EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
81. Tiles এ glazing কেন করা হয়?
To increase hardness
To increase imperviousness
To increase porousness
কোনটিই নয়
ব্যাখ্যা: সিরামিক প্লেজ হল একটি ইমপারভিয়াস লেয়ার বা কাঁচযুক্ত পদার্থের আবরণ যা ফায়ারিং এর মাধ্যমে টাইলস বা মৃৎপাত্রে মিশে যায়।
82. কংক্রিটের কার্যোপযোগীতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট পানির অনুপাত
খোয়ার গ্রেডিং এর উপর
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ ভেরুত্বপূর্ন প্রশ্ন 1. কংক্রিটের কার্যোপযোগীতা সরাসরি সমানুপাতিক পানি- সিমেন্ট অনুপাত 2. বালির আয়তন বৃদ্ধির ধর্মকে কী বলে আয়তন স্ফীতি। 3. বালির সর্বোচ্চ আয়তন স্ফীতি ঘটে শতকরা কত ভাগ পানি থাকলে ৪%. 4. মোটা বালির আয়তন স্ফীতি কত % 20% 5. সূক্ষ্ম দানার বালির আয়তন স্ফীতি সর্বোচ্চ কত %-35%
83. কোন materials টি membrane curing এ ব্যবহার করা হয় না?
Bituminous emulsion
Lime emulsion
Wax emulsion
Plastic emulsion
ব্যাখ্যা: মেমব্রেন কিউরিং হল কিউরিং এর একটি পদ্ধতি যা পানির অভাব হলে প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে মেমব্রেন যৌগ যেমন বিটুমিনাস ইমালসন, wax emulsion, জলরোধী কাগজ ইত্যাদি ব্যবহার করা হয়।
84. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়
RCC
DPC
Plaster
Lime Concrete
ব্যাখ্যা: DPC হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাতসেতে না হয়। আদ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়। উত্তর মত কয়েকটি অনুরল শুরুত্বপূর্ণ প্রশ্ন 1 . ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়- DPC. 2. DPC means Damp Proof Course. 3. For DPC at plinth level, which grade of concrete is used - M15. 4. If the soil is dry, DPC for ground floor consists of the layer of Coarse sand 5. অনুভূমিক ডিপিসি তে ১:২:৪ অনুপাতে সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত-4cm
85. কোন বিষয়টি নির্ধারণের জন্য কনক্রিটের প্ল্যাম্প টেস্ট করা হয়?
strength
Durability
water cement ratio
workability
ব্যাখ্যা: কনক্রিটের কসসিসটেন্সি, পরিমাপের জন্য প্ল্যাম্প টেস্ট করা হয় এবং এর মাধ্যমে ওয়ার্ক এবিলিটি' ধারণা পাওয়া যায়। স্ল্যাম্প টেস্ট এর মাধ্যমে ওয়ার্কএবিলিটি নির্ধারণ করা যায় মাত্র। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয় - Slum Test. 2. Slump test এ ব্যবহৃত চোঙের size top 10 cm, bottom 20 cm, Height - 30cm. 3. Slump test এ ব্যবহৃত rod এর dia - 5/8'. 4. Slump test এ ব্যবহৃত rod এর - length 60 cm. 5. Slump test rod দ্বারা Concrete কে কতবার খোঁচাতে হয়- 25 বার। 6. Slump test এ চোঙটি কয় স্তরে পূর্ণ করা হয় - ৩ স্তরে।
86. প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময়-
উত্তরসূরি অ্যাকটিভিটির সময়।
শূণ্য
পূর্বসূরি অ্যাকটিভিটির সময়
কোনটিই নয়
ব্যাখ্যা: প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময় -পূর্বসূরি Activity এর সময়।
87. একটি Circular Colum- Minimum dimension কত?
4 inch dia
8 inch dia
10 inch dia
12 inch dia
ব্যাখ্যা: Circular Colum- Minimum diameter 25cm (10 inch) এর কম হবে না।
88. কংক্রিট test এ 100 mm cube এর compressive strength 150 mm cube এর চেয়ে সর্বদা-
কম হবে
বেশি হবে
সমান হবে
কোনোটিই নয়
ব্যাখ্যা: কংক্রিটের টেস্টে ১০০ মিমি কিউবের চাপশক্তি হবে ৯১ কেজি/বর্গ সেমি (৭দিন) এবং ১৫০ মিমি কিউবের চাপশক্তি ১৩০ কেজি / বর্গ সেমি (৭দিনে)। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কংক্রিট test এ 100 mm cube এর compressive strength 150 mm cube এর চেয়ে সর্বদা কম হবে। 2. Concrete এর cube test এ ব্যবহৃত রডের ব্যাস কত- 16 mm 3. Concrete এর cube test এ ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত- 90 cm. 4. Concrete এর cube test এ ব্যবহৃত cube এর size 15cm 15cm 15 cm.
89. Concrete এর workability নির্ণয় করা পরীক্ষার নাম-
Ductility test .
Water absorption
Slump test
Water permeability
ব্যাখ্যা: Slump test বা নতি পরিক্ষা যারা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয়। Slump test এর নতি তা জানা যায়। আর নতির মান দেখে কংক্রিটের কার্যোপযোগিতা মাত্রা নির্ণয় করা যায়। উপ্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete এর workability নির্ণয় করা পরীক্ষার নাম- Slump test. 2. How many types of tests are there to find workability - 5. 3. Workable concret এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-0.4 4. Which test used for low workable concretes compacting factor test. 5. Which test Used for high workable concretes flow table test.
90. Critical Path-
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
ব্যাখ্যা: Critical Path maethod হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষন পূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এ জন্য Critical path-এ সব কিছু সময় দীর্ঘ হয়। ✓ Critical Path- সবসময় দীর্ঘ হয়।
91. Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয়-
ছোট প্রজেক্টে
বড় ও জটিল প্রজেক্টে
গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে
দীর্ঘ প্রজেক্টে
ব্যাখ্যা: Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয় গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে।
92. WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়?
ব্যাবস্থাপনা চক্রের ধাপ
প্রজেক্টের সুযোগ
প্রজেক্টের সময়
প্রজেক্টের মূল্য নির্ণয়
ব্যাখ্যা: WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়- ব্যবস্থাপনা চক্রের ধাপ।
93. Procurement control এর প্রক্রিয়া কীসের অন্তর্ভুক্ত-
প্লানিং
ক্লোজিং
মনিটরিং কন্ট্রোল
অপারেশন
ব্যাখ্যা: Procurement control এর প্রক্রিয়া কীসের অন্তর্ভুক্ত - Monitoring & Control.
94. RCC beam বা slab এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
ব্যাখ্যা: RCC beam বা slab Slump রেঞ্জ ৫ সেমি থেকে ১০ সেমি। উপ্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ন প্রশ্ন। 1. RCC beam বা slab এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য 10 cm. 2. RCC column এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য- 15 cm. 3. RCC footing এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য- 7.5 cm. 4. Slump test এ ব্যবহৃত রডের ব্যাস কত 16 mm. 5. Slump test এ ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত 60 cm.
95. নিচের কোনটি Bituminous materials properties -
Consistency
Durability or resistance of weathering
Rate of curing
Resistance to water action
96. কোনটি Retaining structure?
buttress wall
bridge abutment
box culvert
mohr
ব্যাখ্যা: এবাটমেন্ট। নদী বা জলাশয়ের তীরদ্বয় সংযোগকারী কালভার্ট বা সেতুর প্রান্তের কাঠামোকে এবাটমেন্ট বলে। এটা সুপার স্ট্রাকচার, লাইভ লোড বহন এবং পিছনের মাটি ধরে রাখার কাজ করে। মাটি ধরে রাখার কাজের করে বলে একে Retainging structure বলা যায়।
97. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে সকল পদার্থ কংক্রিটের ব্যাবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পাই, তাকে অ্যাডমিক্সার বলে। কংক্রিটের শক্তি স্বাভাবিক করতে সিমেন্টের ওজনের ১.৫% ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ ভেরু হপূর্ণ প্রশ্ন 1. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড 2. Coarse aggregate কোন চালুনি অতিক্রম করে না-*4 3. Concrete helping materials কোনটি -পানি। 4. নিচের কোনটি Concrete এর binding materials - Cement.
98. নিম্নের কোনটি প্রজেক্টের Constrained নয়?
সুযোগ
সিসোর্স
প্রজেক্ট টিম
বাজেট
ব্যাখ্যা: নিজের কোনটি প্রজেক্টের Constrained নয়- সুযোগ।
99. Tender earnest money শতকরা কত রাখা হয়?
1%
5%
2%
10%
ব্যাখ্যা: টেন্ডারের আর্নেস্ট মানি ২% এবং সিকিউরিটি মানি ১০% ধরা হয়।
100. সিস্টেম সেফটি প্রক্রিয়া MORT এর পূর্ণরূপ
More observation and Repetitive training
More observation and Repetitive training
Management Oversight and risk tree
Management Objectives and Regulatory training
ব্যাখ্যা: সিস্টেম সেফটি প্রক্রিয়া MORT Management Objectives and Regulatory Training.