EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কম্পিউটার MCQ
101. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?
Simplex
Half-duplex
Full-duplex
কোনোটিই নয়
ব্যাখ্যা: তথ্য যোগাযোগ (Data communication) তিন ধরনের হয়ে থাকে। যথা: Simplex (একমুখী; যেমন: টিভি বা রেডিও), Half-Duplex (দ্বিমুখী, তবে এক প্রান্ত থেকে ডেটা আসা শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডেটা আসবে; যেমন: ওয়াকি- টকি বা ইন্টারকম) এবং Full-Duplex (দ্বিমুখী একই সাথে ডেটা আসা-যাওয়া করতে পারে; যেমন: ইন্টারনেট, ক্যাবেল টিভি, মোবাইল ফোন ইত্যাদি)।
102. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
103. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
104. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
Tuples
Attributes
Tables
Rows
ব্যাখ্যা: ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলা হয়। সুতরাং রিলেশনাল ডেটাবেস মডেলে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়।
105. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Phishing
Man-in-the-Middle
Ransomware
Denial of Service
106. কোনটি ইনপুট ডিভাইজ নয়?
প্রিন্টার
স্ক্যানার
কী-বোর্ড
মাউস
ব্যাখ্যা: তথ্য: ক্যামেরা, কী-বোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্কিন ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট হচ্ছে কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায় যেটা প্রর্দশিত হয় Monitor; Printer; Audio; Speakers; Headphones ইত্যাদি আউটপুট ডিভাইস।
107. নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
FTP
DNS
TCP
HTTPS
108. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
৫৫
৮৭
৬৭
৭৭
109. কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
Scanner
Mouse
Touch Screen
Projector
110. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
Scanner
Projector
Touch Screen
Mouse
111. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –
FTP Server
Firewal
DNS Server
Gateway
112. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
Mouse
Microphone
Touch Screen
Printer
ব্যাখ্যা: স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি ডিভাইসের মতো টাচস্ক্রিনও একটি ইনপুট-আউটপুট ডিভাইস। অন্যদিকে মাউস ও মাইক্রোফোন এবং প্রিন্টার আউটপুট ডিভাইস।
113. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
First come first serve
Round-robin
Shortest job first
Last come first serve
ব্যাখ্যা: Round robin scheduling algorithm এমনভাবে ডিজাইন করা, যাতে একটি সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম এক সাথে ব্যবহার করতে পারে। এখানে প্রোগ্রামগুলো তাদের কার্যসম্পাদনের সময়টাকে শেয়ার করে। ফলে অনেকগুলো। প্রোগ্রাম এক সাথে সমান্তরালে চলতে পারে। সুতরাং Time Shared Operating System-এ এটি অধিক ব্যবহৃত হয়।
114. নিচের কোনটি Octal number নয়?
19
77
15
101
ব্যাখ্যা: অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭-এ ৮টি অংক (digit) ব্যবহৃত হয়। এ হিসেবে ১৭, ১০-১৭, ২০-২৭ ইত্যাদি হলো অক্টাল সংখ্যা। সুতরাং ৮, ৯, ১৮, ১৯, ২৮, ২৯ ইত্যাদি অক্টাল সংখ্যা নয়।
115. নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
ROM
RAM
XP professionals
Spreadsheet
ব্যাখ্যা: তথ্য: ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি। কারণ কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলেও এর সব তথ্য অপরিবর্তিত থাকে। অর্থ্যাৎ এতে সংরক্ষিত তথ্যের কোনো পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধন করা যায় না। অপরদিকে RAM (Random Access memory) হচ্ছে কম্পিউটারের অস্থায়ী তথ্যভান্ডার। কারন বিদ্যুৎ চলে যাওয়া বা কম্পিউটার বন্ধ করার সাথে এ স্মৃতিভান্ডার মুছে যায়। Spreadsheet হচ্ছে একটি ডাটা এন্টি প্রোগ্রাম। আর XP professionals হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। এরুপ আরো কয়েকটি অপারেটিং সিস্টেম হলো: MSDOS, PC DOS, MS EINDOWS 95/98/2000, XENISM LINUX. ইত্যাদি।
116. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
117. Bluetooth কিসের উদাহরণ?
Personal Area Network
Local Area Network
Virtual Private Network
কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয়। যেমন-ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IrDA) ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক।
118. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
FTP
SMTP
SNMP
RPC
119. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?
Program Virus
Boot Virus
Trojan Horse
Worms
120. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS