Image
কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
41. Sunshade-এর নিচে গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম
Drop Course
Rain Course
Water course
Dip Course
42. প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি?
Construction Supervision
Material testing
Tendering Authority
Planning Commission
43. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়
ঘনমিটার
মিলিমিটার
বর্গমিটার
কোনটিই নয়
47. After pre-stressing process in completed, loss of stress occurs due to
Shrinkage of concrete
Creep of concrete
Elastic shortening of concrete
All the above
48. Ready mix concrete-t slump বেশি রাখা যায়-
strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Cocrete pump করে ব্যবহার করার জনা
concrete এর জমাট বাধা রোধ করার জন্য
50. আবাসিক বিল্ডিং-এ damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়। দিনে-SAE
Plinth level
Ground level
Ceiling
Water table level
51. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউবের এর ডাইমেনশন কত?
4’’ × 4’’ × 4’’
4cm x 4cm x 4cm
2’’ × 2’’× 2’’
2cm x 2cm x 2cm
54. পরিবহনের সময় Coarse aggregate যদি mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage
55. The type of bond is a brick masonry containing alternate courses of strecher and headers, is called;
Flemish bond
English bond
Stretcher bond
Header bond
56. Slump test এর জন্য bullnosed এর যে রঙ ব্যবহার করা হয় তা
3/4’’
1/2’’
5/8’’
7/8’’
57. জবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিচের কোনটি ব্যবহৃত
সিমেন্ট কংক্রিট
লাইম কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
কোনোটিই নয়
59. Concrete Workability কার উপর নির্ভর
Aggregate-Cement ratio
Water-Cement ratio
Aggregate Grading
উপরোক্ত সব