Image
কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
561. IF water required for 1 (one) bag cement is 25 litre for making concrete the w/c ratio is (BPSC-22)
0.45
0.55
0.50
0.40
562. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
563. Coment required for using 45 litre of water with a w/c ration of 0.45 for making concrete is-[BPSC-22]
One bag
Four bag
Two bag
Three bag
564. সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হলো-
স্টিল প্যান
হুইল বার
ক্যাবল ওয়ে
স্কিপ
565. ঘরের দেয়ালের নিচ দিকের অংশটি Neat cement finishing অথবা Mosaic করা হয়, যাকে বলে-
Footing
Wall plate
Dado
Corbell
566. গোলাকার আকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
30%
35%
40%
45%
567. Aggregates containing moisture in pores but having surface dry known as [BPSC-22
Moist aggresates
Gap graded aggregates
Dry aggregates
SSD aggregates
568. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
অগ্নিরোধক
শব্দ প্রতিরোধক
তাপ প্রতিরোধক
আর্দ্রতা প্রতিরোধক
569. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
2min
4mm
5mm
6mm
570. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
571. Workability of concrete is measured by- [HED-19, MOD-20, BPSC-22]
Fineness test
Vicat's apparatus test
Slump test
Setting time test
572. For increasing setting time of concrete, what type of admixture is used-(BPSC-22)
Accelator
Air Entraining
Water reducing
Retarder
573. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
574. যে আকারের aggregate কংক্রিটে সবচেয়ে বেশি void সৃষ্টি করে, তা হলো-
irregular
angular
rounded
flaky
575. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M25
M100
M250
M500
576. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
577. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
বালতি
গ্রাউটেড কংক্রিট
ট্রিমি
গ্রাব বাকেট
578. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
35%
40%
45%
50%
579. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
580. Damp proof কেন দেওয়া হয়?
Salt intrusion বন্ধ করার জন্য
একটি plain surface তৈরি করার জন্য
Damp বন্ধ করার জন্য
Wall-এ ভালো bond তৈরি করার জন্য