কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
621. বাংলাদেশ বিল্ডিং ACI 2008 অনুসারে High-rise building-এর উচ্চতা সর্বনিম্ন কত?
30m
33m
37.5m
45m
ব্যাখ্যা: বাংলাদেশ বিল্ডিং কোড- 2020 অনুসারে High rise building-এর উচ্চতা সর্বনিম্ন ১০ তলা বা ৩৩ মিটার।
622. কোনটি ভালো অগ্নিরোধক?
ইট
কংক্রিট
পাথর
স্টিল
ব্যাখ্যা: ইট কাঁচা অবস্থায় নমনীয় থাকে। কিন্তু একে উচ্চ তাপে পোড়ার পর কৃত্রিম পাথরের ন্যায় শক্ত। পুড়িয়ে তৈরি করা হয়। বিধায় খুব ভালো অগ্নিনিরোধক হয়।
623. জলছাদের চুন, সুরকি ও খোয়ার অনুপাত-
১:২:৪
২:২:৬
১:৩:৬
২:২:৭
ব্যাখ্যা: জলছাদ মূলত ছাদের উপর দেয়া হয়। জলছাদের গড় পুরুত্ব 7.5 সেমি থেকে 12 সেমি। জলছাদে চুন, সুরকী ও খোয়া ব্যবহৃত হয়। এর অনুপাত ২:২:৭ অর্থাৎ, ২ ভাগে চুন, ২ ভাগ এবং সুরকি ৭ ভাগ খোয়া।
624. গাথুনিতে মশলার জয়েন্ট পর্যাপ্ত শক্তিসম্পন্ন হওয়ার জন্য নূন্যতম কত দিন কিউরিং করা প্রয়োজন
7
10
14
21
ব্যাখ্যা: প্লাস্টারের পূর্বে ইটের গাথুনিতে সিমেন্ট ইটের সবোর্চ্চ বন্ডিং এর জন্য ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করতে হয়। অথ্যাৎ গাথুনিতে মসলার জয়েন্ট পর্যাপ্ত শক্তিসম্পূন্ন করার জন্য নূন্যতম ৭ দিন কিউরিং করতে হয়
625. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
4m
1.5m
2m
2.5m
ব্যাখ্যা: কোনো কাঠামোর নিমার্ণকাজ বা দেয়ালোর গাঁথুনির কাজ করার সময় যখন নির্মাণকাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পৌছায় তখন নির্মাণ উপকরণাদি ও নির্মাণকার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ করার সুবিধার জন্য স্ক্যাফোল্ডিং করা হয়।
626. ট্রেড এবং রাইজারের পরিমাণ-
ট্রেড + 2 × রাইজ = 60cm
ট্রেড × রাইজ = 400cm²
ট্রেড + রাইজ = 40cm
উপরের সব কয়টি
ব্যাখ্যা: ট্রেড ও রাইজারের স্ট্যান্ডাড মান অনুসারে,
ট্রেড = ৩০০ mm
রাইজার = ১৫০ mm
.: ট্রেড ও রাইজারের যোগফল = ৩০০+ ১৫০ = ৪৫০ mm
627. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না?
মেঝে
স্কাটিং
ড্রেন
টয়লেট
ব্যাখ্যা:
সিমেন্ট ফিনিশিং হচ্ছে স্বল্প ব্যয়ের একপ্রকার ফ্লোর ফিনিশিং। এজন্য মেঝের ক্ষেত্রে নিট সিমিন্ট ফিনিশিং করা হয় না। কারণ মেঝেতে নিট সিমেন্ট ফিনিশিং করলে ভালো মসৃণ হয় না
628. আন্ডার পাইনিং-এর পদ্ধতি-
২টি
৩টি
৪টি
৫টি
ব্যাখ্যা: পুরাতন ভিত্তির স্থলে নতুন ভিত্তি প্রদান করার পদ্ধতিকে আন্ডার পাইনিং বলে। আন্ডার পাইনিং পদ্ধতি দু'টি, যেমন- (i) পিট পদ্ধতি, (ii) পাইল পদ্ধতি।
629. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
প্রবিং
কোর ড্রিলিং
ওয়াশ বোরিং
630. রাজউক-এর নিয়ম অনুসারে প্রাইভেট কার এর জন্য পার্কিং Area কত?
2.4 x 4.6m²
2.2 x 4.3m²
5 x 2.5m²
2.8 x 4.2m²
ব্যাখ্যা: রাজউক নিয়ম অনুসারে প্রাইভেট কার পার্কিং-এর জন্য 5×2.5m² পার্কিং এরিয়া বিবেচনা করতে হয়।
631. শোরিং কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
কোনোটিই নয়
ব্যাখ্যা: শোরিং ৩ প্রকার। যথা-
i) রেকিং শোরিং
(ii) ফ্লাই শোরিং,
(iii) ডেড শোরিং।
632. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
২
৩
৪
৫
কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্লোজার প্রধানত দুই প্রকার। যথা- (১) কুইন ক্লোজার (২) কিং ক্লোজার এবং অন্য দুই প্রকার, যথা- (১) বেভেল ক্লোজার (২) মাইটার্ড ক্লোজার
633. ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অ্যাডমিক্সার হিসেবে ব্যবহৃত হয়-
CaCl2
MgCl2
NaCl
FeCl3
ব্যাখ্যা: ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সিমেন্টের ওজনের ১.৫% ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) অ্যাডমিক্সচার হিসেবে ব্যবহৃত হয়।
634. টির ভারবহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে, মাটির ছিদ্রপথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানো হয়?
140 kg/cm²
160 kg/cm²
170 kg/cm²
180 kg/cm²
635. বিম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত?
১:৩
১:৪
১:৬
১:৭
কোনোটিই নয়
ব্যাখ্যা: বিম ও কলামের ক্ষেত্রে প্লাস্টারের অনুপাত ১৪৪ এবং ইটের পৃষ্ঠদেশ বা দেয়ালে প্লাস্টারের অনুপাত ১:৬ ধরা হয়।
636. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
18
20
24
28
ব্যাখ্যা: ইটের গাঁথুনি করার পর ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে কিউরিং করা শেষ হয়ে গেলে ইটের গাথুনি যাতে পূর্ণ শক্তি অর্জন করতে পারে সেজন্য ২৮ দিন পরে প্লাস্টার করা হয়।
637. প্রি-কাস্ট পাইলের দৈঘর্্য
3-15m
15-440m
4.5-30m
2-40m
ব্যাখ্যা: যেখানে অতিরিক্ত ভারবহন করার প্রয়োজন হয় সেখানে প্রি-কাস্ট পাইল ব্যবহার করা হয়। এ পাইলের ব্যাস ৩৫-৬৫সেমি
638. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে?
অ্যাংকর পাইল
ফেন্ডার পাইল
শিট পাইল
ব্যাটার পাইল
ব্যাখ্যা: শিট পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে। কারণ যেখানে মাটির আনুভূমিক সরণ ঘটে সমস্ত মাটির সরণ প্রতিরোধের জন্য শিট পাইল বা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয়।
639. টেরাজো ফ্লোরিং-এ মেঝের কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখা যাওয়া উচিত?
60%
70%
80%
50%
ব্যাখ্যা: টেরাজো ফ্লোরিং নির্মাণের ক্ষেত্রে রোলিং ও টেম্পিং কাজ চলাকালীন সময়ে কিছু মার্বেল দানা ছড়িয়ে দেওয়া হয়। যাতে মেঝের ৮০% জায়গাতে মার্বেল দানা দেখা যায়।
640. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
50%
55.5%
62.5%
65%
ব্যাখ্যা: ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ বা রাজউকের নিয়ম অনুসারে ২ কাঠার ঊর্ধ্ব হইতে ৩ কাঠার প্লটের 65% অংশে ইমারত নির্মাণ করা যায়।