
বিভব নিয়ন্ত্রণ করা হয়
বাইনারি অ্যালজেবরার বাস্তব প্রয়োগ করা হয়
1666. TTL বর্তনীর অপারেশনের গতি-
DTL বর্তনীর সমান
DTL বর্তনীর চেয়ে কম
DTL বর্তনীর সমান কিংবা বেশি
DTL বর্তনীর চেয়ে বেশি
1667. TTL বর্তনী অ্যাকটিভ পুল-আপ বর্তনী হিসেবে ব্যবহার করার উপযোগী হওয়ার কারণ-
Wired AND অপারেশনের জন্য
Bus-operated system-এর জন্য
Wired logic অপারেশনের জন্য
কম শক্তিক্ষয় এবং অপারেশনের গতি বেশি হওয়ার জন্য
1668. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি এর সবগুলো ইনপুট HIGH হয়"-এই উক্তিটি কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
AND
OR
NAND
1669. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
চার্লস ব্যাবেজ
লাইবনিৎস
জর্জ বুল
ডরফেল্ট
1670. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
1671. রড ইলেকট্রোডের (লোহা বা ইস্পাত) ব্যাস হওয়া উচিত-
12 মিমি
185 মিমি
16 মিমি
21 মিমি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
electronics mcq all
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্যালভাইজড লোহা বা ইস্পাতের ব্যাস = 16 mm তামার রড ইলেকট্রোডের ব্যাস = 12.5 mm
1672. CMOS ডিভাইসের জন্য গ্রহণযোগ্য সরবরাহ ভোল্টেজ-
+5 ভোল্ট
-5 ভোল্ট
3 থেকে 15 ভোল্ট
+-5 ভোল্ট
1673. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
OR
NAND
NOR
1674. নিম্নের কোন লজিক গোষ্ঠীর নয়েজ মার্জিন সবচেয়ে বেশি?
I'L
HTL
TTL
CMOS
1675. MOS লজিক সার্কিট গঠিত হয়-
শুধুমাত্র MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং রেজিস্টার দ্বারা
MOS ডিভাইস এবং ডায়োড দ্বারা
MOS এবং বাইপোলার ডিভাইস দ্বারা
1676. RTL সার্কিট গঠিত হয়-
ডায়োড এবং রেজিস্টার দিয়ে
ট্রানজিস্টর এবং রেজিস্টার দিয়ে
FET এবং রেজিস্টার দিয়ে
MOS ডিভাইস এবং রেজিস্টার দিয়ে
1677. বাইপোলার লজিক গোষ্ঠী বলতে বুঝায়-
জংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
P-N জংশন
n-p-n ট্রানজিস্টর
MOSFET'S
1678. কম্বিনেশনাল বর্তনীতে-
Feedback সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র NOR gate থাকে
1679. CMOS লজিক গঠিত হয়-
n-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
P-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং ক্যাপাসিটার দ্বারা
P-চ্যানেল এবং N-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
1680. নিম্নের কোন লজিক গোষ্ঠীর শক্তিক্ষয় সবচেয়ে কম?
TTL
I'L
ECL
CM20