উপসর্গ MCQ
1. উপসর্গ কোনটি?
অতি
চেয়ে
থেকে
সবগুলো
2. 'ফুল, হাফ' কোন ধরনের উপসর্গ?
বাংলা
তৎসম
ইংরেজি
ফারসি
3. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
উপকণ্ঠ
উপবন
উপভোগ
উপগ্রহ
4. কোনটি বাংলা উপসর্গ?
উপ
ধর
গর
ভর
5. উপসর্গযুক্ত শব্দ-
বিদ্যা
বিদ্রোহী
বিষয়
বিপুল
6. 'নিমরাজি' শব্দটিতে 'নিম' উপসর্গটি কোন ভাষার?
আরবি
বাংলা
ইংরেজি
ফারসি
7. 'বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরনের উপসর্গ?
খাঁটি বাংলা
তৎসম
আরবি
ফারসি
8. কোন উপসর্গটি 'বাংলা' ও 'তৎসম' উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
অ
না
সু
বে
9. 'উৎক্ষিপ্ত' শব্দে 'উৎ' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ঊর্ধ্বে
প্রস্তুতি
ক্ষিপ্রতা
নিশ্চয়তা
10. দেশি উপসর্গ কোনটি?
পরিহার
অকাজ
উপহার
লাপাত্তা
11. 'সরস' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক্ষুদ্র
সঙ্গে
বিশাল
অভাব
12. উপসর্গ একটি শব্দে নিচের কোন ধরনের পরিবর্তন আনতে পারে?
অর্থগত
অর্থের সম্প্রসারণ
সংগঠনগত
সবগুলোই
13. সংস্কৃত উপসর্গ 'অব' সাধারণত কোন অর্থে ব্যবহার হয়?
অভাব
খনিকট
অল্প
দূরে
14. 'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গটি কোন ভাষার?
আরবি
বাংলা
ইংরেজি
ফারসি
15. উপসর্গযোগে পঠিত শব্দ হলো-
নবান্ন
আকাল
পঞ্চনদ
ঢাকাই
16. 'নিলাজ' শব্দে 'নি' উপসর্গটি-
বাংলা
তৎসম
বিদেশী
ফারসি
17. 'বদনাম' শব্দের 'বদ' কোন ভাষার উপসর্গ?
ফারসি
বাংলা
হিন্দি
আরবি
18. বাংলা উপসর্গ কয়টি?
১৯টি
২০টি
২১টি
২২টি
19. নিচের কোনটি ফার্সি উপসর্গ সহযোগে গঠিত শব্দ?
বদনাম
হররোজ
খাসমহল
গরমিল
20. উপসর্গযোগে গঠিত শব্দ হলো-
নবান্ন
আকাল
পঞ্চনদ
ঢাকাই