Image
কম্পিউটার MCQ
82. H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
File transfer
VoIP
Data Security
File download
83. Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
Image/video
Audio
Text
উপরের সবগুলো
84. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Array
Linked list
Stack
Queue
86. API মানে-
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface
87. Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়?
Fire attacks
Unauthorized access
Virus attacks
Data-driven attacks
88. RFID বলতে বুঝায়-
Random Frequency Identification
Random Frequency Information
Radio Frequency Information
Radio Frequency Identification
89. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
91. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার
92. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
93. নিচের কোনটি ৫২(১০) এর বাইনারী রূপ?
01010010(2)
01110011(2)
00001100(2)
11110000(2)
94. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
compiler
loader
operating system
bootstrap
95. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
Wi-Fi
Bluetooth
Wi-Max
Cellular network
96. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
97. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine language
C
Java
Python
98. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
অবকাঠামোগত
প্লাটফর্মভিত্তিক
সফ্টওয়্যার
উপরের সবগুলো
100. CPU কোন address generate করে?
Physical address
Logical address
Both physical and logical addresses
উপরের কোনটি নয়